বালি, 23 ডিসেম্বর : বাড়িতে কাজ করতে আসা দুই রাজমিস্ত্রির সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল হাওড়ার দুই গৃহবধূর ৷ ছ'মাসের প্রেমের পরে ওই দুই যুবকের সঙ্গেই ঘর ছেড়েছিলেন রিয়া-অনন্যা, সঙ্গে ছিল রিয়ার সাত বছরের ছেলে আয়ুষ ৷ সুদূর মুম্বইয়ে পালিয়ে গিয়েও টাকার অভাবে ফের রাজ্যে ফেরা ৷ শেষপর্যন্ত আসানসোল থেকে প্রেমিক-সহ গ্রেফতার ৷ বালির দুই গৃহবধূর গত কয়েকদিনের জীবনপঞ্জী যেন টিনসেল টাউনের সিনেমা ৷ কিন্তু, হঠাৎ করে বাড়ি ছাড়ার সিদ্ধান্তের কারণ কী (Howrah Extramarital Affair Case) ?
সেই প্রশ্নের উত্তরেই উঠে এল চাঞ্চল্যকর প্রসঙ্গ । যা জানার পর রীতিমতো হতবাক পরিবারের সদস্যরাও । পুলিশি জেরায় জানা গিয়েছে, স্বামীকে দীর্ঘদিন ‘কাছে’ পাননি ৷ সেই হতাশা থেকেই শেখর-শুভজিতের সঙ্গে সম্পর্কে জড়ান কর্মকার বাড়ির বউরা ৷ বড় বউ অনন্যার আট বছর আগে বিয়ে হলেও কোনও সন্তান হয়নি ৷ পাশাপাশি দীর্ঘদিন স্বামীকে কাছে না পাওয়ায় নিঃসঙ্গতা আরও চেপে বসেছিল । সেই নিঃসঙ্গতা দূর করতেই বাড়িতে কাজ করতে আসা রাজমিস্ত্রির সঙ্গে 'ঘনিষ্ঠ' সম্পর্কে জড়িয়ে পড়েন বাড়ির বড় বউ । অন্যদিকে ছোট বউ রিয়ার বিয়ে হয় বছর দশেক আগে । তাঁর একটি বছর সাতেকের পুত্রসন্তান রয়েছে । তাঁরও একই অভিযোগ, স্বামী সময় দিত না । সঙ্গীর অভাবেই একঘেয়েমি তৈরি হয়েছিল তাঁর ৷
সেই সময়েই তাঁদের আলাপ হয় বাড়ি তৈরি করতে আসা দুই রাজমিস্ত্রি শেখর রায় ও শুভজিত দাসের সঙ্গে । মুর্শিদাবাদের সুতির বাসিন্দা দুই যুবক সহজেই মিশে যায় তাঁদের সঙ্গে । ফলে খুব সহজেই পরিচিতি ধীরে ধীরে ঘনিষ্ঠতার রূপ নেয় । তাদের সঙ্গেই সংসার বাঁধার বাসনায় ঘর ছেড়েছিল তাঁরা। শেষ পর্যন্ত ঘর ছাড়লেও বাধ সাধে অর্থ৷
আরও পড়ুন : প্রেমিকদের সঙ্গে আসানসোল থেকে আটক হাওড়ার নিশ্চিন্দার দুই গৃহবধূ
দুই বউয়ের বক্তব্যের সঙ্গে একমত পরিবারের সদস্যরাও ৷ জানা গিয়েছে, কাজের জন্য দুই ভাইয়ের প্রায় রোজই ফিরতে দেরি হত । যদিও, দুই বউয়ের কথায় কিংবা আচার-আচরণে কখনও মনে হয়নি যে তাদের বিবাহ-বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছে । তবে অনন্যার কাছে নতুন মোবাইল ফোন দেখে কিছুটা খটকা লেগেছিল তাঁদের । তবুও বিষয়টিকে কোনও গুরুত্ব দেননি তারা । তবে দুই বউ-ই ইদানিং দীর্ঘ সময়েই মোবাইলে ব্যস্ত থাকত । কিন্তু এত বড় ঘটনার বিন্দুমাত্র আঁচ পাননি কেউই ৷
শীতের পোশাক কিনতে যাওয়ার নাম করে গত 15 ডিসেম্বর বাড়ি থেকে বেরিয়েছিলেন নিশ্চিন্দার কর্মকার বাড়ির দুই গৃহবধূ রিয়া ও অনন্যা কর্মকার । সঙ্গে ছিল রিয়ার সন্তানও । তারপর তাদের আর হদিশ মেলেনি । সন্তান-সহ দুই গৃহবধূ নিখোঁজ হয়ে গিয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের করে তাদের পরিবার । তারপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নিখোঁজ নন, ওই দুই গৃহবধূ পলাতক । বুধবার মুম্বই থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে আসানসোল স্টেশন থেকে আটক করা হয় তাঁদের (Police arrest two house wives in Howrah Extramarital Affair Case) ৷