ETV Bharat / state

বালিতে আবাসনে বাজি পোড়ানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ - bali police station

গতরাতে ওই আবাসনে গেলে সেখানকার বাসিন্দারা পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ । জখম হন সাতজন পুলিশ কর্মী ।

Police attacked while trying to stop the fireworks
বাজি ফাটানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ
author img

By

Published : Nov 13, 2020, 8:57 AM IST

বালি, 13 নভেম্বর : সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাজি পোড়ানো হচ্ছিল বালি থানা এলাকার একটি আবাসনে । আর খবর পেয়ে তা বন্ধ করতে গেলে আক্রান্ত হন কয়েকজন পুলিশকর্মী ।

গতরাতে ওই আবাসনে গেলে সেখানকার বাসিন্দারা পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ । জখম হন সাতজন পুলিশ কর্মী । এই হামলার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ । অভিযুক্তদের গ্রেপ্তার করে মামলা শুরু হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ।

বাজি পোড়ানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ

CCTV ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করছে পুলিশ । আক্রান্ত পুলিশ কর্মীদের নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী বেলুড় স্টেট জেনেরাল হাসপাতালে । সেখানে চিকিৎসা চলছে তাঁদের । পুলিশকর্মীদের চোট গুরুতর না হলেও তাঁদের পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

বালি, 13 নভেম্বর : সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাজি পোড়ানো হচ্ছিল বালি থানা এলাকার একটি আবাসনে । আর খবর পেয়ে তা বন্ধ করতে গেলে আক্রান্ত হন কয়েকজন পুলিশকর্মী ।

গতরাতে ওই আবাসনে গেলে সেখানকার বাসিন্দারা পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ । জখম হন সাতজন পুলিশ কর্মী । এই হামলার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ । অভিযুক্তদের গ্রেপ্তার করে মামলা শুরু হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ।

বাজি পোড়ানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ

CCTV ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করছে পুলিশ । আক্রান্ত পুলিশ কর্মীদের নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী বেলুড় স্টেট জেনেরাল হাসপাতালে । সেখানে চিকিৎসা চলছে তাঁদের । পুলিশকর্মীদের চোট গুরুতর না হলেও তাঁদের পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.