ETV Bharat / state

BJP Fact Finding Team: বিজেপির বিশেষ প্রতিনিধি দলকে হাওড়াতে ঢুকতে বাধা পুলিশের

হুগলি সেতুতেই বিজেপির বিশেষ প্রতিনিধি দলকে আটকে দিল পুলিশ ৷ হাওড়ার শিবপুরে যাওয়া হল না তাদের ৷ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন প্রতিনিধি দলের সদস্যরা ৷

BJP special delegation team
বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম
author img

By

Published : Apr 9, 2023, 1:05 PM IST

Updated : Apr 9, 2023, 3:32 PM IST

বিজেপির বিশেষ প্রতিনিধি দলকে শিবপুরে যেতে বাধা পুলিশের

হাওড়া, 9 এপ্রিল: বিজেপির বিশেষ প্রতিনিধি দলকে শিবপুরে ঢুকতে বাধা দিল পুলিশ ৷ রিষড়ার পর এবার হাওড়ায় রামনবমীর মিছিলে হামলার কারণ খুঁজে বের করতে এসেছে বিজেপির ওই বিশেষ প্রতিনিধি দল । রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে হাওড়ার উদ্দেশ্যে আসছিলেন । যদিও দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজাতেই পুলিশ আধিকারিকরা আটকে দেন ওই দলটিকে । পুলিশ সূত্রে খবর, ওই প্রতিনিধি দলের সদস্যরা শিবপুর-সহ বিভিন্ন এলাকায় যাচ্ছিলেন । এই বিশেষ দলে 6 জন সদস্য রয়েছেন । যার মধ্যে রয়েছেন আইনজীবী এবং অবসরপ্রাপ্ত বিচারকও ।

BJP special delegation team
হুগলি সেতুতেই আটকানো হল প্রতিনিধি দলকে

পুলিশের এহেন ব্যবহারে যথেষ্টই ক্ষুব্ধ হন প্রতিনিধি দলের সদস্যরা । তাঁদের অভিযোগ, রবিবার যেভাবে হাওড়া সিটি পুলিশ আধিকারিকরা প্রতিনিধি দলকে যেতে দিলেন না, তাতে এটা প্রমাণিত হয় যে অশান্তির ঘটনায় পুলিশের প্রত্যক্ষ মদত ছিল । সেই সত্যি যাতে প্রকাশ্যে না-চলে আসে তাই তাঁদের রাস্তা আটকাল পুলিশ বলে অভিযোগ প্রতিনিধি দলের । তাঁদের দাবি, পুলিশের উচ্চ অধিকারিকদের জানান ওই এলাকায় 144 ধারা জারি রয়েছে । সেটি ভেঙে তাঁরা ওই এলাকাতে যেতে পারবেন না । প্রয়োজনে পুলিশের গাড়ি করেই দলটি ওই স্থানে যেতে চান বলে জানান প্রতিনিধি দলের সদস্যরা । কিন্তু তাঁদের তাও যেতে দেওয়া হয় না বলে অভিযোগ ৷

BJP special delegation team
বিজেপির বিশেষ প্রতিনিধি দলকে হাওড়াতে ঢুকতে বাধা

আরও পড়ুন: শিবপুরের ঘটনায় ধৃত আরও 2, এলাকায় সিআইডি

উল্লেখ্য, গত বছরের রামনবমীর ঘটনার পুনরাবৃত্তি ঘটে এই বছরেও । বৃহস্পতিবার হাওড়ার সন্ধ্যাবাজার কাছে অঞ্জনী পুত্র সেনার রামনবমীর মিছিলে বোমাবাজির অভিযোগ ওঠে । আরও অভিযোগ, সন্ধ্যাবাজারের কাছে মিছিল পৌঁছলে সেটার উপরে ইট ও কাঁচের বোতল ছোড়া হয় । ঘটনাতে 10-15 জন কর্মী আহত হয়েছে বলেই সূত্রের খবর । আর এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা ।

বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে অঞ্জনী পুত্র সেনারা । তাঁদের উপরে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের সেল ফাটায় বলেও অভিযোগ করে মিছিলের সংগঠকরা । অভিযোগ, যারা শান্তিপূর্ণ মিছিলের উপরে হামলা চালালো তাঁদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয়নি । যা নিয়ে পরবর্তীকালে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে । আর সেদিনের ঘটনার সূত্র ধরেই রবিবার বিজেপির পাঠানো এই বিশেষ প্রতিনিধি দল হাওড়াতে আসে । কিন্তু মাঝপথেই তাদের আটকে দিল পুলিশ ৷

বিজেপির বিশেষ প্রতিনিধি দলকে শিবপুরে যেতে বাধা পুলিশের

হাওড়া, 9 এপ্রিল: বিজেপির বিশেষ প্রতিনিধি দলকে শিবপুরে ঢুকতে বাধা দিল পুলিশ ৷ রিষড়ার পর এবার হাওড়ায় রামনবমীর মিছিলে হামলার কারণ খুঁজে বের করতে এসেছে বিজেপির ওই বিশেষ প্রতিনিধি দল । রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে হাওড়ার উদ্দেশ্যে আসছিলেন । যদিও দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজাতেই পুলিশ আধিকারিকরা আটকে দেন ওই দলটিকে । পুলিশ সূত্রে খবর, ওই প্রতিনিধি দলের সদস্যরা শিবপুর-সহ বিভিন্ন এলাকায় যাচ্ছিলেন । এই বিশেষ দলে 6 জন সদস্য রয়েছেন । যার মধ্যে রয়েছেন আইনজীবী এবং অবসরপ্রাপ্ত বিচারকও ।

BJP special delegation team
হুগলি সেতুতেই আটকানো হল প্রতিনিধি দলকে

পুলিশের এহেন ব্যবহারে যথেষ্টই ক্ষুব্ধ হন প্রতিনিধি দলের সদস্যরা । তাঁদের অভিযোগ, রবিবার যেভাবে হাওড়া সিটি পুলিশ আধিকারিকরা প্রতিনিধি দলকে যেতে দিলেন না, তাতে এটা প্রমাণিত হয় যে অশান্তির ঘটনায় পুলিশের প্রত্যক্ষ মদত ছিল । সেই সত্যি যাতে প্রকাশ্যে না-চলে আসে তাই তাঁদের রাস্তা আটকাল পুলিশ বলে অভিযোগ প্রতিনিধি দলের । তাঁদের দাবি, পুলিশের উচ্চ অধিকারিকদের জানান ওই এলাকায় 144 ধারা জারি রয়েছে । সেটি ভেঙে তাঁরা ওই এলাকাতে যেতে পারবেন না । প্রয়োজনে পুলিশের গাড়ি করেই দলটি ওই স্থানে যেতে চান বলে জানান প্রতিনিধি দলের সদস্যরা । কিন্তু তাঁদের তাও যেতে দেওয়া হয় না বলে অভিযোগ ৷

BJP special delegation team
বিজেপির বিশেষ প্রতিনিধি দলকে হাওড়াতে ঢুকতে বাধা

আরও পড়ুন: শিবপুরের ঘটনায় ধৃত আরও 2, এলাকায় সিআইডি

উল্লেখ্য, গত বছরের রামনবমীর ঘটনার পুনরাবৃত্তি ঘটে এই বছরেও । বৃহস্পতিবার হাওড়ার সন্ধ্যাবাজার কাছে অঞ্জনী পুত্র সেনার রামনবমীর মিছিলে বোমাবাজির অভিযোগ ওঠে । আরও অভিযোগ, সন্ধ্যাবাজারের কাছে মিছিল পৌঁছলে সেটার উপরে ইট ও কাঁচের বোতল ছোড়া হয় । ঘটনাতে 10-15 জন কর্মী আহত হয়েছে বলেই সূত্রের খবর । আর এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা ।

বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে অঞ্জনী পুত্র সেনারা । তাঁদের উপরে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের সেল ফাটায় বলেও অভিযোগ করে মিছিলের সংগঠকরা । অভিযোগ, যারা শান্তিপূর্ণ মিছিলের উপরে হামলা চালালো তাঁদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয়নি । যা নিয়ে পরবর্তীকালে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে । আর সেদিনের ঘটনার সূত্র ধরেই রবিবার বিজেপির পাঠানো এই বিশেষ প্রতিনিধি দল হাওড়াতে আসে । কিন্তু মাঝপথেই তাদের আটকে দিল পুলিশ ৷

Last Updated : Apr 9, 2023, 3:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.