হাওড়া , 12 অক্টোবর : ফের স্পেশাল ট্রেনে ওঠাকে কেন্দ্র করে গন্ডগোল । এবার ঘটনাস্থান হাওড়ার লিলুয়া স্টেশন । আজ সকাল সাড়ে আটটা নাগাদ রেলকর্মীদের একটি স্পেশাল ট্রেনে ওঠার চেষ্টা করেন কয়েকজন যাত্রী । সেই সময় তাঁদের বাধা দেন রেলের টিকিট পরীক্ষকরা । স্পেশাল ট্রেনে ওঠার বৈধতা না থাকায় তাঁদের ফাইন করতে চান টিকিট পরীক্ষকরা । ঘটনায় যাত্রীদের সঙ্গে টিকিট পরীক্ষকদের বচসা শুরু হয় ।
টিকিট পরীক্ষকরা জানিয়ে দেন, যাত্রীদের জরিমানা দিতে হবে । তবেই তাঁরা ছাড়া পাবেন । এতে ক্ষুব্ধ যাত্রীরা লিলুয়া স্টেশনের একটি ঘরে ভাঙচুর চালান । ঘরের সামনে রাখা ফুলের টব, বাইরে লেখা সাইনবোর্ড , সমস্ত কিছু ভেঙে দেন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে রেলপুলিশ । যদিও তার আগেই ঘটনাস্থান ছেড়ে পালিয়ে যান বিক্ষোভকারী যাত্রীরা । স্টেশন চত্বরে উত্তেজনা থাকায় সেখানে পুলিশ মোতায়েন রয়েছে ।
মহারাষ্ট্রের মতো এখানেও লোকাল ট্রেন চালানোর দাবিতে একাধিক জায়গায় রেল অবরোধ এবং অশান্তি ছড়িয়েছে । গতকাল হুগলির পাণ্ডুয়া স্টেশনে লোকাল ট্রেন চালুর দাবিতে অবরোধ করেন যাত্রীরা । আজও অবরুদ্ধ করা হয় চুঁচুড়া স্টেশনে । কয়েকদিন আগে সোনারপুর স্টেশনে বেশ কয়েকজন যাত্রী স্পেশাল ট্রেনে উঠতে চাইলে তা নিয়ে পুলিশ ও যাত্রীদের মধ্যে বচসা হয় । এবার সেই তালিকায় শামিল হল লিলুয়া স্টেশন ।