ETV Bharat / state

Durga Puja Heritage: কারণ না জেনেই দুর্গাপুজো নিয়ে মিছিল পঞ্চায়েত প্রধানের, তোপ দাগল বিজেপি - দুর্গাপুজো

দুর্গাপুজোকে ইউনেস্কোর (Durga Puja Heritage) স্বীকৃতির বিষয়ে কিছুই জানেন না পঞ্চায়েত প্রধান ৷ তিনি বললেন বিশ্বের বড় দুর্গাপুজোর জন্যই এই সম্মান । এই নিয়ে সরকারকে পাল্টা আক্রমণ করল বিজেপি ৷

Panchayat chief do not know about Durga puja heritage issue, BJP reacts
কারণ না জেনেই দুর্গাপুজো নিয়ে মিছিল পঞ্চায়েত প্রধানের, তোপ দাগল বিজেপি
author img

By

Published : Sep 1, 2022, 7:38 PM IST

হাওড়া, 1 সেপ্টেম্বর: দুর্গাপুজোকে ইউনেস্কোর দেওয়া হেরিটেজ (Durga Puja Heritage) স্বীকৃতির বিষয়ে কিছুই জানেন না পঞ্চায়েত প্রধান । তিনি এটুকু বুঝেছেন যে, বিশ্বের বড় দুর্গাপুজোর জন্যই এই সম্মান । ভারতের সভ্যতার স্বীকৃতি বাইরের দেশ থেকে নেওয়ার প্রয়োজন নেই পাল্টা তোপ দেগেছে বিজেপি (Howrah news)।

বিশ্বে পোলিয়ো রোগ দূরীকরণের লড়াইয়ে অন্যতম নাম ইউনেস্কো । রাষ্ট্রসংঘের এই সংস্থা কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের দুর্গাপুজোকে হেরিটেজের স্বীকৃতি দিয়েছে । কুড়ি বছর ধরে রাজ্যের শিল্প ইতিহাসবিদ তপতী গুহঠাকুরতা ও তাঁর সহযোগীরা দীর্ঘ গবেষণা চালিয়েছেন বাঙালির সর্বোচ্চ পুজো নিয়ে । নির্ধারিত ফর্ম ফিলাপ করে তাঁরাই বিধি অনুসারে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া শুরু করেছিলেন 2018-19 সালে । বেশ কিছু নথি ও একটি ভিডিয়ো ওই ফর্মে যুক্ত করে আবেদন জানানো হয় ইউনেস্কোর দফতরে । আর তপতী গুহঠাকুরতা ও তাঁর টিমের অক্লান্ত পরিশ্রমের দরুণ চলতি বছরে বাঙালির দুর্গাপূজা স্বীকৃতি পায় ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য সম্মানের । যদিও যাঁর জন্য এই সম্মানে আজ বাঙালির গর্বে বুক ফুলে উঠেছে, তিনিই রয়ে গেলেন প্রদীপের আঁধারে । তিনি আজকের অনুষ্ঠানের সভামঞ্চে উপস্থিত থাকলেও অনেকের অভিযোগ, তাঁকে বিশেষ কোনও স্বীকৃতি দেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে ।

আয়োজন করা হয়েছে পদযাত্রা । সেই পদযাত্রাতে যুক্ত হতে রাজ্যের সমস্ত ক্লাব ও দুর্গাপুজো কমিটিকে যুক্ত হতে বলা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে । সেইমতো কলকাতার মূল মিছিলে পায়ে পা মিলিয়েছে ক্লাব ও পুজো উদ্যোক্তা কমিটির সদস্যরা । হাওড়া থেকেও অনেক ক্লাব সংগঠন আজ কলকাতার মিছিলে যোগ দেয় । যদিও তারই মধ্যে ব্যতিক্রমী ঘটনা ঘটল হাওড়ার বাঁকড়া-3 নম্বর পঞ্চায়েত এলাকায় । পঞ্চায়েত প্রধান এলাকার সাতটি ক্লাবকে নিয়ে এলাকায় ধুমধাম করে পদযাত্রা করেন । মিছিলের সামনের সারিতে হাঁটতে দেখা যায় এক পোলিয়ো আক্রান্ত বিশেষ ভাবে সক্ষম যুবককে । দীর্ঘ তিন-চার কিলোমিটার পথ হাতের লাঠিতে ভর দিয়েই সে পথ হাঁটে ।

আরও পড়ুন: রাষ্ট্রসংঘের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা, রাষ্ট্রীয় সীমানা ভুলে ঐক্যের ডাক মমতার

যদিও এই ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হন অনেকে । তবে যে মিছিল নিয়ে বিতর্ক, তা কেন আয়োজন করা হয়েছে, সেটা সঠিক ভাবে জানেন না বাঁকড়া-3 গ্রাম পঞ্চায়েত জাকির হোসেন মণ্ডল ৷ তিনি জানান, কলকাতার দুর্গাপূজা বিশ্বের সেরা হওয়ার পুরস্কার পেয়েছে ৷ সেই পুরস্কারদাতাদের ধন্যবাদ জানাতেই আজ কলকাতাতে মিছিল করা হয়েছে । বাঁকড়ার মিশ্র পাড়া থেকে মৌখালী মোড় পর্যন্ত মিছিল করে 6টি ক্লাব ।

আজকের গোটা বিষয়কে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দেন বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই । তিনি দাবি করেন, দেশের সব পুজো ও ধর্মস্থল হেরিটেজ । তাঁর জন্য বিদেশিদের স্বীকৃতির কোনও প্রয়োজন পড়ে না । কারণ যাঁরা স্বীকৃতি দিচ্ছে তাঁরাই এই দেশের সভ্যতা ও সংস্কৃতির কিছুই জানেন না । পাশাপাশি তিনি দাবি করে বলেন, এই স্বীকৃতির পেছনে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিন্দুমাত্র অবদান নেই । বরং কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে ওই গবেষণাকারী দলটি আবেদন জানায় ইউনেস্কোতে ।

হাওড়া, 1 সেপ্টেম্বর: দুর্গাপুজোকে ইউনেস্কোর দেওয়া হেরিটেজ (Durga Puja Heritage) স্বীকৃতির বিষয়ে কিছুই জানেন না পঞ্চায়েত প্রধান । তিনি এটুকু বুঝেছেন যে, বিশ্বের বড় দুর্গাপুজোর জন্যই এই সম্মান । ভারতের সভ্যতার স্বীকৃতি বাইরের দেশ থেকে নেওয়ার প্রয়োজন নেই পাল্টা তোপ দেগেছে বিজেপি (Howrah news)।

বিশ্বে পোলিয়ো রোগ দূরীকরণের লড়াইয়ে অন্যতম নাম ইউনেস্কো । রাষ্ট্রসংঘের এই সংস্থা কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের দুর্গাপুজোকে হেরিটেজের স্বীকৃতি দিয়েছে । কুড়ি বছর ধরে রাজ্যের শিল্প ইতিহাসবিদ তপতী গুহঠাকুরতা ও তাঁর সহযোগীরা দীর্ঘ গবেষণা চালিয়েছেন বাঙালির সর্বোচ্চ পুজো নিয়ে । নির্ধারিত ফর্ম ফিলাপ করে তাঁরাই বিধি অনুসারে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের মাধ্যমে আবেদনের প্রক্রিয়া শুরু করেছিলেন 2018-19 সালে । বেশ কিছু নথি ও একটি ভিডিয়ো ওই ফর্মে যুক্ত করে আবেদন জানানো হয় ইউনেস্কোর দফতরে । আর তপতী গুহঠাকুরতা ও তাঁর টিমের অক্লান্ত পরিশ্রমের দরুণ চলতি বছরে বাঙালির দুর্গাপূজা স্বীকৃতি পায় ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য সম্মানের । যদিও যাঁর জন্য এই সম্মানে আজ বাঙালির গর্বে বুক ফুলে উঠেছে, তিনিই রয়ে গেলেন প্রদীপের আঁধারে । তিনি আজকের অনুষ্ঠানের সভামঞ্চে উপস্থিত থাকলেও অনেকের অভিযোগ, তাঁকে বিশেষ কোনও স্বীকৃতি দেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে ।

আয়োজন করা হয়েছে পদযাত্রা । সেই পদযাত্রাতে যুক্ত হতে রাজ্যের সমস্ত ক্লাব ও দুর্গাপুজো কমিটিকে যুক্ত হতে বলা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে । সেইমতো কলকাতার মূল মিছিলে পায়ে পা মিলিয়েছে ক্লাব ও পুজো উদ্যোক্তা কমিটির সদস্যরা । হাওড়া থেকেও অনেক ক্লাব সংগঠন আজ কলকাতার মিছিলে যোগ দেয় । যদিও তারই মধ্যে ব্যতিক্রমী ঘটনা ঘটল হাওড়ার বাঁকড়া-3 নম্বর পঞ্চায়েত এলাকায় । পঞ্চায়েত প্রধান এলাকার সাতটি ক্লাবকে নিয়ে এলাকায় ধুমধাম করে পদযাত্রা করেন । মিছিলের সামনের সারিতে হাঁটতে দেখা যায় এক পোলিয়ো আক্রান্ত বিশেষ ভাবে সক্ষম যুবককে । দীর্ঘ তিন-চার কিলোমিটার পথ হাতের লাঠিতে ভর দিয়েই সে পথ হাঁটে ।

আরও পড়ুন: রাষ্ট্রসংঘের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা, রাষ্ট্রীয় সীমানা ভুলে ঐক্যের ডাক মমতার

যদিও এই ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হন অনেকে । তবে যে মিছিল নিয়ে বিতর্ক, তা কেন আয়োজন করা হয়েছে, সেটা সঠিক ভাবে জানেন না বাঁকড়া-3 গ্রাম পঞ্চায়েত জাকির হোসেন মণ্ডল ৷ তিনি জানান, কলকাতার দুর্গাপূজা বিশ্বের সেরা হওয়ার পুরস্কার পেয়েছে ৷ সেই পুরস্কারদাতাদের ধন্যবাদ জানাতেই আজ কলকাতাতে মিছিল করা হয়েছে । বাঁকড়ার মিশ্র পাড়া থেকে মৌখালী মোড় পর্যন্ত মিছিল করে 6টি ক্লাব ।

আজকের গোটা বিষয়কে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দেন বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই । তিনি দাবি করেন, দেশের সব পুজো ও ধর্মস্থল হেরিটেজ । তাঁর জন্য বিদেশিদের স্বীকৃতির কোনও প্রয়োজন পড়ে না । কারণ যাঁরা স্বীকৃতি দিচ্ছে তাঁরাই এই দেশের সভ্যতা ও সংস্কৃতির কিছুই জানেন না । পাশাপাশি তিনি দাবি করে বলেন, এই স্বীকৃতির পেছনে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিন্দুমাত্র অবদান নেই । বরং কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে ওই গবেষণাকারী দলটি আবেদন জানায় ইউনেস্কোতে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.