ETV Bharat / state

ফাস্ট-ট্যাগ রেজিস্ট্রেশন নিয়ে সমস্যায় সেকেন্ড হ্যান্ড গাড়ির মালিকরা

author img

By

Published : Nov 28, 2019, 7:27 PM IST

হাওড়ার টোল প্লাজ়াগুলিতে এখন মূলত 600, 700 এবং 900 টাকার ট্যাগ দেওয়া হচ্ছে । 10 চাকা গাড়িতে 900 টাকার ট্যাগ লাগাতে হচ্ছে, যার মধ্যে 300 টাকা এই মুহূর্তে প্রাথমিক রিচার্জ ব্যালেন্স হিসেবে দেওয়া হচ্ছে । 100 টাকা কাটা হচ্ছে কার্ডের ফি বাবদ । বাকি 500 টাকা ফেরতযোগ্য । ছোট গাড়ির ক্ষেত্রে লাগছে 600 টাকা । এক্ষেত্রে প্রাথমিক রিচার্জ ব্যালেন্স দেওয়া হচ্ছে 100 টাকা । কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ির মালিকদের সমস্যায় পড়তে হচ্ছে ।

fastag
ফাস্ট-ট্যাগ

হাওড়া, 28 ডিসেম্বর : 1 ডিসেম্বর থেকে দেশের টোল প্লাজ়াগুলিতে চালু হচ্ছে ফাস্ট-ট্যাগ পরিষেবা ৷ ব্যক্তিগত ও বাণিজ্যিক দু'ধরনের গাড়িতেই এবার থেকে লাগাতে হবে এই ট্যাগ ৷ অন্যথায় জরিমানা হবে ৷ জাতীয় সড়কে টোল প্লাজ়াগুলির কাজকর্ম ক্যাশলেস করতে ও যানজট কমাতে এই ব্যবস্থা ৷ তবে ফাস্ট-ট্যাগ রিচার্জের পদ্ধতি নিয়ে একাধিক অভিযোগ উঠেছে হাওড়ার টোল প্লাজ়াগুলিতে ৷

ফাস্ট-ট্যাগ নিয়ে নিজেদের সমস্যার কথা জানালেন সাধারণ মানুষ

গাড়ির উইন্ড স্ক্রিনে ফাস্ট-ট্যাগ স্টিকার সাঁটা থাকলে সেটির QR কোড স্ক্যান করে অনলাইনে টোল বাবদ টাকা কেটে নেওয়া হবে ৷ ফলে নগদে লেনদেন হবে না । এর জেরে সময় বাঁচবে ও যানজট কমবে টোল প্লাজ়াগুলিতে ৷ ফাস্ট-ট্যাগ স্টিকারগুলি প্রিপেইড রিচার্জ করতে হবে গাড়ির মালিকদের ৷ রিচার্জ করার ক্ষেত্রে UPI বা PTM-র সুবিধা নেওয়া যাবে । প্রশাসন জানিয়েছে, www.kinetic.fastag.com ওয়েবসাইটে গিয়ে ইউজ়ার ID ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফাস্ট-ট্যাগ রিচার্জ করতে হবে গাড়ির মালিকদের । ইতিমধ্যে ফাস্ট-ট্যাগ রেজিস্ট্রেশন শুরু হয়েছে টোল প্লাজ়াগুলিতে ।

আরও পড়ুন : 1 ডিসেম্বর থেকে সমস্ত জাতীয় সড়কে চালু ফাস্ট-ট্যাগ

হাওড়ার টোল প্লাজ়াগুলিতে এখন মূলত 600, 700 এবং 900 টাকার ট্যাগ দেওয়া হচ্ছে । 10 চাকা গাড়িতে 900 টাকার ট্যাগ লাগাতে হচ্ছে, যার মধ্যে 300 টাকা এই মুহূর্তে প্রাথমিক রিচার্জ ব্যালেন্স হিসেবে দেওয়া হচ্ছে । 100 টাকা কাটা হচ্ছে কার্ডের ফি বাবদ । বাকি 500 টাকা ফেরতযোগ্য । ছোট গাড়ির ক্ষেত্রে লাগছে 600 টাকা । এক্ষেত্রে প্রাথমিক রিচার্জ ব্যালেন্স দেওয়া হচ্ছে 100 টাকা । কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ির মালিকদের সমস্যায় পড়তে হচ্ছে । অভিযোগ, ফাস্ট-ট্যাগ রেজিস্ট্রেশন হচ্ছে গাড়ির প্রথম মালিকের নামে । তা ছাড়া প্রচারের অভাবে গোটা বিষয়টি নিয়ে অনেকের মধ্য়ে সম্যক ধারণাও নেই ।

আরও পড়ুন : পূর্ব বর্ধমানে শুরু ফাস্ট-ট্যাগ পরিষেবার কাজ

এই ট্যাগ লাইফটাইম । প্রয়োজনমতো প্রিপেইড রিচার্জ করলেই অনলাইনে টোল দিতে পারবেন চালকরা । তবে মন্ত্রী, সাংসদ, বিধায়ক, অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়িগুলি এই ট্যাগের আওতার বাইরে রাখা হচ্ছে । ট্যাগ নির্দিষ্ট সময় অন্তর পুনর্নবীকরণ প্রয়োজন । পুনর্নবীকরণের সময়সীমা এক বছর ।

হাওড়া, 28 ডিসেম্বর : 1 ডিসেম্বর থেকে দেশের টোল প্লাজ়াগুলিতে চালু হচ্ছে ফাস্ট-ট্যাগ পরিষেবা ৷ ব্যক্তিগত ও বাণিজ্যিক দু'ধরনের গাড়িতেই এবার থেকে লাগাতে হবে এই ট্যাগ ৷ অন্যথায় জরিমানা হবে ৷ জাতীয় সড়কে টোল প্লাজ়াগুলির কাজকর্ম ক্যাশলেস করতে ও যানজট কমাতে এই ব্যবস্থা ৷ তবে ফাস্ট-ট্যাগ রিচার্জের পদ্ধতি নিয়ে একাধিক অভিযোগ উঠেছে হাওড়ার টোল প্লাজ়াগুলিতে ৷

ফাস্ট-ট্যাগ নিয়ে নিজেদের সমস্যার কথা জানালেন সাধারণ মানুষ

গাড়ির উইন্ড স্ক্রিনে ফাস্ট-ট্যাগ স্টিকার সাঁটা থাকলে সেটির QR কোড স্ক্যান করে অনলাইনে টোল বাবদ টাকা কেটে নেওয়া হবে ৷ ফলে নগদে লেনদেন হবে না । এর জেরে সময় বাঁচবে ও যানজট কমবে টোল প্লাজ়াগুলিতে ৷ ফাস্ট-ট্যাগ স্টিকারগুলি প্রিপেইড রিচার্জ করতে হবে গাড়ির মালিকদের ৷ রিচার্জ করার ক্ষেত্রে UPI বা PTM-র সুবিধা নেওয়া যাবে । প্রশাসন জানিয়েছে, www.kinetic.fastag.com ওয়েবসাইটে গিয়ে ইউজ়ার ID ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফাস্ট-ট্যাগ রিচার্জ করতে হবে গাড়ির মালিকদের । ইতিমধ্যে ফাস্ট-ট্যাগ রেজিস্ট্রেশন শুরু হয়েছে টোল প্লাজ়াগুলিতে ।

আরও পড়ুন : 1 ডিসেম্বর থেকে সমস্ত জাতীয় সড়কে চালু ফাস্ট-ট্যাগ

হাওড়ার টোল প্লাজ়াগুলিতে এখন মূলত 600, 700 এবং 900 টাকার ট্যাগ দেওয়া হচ্ছে । 10 চাকা গাড়িতে 900 টাকার ট্যাগ লাগাতে হচ্ছে, যার মধ্যে 300 টাকা এই মুহূর্তে প্রাথমিক রিচার্জ ব্যালেন্স হিসেবে দেওয়া হচ্ছে । 100 টাকা কাটা হচ্ছে কার্ডের ফি বাবদ । বাকি 500 টাকা ফেরতযোগ্য । ছোট গাড়ির ক্ষেত্রে লাগছে 600 টাকা । এক্ষেত্রে প্রাথমিক রিচার্জ ব্যালেন্স দেওয়া হচ্ছে 100 টাকা । কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ির মালিকদের সমস্যায় পড়তে হচ্ছে । অভিযোগ, ফাস্ট-ট্যাগ রেজিস্ট্রেশন হচ্ছে গাড়ির প্রথম মালিকের নামে । তা ছাড়া প্রচারের অভাবে গোটা বিষয়টি নিয়ে অনেকের মধ্য়ে সম্যক ধারণাও নেই ।

আরও পড়ুন : পূর্ব বর্ধমানে শুরু ফাস্ট-ট্যাগ পরিষেবার কাজ

এই ট্যাগ লাইফটাইম । প্রয়োজনমতো প্রিপেইড রিচার্জ করলেই অনলাইনে টোল দিতে পারবেন চালকরা । তবে মন্ত্রী, সাংসদ, বিধায়ক, অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়িগুলি এই ট্যাগের আওতার বাইরে রাখা হচ্ছে । ট্যাগ নির্দিষ্ট সময় অন্তর পুনর্নবীকরণ প্রয়োজন । পুনর্নবীকরণের সময়সীমা এক বছর ।

Intro:আগামী ১ ডিসেম্বর থেকেই দেশের সমস্ত টোল গেট গুলিতে চালু হচ্ছে ফাস্ট ট্যাগ পরিষেবা। ব্যক্তিগত ও বাণিজ্যিক দুই ধরনের গাড়িতেই এবার থেকে লাগাতে হবে এই ট্যাগ। অন্যথায় সম্মুখীন হতে হতে পারে জরিমানার। রোড ট্রান্সপোর্ট দপ্তরের মন্ত্রী নীতিন গড়করি নির্দেশে চালু হতে চলেছে এই ব্যবস্থা। মূলত দেশের সমস্ত টোল গুলিকে ক্যাশলেস করার উদ্দেশ্যেই চালু করা হচ্ছে এই ধরনের ব্যবস্থা। ট্যাগ রেজিস্টার করা গাড়ি গুলি টোল গেটের সামনে দাঁড়ালেই তাদের উইন স্ক্রিনে লাগানো স্টিকার থেকে স্ক্যান করে স্বয়ংক্রিয় মাধ্যমে কেটে নেওয়া হবে টাকা। ফলে ক্যাশ ট্রানজেকশন করতে যে এক মিনিটের সময় লাগে তা মাত্র তিন থেকে চার সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। ফলে খুব স্বাভাবিক ভাবেই টোল গেট গুলিতে গাড়ির জ্যাম কমবে এবং দুপক্ষেরই সময় বাঁচবে এই অনুমান করেই শুরু করা হচ্ছে এই ধরনের ব্যবস্থা।


Body:স্টিকার গুলি প্রিপেইড রিচার্জ করে রাখতে হবে গাড়িমালিকদের। সেই ক্ষেত্রে ভীম ইউপিআই পেটিএম এর মত অনলাইন পেমেন্ট সিস্টেম থেকেও লিংক করা যাবে। পাশাপাশি গাড়ি মালিকের সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করে রাখা যাবে। নির্দিষ্ট অর্থ হিসাবে রিচার্জ করতে হবে ট্যাগগুলি কে। কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, www.kinetic.fastag.com ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রিচার্জ করে রাখতে হবে গাড়িমালিকদের। এদিকে ইতিমধ্যেই ফাস্ট ট্র্যাক রেজিস্ট্রেশন শুরু হয়েছে দেশের সমস্ত টোল গেট গুলিতে। মূলত 600-700 এবং 900 টাকার ট্যাগ দেওয়া হচ্ছে। 10 চাকা গাড়ির 900 টাকা ট্যাগ লাগাতে হচ্ছে যার মধ্যে 300 টাকা এই মুহূর্তে ব্যালেন্স দেওয়া হচ্ছে। 100 টাকা রাখা হচ্ছে কার্ডের ফি বাবদ। বাকি 500 টাকা রিফান্ড এবেল। অন্যদিকে 407 গাড়ি গুলির ক্ষেত্রে 700 টাকার ট্যাগ ব্যবহার করতে হবে তাতে ব্যালেন্স দেওয়া হবে 200 টাকা। এবং ছোট গাড়িতে 600 টাকা। যাতে ব্যালেন্স দেওয়া হবে 100 টাকা। এই ব্যালেন্স শেষ হয়ে গেলে প্রয়োজনমতো গাড়ি মালিকেরা রিচার্জ করে নিতে পারবেন উল্লেখিত ওয়েবসাইট থেকে। কিন্তু এ ক্ষেত্রে একাধিক জটিলতা দেখা দিচ্ছে। যার মধ্যে অন্যতম হচ্ছে। সেকেন্ড হ্যান্ড কেনার গাড়ি মালিকদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। কারণ ফাসটেক রেজিস্ট্রেশন হচ্ছে প্রথম মালিকের নামে, অভিযোগ এক ট্রাকচালকের। এর পাশাপাশি গোটা বিষয়টি বোঝার মধ্যেও জটিলতা হয়েছে সাধারণ মানুষদের মধ্যে। যে পরিমাণ মানুষ সকাল থেকে টোল গেট গুলিতে লাইন দিচ্ছেন ট্যাগ তৈরি করাতে সেই পরিমাণ আসছে না বলেও অভিযোগ উঠছে। ফলে কুড়ি দিন পর্যন্ত ঘুরে যেতে হয়েছে বলে অভিযোগ।


Conclusion:তবে এই ধরনের ট্যাগগুলি লাইফটাইম। ফলে প্রয়োজন মত রিচার্জ করলেই টোল গেট গুলি ব্যবহার করতে পারবেন গাড়ি চালকেরা। তবে এমএলএ এমপি মন্ত্রী বা এম্বুলেন্স দমকলের মত গাড়ি গুলিতে এই ট্যাগ পরিষেবা ফ্রি রাখা হচ্ছে। তবে সেই ক্ষেত্রে ট্যাগের নির্দিষ্ট সময় অন্তর রিনিউয়াল প্রয়োজন বলে সূত্রের খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছে সময়সীমা এক বছর। এর পাশাপাশি নিয়মিত যে সমস্ত গাড়ি গুলি টোল গেট ব্যবহার করেনা সেই গাড়ি গুলিতেও ট্যাগ লাগিয়ে রাখতে হবে বলে জানা গিয়েছে। সেই ক্ষেত্রে তারা যখন টোল গেট ব্যবহার করবে তখন সেই ট্যাগ প্রযোজ্য হবে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.