ETV Bharat / state

টিকিয়াপাড়া কাণ্ডে ধৃত সাকিবের পরিবারকে সাহায্য পুলিশের - lockdown

পুলিশ জানিয়েছে, সাকিব যে অন্যায় কাজ করেছে তার জন্য যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । কিন্তু তার অন্যায়ের জন্য পরিবারের সঙ্গে কোনও শত্রুতা নেই ।

ছবিtikiapara incident
ছবিtikiapara incident
author img

By

Published : May 3, 2020, 11:05 AM IST

Updated : May 3, 2020, 1:06 PM IST

টিকিয়াপাড়া, 3 মে : লকডাউন অমান্য করায় পুলিশ বাধা দিয়েছিল । তাতে উত্তেজিত হয়ে পড়ে টিকিয়াপাড়ার মহম্মদ সাকিব। পুলিশকে লাথি মারে । ঘটনার তদন্তে নেমে গতকাল সাকিবকে গ্রেপ্তার করে পুলিশ । এর জেরে বিপাকে পড়ে সাকিবের পরিবার । লকডাউনের মাঝে দিন আনা দিন খাওয়া সংসারে এমনিতেই দু'বেলা খাবার জোটানো মুশকিল হয়ে পড়েছিল । তার উপর পুলিশকে মেরে ঘরের কর্তা এখন পুলিশ হেপাজতে । সংসার চলবে কীভাবে ? আবারও দৃষ্টান্তমূলক ভূমিকায় দেখা গেল পুলিশকে । কর্তার অন্যায়ে পুরো সংসার ভুগবে কেন ? তাই ধৃত সাকিবের পরিবারের হাতে খাবার তুলে দেওয়া হল হাওড়া পুলিশের তরফে ।

গতকাল হাওড়া সিটি পুলিশের তরফে সাকিবের পরিবারে 50 কেজি চাল, 40 কেজি আলু, 18 কেজি ডাল এবং 20 কেজি আটা পৌঁছে দেওয়া হয় । পুলিশ জানিয়েছে, সাকিব যে অন্যায় কাজ করেছে তার জন্য যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । কিন্তু তার অন্যায়ের জন্য পরিবারের সঙ্গে কোনও শত্রুতা নেই । তাই এই সাহায্য । লকডাউন চলাকালীন অন্য সমস্য়ায়ও পরিবারটির পাশে থাকবে বলে জানিয়েছে তারা । পুলিশের এমন সাহায্য পেয়ে খুশি সাকিবের পরিবারও ।

তবে শুধু সাকিবের পরিবার নয়, লকডাউনে হাওড়ায় যে কোনও নাগরিকের পাশেই থাকার আশ্বাস দিয়েছে হাওড়া সিটি পুলিশ । কোথাও কোনও সমস্যায় পড়লে নির্দিষ্ট নম্বরে ফোন করলেই তাঁকে সহায়তা দেবে পুলিশ ।

টিকিয়াপাড়া, 3 মে : লকডাউন অমান্য করায় পুলিশ বাধা দিয়েছিল । তাতে উত্তেজিত হয়ে পড়ে টিকিয়াপাড়ার মহম্মদ সাকিব। পুলিশকে লাথি মারে । ঘটনার তদন্তে নেমে গতকাল সাকিবকে গ্রেপ্তার করে পুলিশ । এর জেরে বিপাকে পড়ে সাকিবের পরিবার । লকডাউনের মাঝে দিন আনা দিন খাওয়া সংসারে এমনিতেই দু'বেলা খাবার জোটানো মুশকিল হয়ে পড়েছিল । তার উপর পুলিশকে মেরে ঘরের কর্তা এখন পুলিশ হেপাজতে । সংসার চলবে কীভাবে ? আবারও দৃষ্টান্তমূলক ভূমিকায় দেখা গেল পুলিশকে । কর্তার অন্যায়ে পুরো সংসার ভুগবে কেন ? তাই ধৃত সাকিবের পরিবারের হাতে খাবার তুলে দেওয়া হল হাওড়া পুলিশের তরফে ।

গতকাল হাওড়া সিটি পুলিশের তরফে সাকিবের পরিবারে 50 কেজি চাল, 40 কেজি আলু, 18 কেজি ডাল এবং 20 কেজি আটা পৌঁছে দেওয়া হয় । পুলিশ জানিয়েছে, সাকিব যে অন্যায় কাজ করেছে তার জন্য যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । কিন্তু তার অন্যায়ের জন্য পরিবারের সঙ্গে কোনও শত্রুতা নেই । তাই এই সাহায্য । লকডাউন চলাকালীন অন্য সমস্য়ায়ও পরিবারটির পাশে থাকবে বলে জানিয়েছে তারা । পুলিশের এমন সাহায্য পেয়ে খুশি সাকিবের পরিবারও ।

তবে শুধু সাকিবের পরিবার নয়, লকডাউনে হাওড়ায় যে কোনও নাগরিকের পাশেই থাকার আশ্বাস দিয়েছে হাওড়া সিটি পুলিশ । কোথাও কোনও সমস্যায় পড়লে নির্দিষ্ট নম্বরে ফোন করলেই তাঁকে সহায়তা দেবে পুলিশ ।

Last Updated : May 3, 2020, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.