টিকিয়াপাড়া, 28 এপ্রিল : রাজ্যজুড়ে রেড জ়োনগুলিতে আরও কড়াকড়ি করা হয়েছে ব্যবস্থা । লকডাউন যাতে কেউ অমান্য করতে না পারে তাই প্রতিনিয়ত চলছে নজরদারি । কিন্তু, তারপরও মানুষ রাস্তায় বের হচ্ছে ।
আজ বিকেলে বাজার এলাকায় বেশ কিছু যুবক অকারণে ঘোরাঘুরি করছিল । তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে প্রথমে বচসা বাধে । তারপর শুরু হয় হাতাহাতি । পুলিশকে লক্ষ্য করে ইটও ছোড়া হয় । ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে ।
পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে থাকায় সামাল দিতে এলাকায় RAF নামানো হয় । কোরোনা সংক্রমিত এলাকা হিসেবে আগেই টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোড, গঙ্গারাম বৈরাগী লেন ও জোলাপাড়া মসজিদ লেন-সহ একাধিক জায়গাকে সংক্রমিত এলাকা হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন । এই সমস্ত এলাকাগুলিকে সম্পূর্ণ লকডাউনের আওতায় আনা হয়েছে । পুলিশের তরফে বাড়ানো হয়েছে নজরদারিও ।