ETV Bharat / state

Pallavi Dey Death : পল্লবীর মতোই পরিণতি সাগ্নিকের 'প্রথম প্রেমিকা' সৌমির, বিস্ফোরক দাবি হাওড়ার মণ্ডল পরিবারের

আমার মেয়ে সৌমির মৃত্য়ুর জন্য়ও দায়ী সাগ্নিক ৷ আর এই ঐন্দ্রিলার জন্য়ই সাগ্নিকের সঙ্গে আমার মেয়ের সম্পর্কে চিড় ধরে ৷ এমনই বিস্ফারক মন্তব্য় করলেন মৃত সৌমির মা ইলা মণ্ডলের (Sagnik is also responsible for Soumi death) ।

author img

By

Published : May 18, 2022, 9:33 PM IST

Mysterious death of Actress Pallavi Dey
সৌমির মৃত্যুর জন্যও সাগ্নিকই দায়ী, বিস্ফোরক দাবি মণ্ডল পরিবার

হাওড়া, 18 মে : অভিনেত্রী পল্লবীর দে-র মৃত্যুতে গ্রেফতার করা হয়েছে লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে ৷ তদন্ত চলাকালীন এই সাগ্নিক সম্পর্কে নানা তথ্য সামনে আনছেন তার পরিচিতরা ৷ যা রীতিমতো চমকে দেওয়ার মতো ৷ সেরকমই এক বিস্ফোরক তথ্য সামনে এল বুধবার ৷ এদিনই সাগ্নিকের বিরুদ্ধে মুখ খুলেছে হাওড়ার জগাছার এক পরিবার ৷ আটবছর আগে ঠিক পল্লবীর মতোই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন এই পরিবারেরই মেয়ে সৌমি মণ্ডল ৷ একাদশ শ্রেণির সৌমি ছিলেন সাগ্নিকের প্রথম প্রেমিকা !

পল্লবীর আগে সৌমির সঙ্গে সম্পর্ক ছিল সাগ্নিকের । সৌমির মৃত্যুর জন্যও সাগ্নিককেই দায়ী করেছে মণ্ডল পরিবার (Sagnik is also responsible for Soumi death) । মঙ্গলবার সাগ্নিক গ্রেফতার হওয়ার 24 ঘণ্টার মধ্যেই শুধু পল্লবী নয়, নিজের মেয়ে সৌমির মৃত্যুর জন্য সাগ্নিককেই দায়ী করেছেন মা ইলা মণ্ডল । এর পাশাপাশি তাঁর দাবি, ঐন্দ্রিলার জন্যই সৌমির সঙ্গে সাগ্নিকের সম্পর্কে চিড় ধরে । সাগ্নিকের বিরুদ্ধে অভিযোগ ছিল, পল্লবীর সঙ্গে লিভ ইনে থাকার পরেও একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রেখে চলছিল । পাশাপাশি নতুন করে যুক্ত হল সৌমির আত্মহত্যার পিছনেও সাগ্নিকের যুক্ত থাকার চাঞ্চল্যকর দাবি ।

হাওড়ার বাসিন্দা সৌমিই সাগ্নিকের প্রথম প্রেমিকা ছিলেন বলে দাবি মণ্ডল পরিবারের ৷ 2014 সালের 18 মার্চ জগাছার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল একাদশ শ্রেণির ছাত্রী সৌমি মণ্ডলের ঝুলন্ত দেহ ৷ পল্লবীর রহস্যমৃত্যুর ঘটনা সামনে আসতেই ফের একবার সাগ্নিকের বিরুদ্ধে সরব হয়েছে সৌমির পরিবার ৷ পল্লবীর মৃত্যুর পর তাঁর বান্ধবী ঐন্দ্রিলার সঙ্গে সাগ্নিকের সম্পর্কের অভিযোগ সামনে এসেছে ৷ সৌমির মা ইলা মণ্ডলও তাঁর মেয়ের মৃত্যুর জন্য সাগ্নিক এবং ঐন্দ্রিলার সম্পর্ককেই দায়ী করেছেন ৷ জগাছার সূর্যশ্রী নগরে থাকত সৌমি ৷ সাগ্নিকও জগাছারই বাসিন্দা ৷

আরও পড়ুন : পল্লবী ফোন করলেই আমাদের কথা হত, বললেন ঐন্দ্রিলা

সাঁতরাগাছির কেন্দ্রীয় বিদ্যালয়ে একসঙ্গে পড়াশোনার সুবাদে সাগ্নিকের সঙ্গে পরিচয় সৌমির ৷ সেই সূত্রেই ঘনিষ্ঠতা এবং প্রেম ৷ সৌমির পরিবারের দাবি, মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর নিয়মিত তাঁদের বাড়িতে আসত সাগ্নিক ৷ ঘণ্টার পর ঘণ্টা কাটাতো সে ৷ সৌমি যেখানেই যেত সঙ্গে থাকত সাগ্নিক ৷ কিন্তু ধীরে ধীরে সাগ্নিক এবং সৌমির সম্পর্কে চিড় ধরে ৷ শেষ পর্যন্ত 2014 সালের 18 মার্চ একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা চলাকালীনই বাড়িতেই সৌমির ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ সৌমির মা ইলা মণ্ডলের চাঞ্চল্যকর অভিযোগ, ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের জেরেই সাগ্নিক এবং সৌমির সম্পর্কে চিড় ধরেছিল ৷

ইলাদেবীর আরও অভিযোগ, তাঁর মেয়েকে খুন করা হয়েছে ৷ কারণ সৌমি যখন আত্মহত্যা করেছিল, বাড়িতে কেউ ছিল না ৷ সৌমির মৃত্যুর পর সাগ্নিক ঐন্দ্রিলাকে নিয়ে তাঁদের বাড়িতেও গিয়েছিল বলে দাবি করেছেন সৌমির মা ৷ তিনি বলেন, "যেভাবে সাগ্নিক আমার মেয়ের সঙ্গে মিশেছে, আমার ঘরে ঢুকেছে, সে যে এত বড় ক্ষতি করতে পারে ভাবতে পারিনি ৷ যখন আমার মেয়ে মারা যায় সাগ্নিক ঐন্দ্রিলাকে নিয়েই আমার বাড়িতে এসেছিল ৷"

ইলাদেবীর আরও অভিযোগ, সেই সময় জগাছা থানায় একাধিকবার অভিযোগ জানাতে গিয়েছিলেন সৌমির বাবা অজয় মণ্ডল ৷ কিন্তু প্রমাণ না থাকার অজুহাতে অভিযোগ নিতে চায়নি পুলিশ ৷ পল্লবীর মৃত্যুর পর তাই নিজের মেয়ের অকাল মৃত্যুরও বিচার চাইছেন ইলাদেবী ৷ তিনি বলেন, "মনে হচ্ছে ছুটে গিয়ে পল্লবীর মায়ের পাশে দাঁড়াই ৷" সৌমির বাবা অজয় মণ্ডল বলেন, "সেই সময় পুলিশ আমাকে সাহায্য করলে আজ হয়ত পল্লবীর এই পরিণতি হত না ৷"

আরও পড়ুন : Mysterious death of Actress Pallavi Dey : অভিনেত্রী পল্লবীর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া

যদিও মঙ্গলবার ঐন্দ্রিলা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, "সাগ্নিক ও পল্লবীর সঙ্গে তাঁর বিশেষ কোনও সম্পর্ক ছিল না । যতটুকু ছিল তা তাদের কাজের সূত্রে । ঘনিষ্ঠ ও ব্যক্তিগত কোনও সম্পর্ক কখনওই ছিল না পল্লবীর সঙ্গে ।" যদিও সৌমির ঘটনা নিয়ে ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ের কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷ যতদিন যাচ্ছে ততই অভিনেত্রী পল্লবী দে মৃত্যু রহস্য আরও ঘনীভূত হচ্ছে । অভিযুক্তের সঙ্গে সম্পর্ক জগাছার সৌমি মণ্ডলের আত্মহত্যার বিষয়টি যুক্ত হওয়ায় তদন্তের গতি প্রকৃতি নতুন মোড় নেবে বলেই মনে করছে তদন্তকারী আধিকারিকরা ।

হাওড়া, 18 মে : অভিনেত্রী পল্লবীর দে-র মৃত্যুতে গ্রেফতার করা হয়েছে লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে ৷ তদন্ত চলাকালীন এই সাগ্নিক সম্পর্কে নানা তথ্য সামনে আনছেন তার পরিচিতরা ৷ যা রীতিমতো চমকে দেওয়ার মতো ৷ সেরকমই এক বিস্ফোরক তথ্য সামনে এল বুধবার ৷ এদিনই সাগ্নিকের বিরুদ্ধে মুখ খুলেছে হাওড়ার জগাছার এক পরিবার ৷ আটবছর আগে ঠিক পল্লবীর মতোই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন এই পরিবারেরই মেয়ে সৌমি মণ্ডল ৷ একাদশ শ্রেণির সৌমি ছিলেন সাগ্নিকের প্রথম প্রেমিকা !

পল্লবীর আগে সৌমির সঙ্গে সম্পর্ক ছিল সাগ্নিকের । সৌমির মৃত্যুর জন্যও সাগ্নিককেই দায়ী করেছে মণ্ডল পরিবার (Sagnik is also responsible for Soumi death) । মঙ্গলবার সাগ্নিক গ্রেফতার হওয়ার 24 ঘণ্টার মধ্যেই শুধু পল্লবী নয়, নিজের মেয়ে সৌমির মৃত্যুর জন্য সাগ্নিককেই দায়ী করেছেন মা ইলা মণ্ডল । এর পাশাপাশি তাঁর দাবি, ঐন্দ্রিলার জন্যই সৌমির সঙ্গে সাগ্নিকের সম্পর্কে চিড় ধরে । সাগ্নিকের বিরুদ্ধে অভিযোগ ছিল, পল্লবীর সঙ্গে লিভ ইনে থাকার পরেও একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রেখে চলছিল । পাশাপাশি নতুন করে যুক্ত হল সৌমির আত্মহত্যার পিছনেও সাগ্নিকের যুক্ত থাকার চাঞ্চল্যকর দাবি ।

হাওড়ার বাসিন্দা সৌমিই সাগ্নিকের প্রথম প্রেমিকা ছিলেন বলে দাবি মণ্ডল পরিবারের ৷ 2014 সালের 18 মার্চ জগাছার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল একাদশ শ্রেণির ছাত্রী সৌমি মণ্ডলের ঝুলন্ত দেহ ৷ পল্লবীর রহস্যমৃত্যুর ঘটনা সামনে আসতেই ফের একবার সাগ্নিকের বিরুদ্ধে সরব হয়েছে সৌমির পরিবার ৷ পল্লবীর মৃত্যুর পর তাঁর বান্ধবী ঐন্দ্রিলার সঙ্গে সাগ্নিকের সম্পর্কের অভিযোগ সামনে এসেছে ৷ সৌমির মা ইলা মণ্ডলও তাঁর মেয়ের মৃত্যুর জন্য সাগ্নিক এবং ঐন্দ্রিলার সম্পর্ককেই দায়ী করেছেন ৷ জগাছার সূর্যশ্রী নগরে থাকত সৌমি ৷ সাগ্নিকও জগাছারই বাসিন্দা ৷

আরও পড়ুন : পল্লবী ফোন করলেই আমাদের কথা হত, বললেন ঐন্দ্রিলা

সাঁতরাগাছির কেন্দ্রীয় বিদ্যালয়ে একসঙ্গে পড়াশোনার সুবাদে সাগ্নিকের সঙ্গে পরিচয় সৌমির ৷ সেই সূত্রেই ঘনিষ্ঠতা এবং প্রেম ৷ সৌমির পরিবারের দাবি, মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর নিয়মিত তাঁদের বাড়িতে আসত সাগ্নিক ৷ ঘণ্টার পর ঘণ্টা কাটাতো সে ৷ সৌমি যেখানেই যেত সঙ্গে থাকত সাগ্নিক ৷ কিন্তু ধীরে ধীরে সাগ্নিক এবং সৌমির সম্পর্কে চিড় ধরে ৷ শেষ পর্যন্ত 2014 সালের 18 মার্চ একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা চলাকালীনই বাড়িতেই সৌমির ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ সৌমির মা ইলা মণ্ডলের চাঞ্চল্যকর অভিযোগ, ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের জেরেই সাগ্নিক এবং সৌমির সম্পর্কে চিড় ধরেছিল ৷

ইলাদেবীর আরও অভিযোগ, তাঁর মেয়েকে খুন করা হয়েছে ৷ কারণ সৌমি যখন আত্মহত্যা করেছিল, বাড়িতে কেউ ছিল না ৷ সৌমির মৃত্যুর পর সাগ্নিক ঐন্দ্রিলাকে নিয়ে তাঁদের বাড়িতেও গিয়েছিল বলে দাবি করেছেন সৌমির মা ৷ তিনি বলেন, "যেভাবে সাগ্নিক আমার মেয়ের সঙ্গে মিশেছে, আমার ঘরে ঢুকেছে, সে যে এত বড় ক্ষতি করতে পারে ভাবতে পারিনি ৷ যখন আমার মেয়ে মারা যায় সাগ্নিক ঐন্দ্রিলাকে নিয়েই আমার বাড়িতে এসেছিল ৷"

ইলাদেবীর আরও অভিযোগ, সেই সময় জগাছা থানায় একাধিকবার অভিযোগ জানাতে গিয়েছিলেন সৌমির বাবা অজয় মণ্ডল ৷ কিন্তু প্রমাণ না থাকার অজুহাতে অভিযোগ নিতে চায়নি পুলিশ ৷ পল্লবীর মৃত্যুর পর তাই নিজের মেয়ের অকাল মৃত্যুরও বিচার চাইছেন ইলাদেবী ৷ তিনি বলেন, "মনে হচ্ছে ছুটে গিয়ে পল্লবীর মায়ের পাশে দাঁড়াই ৷" সৌমির বাবা অজয় মণ্ডল বলেন, "সেই সময় পুলিশ আমাকে সাহায্য করলে আজ হয়ত পল্লবীর এই পরিণতি হত না ৷"

আরও পড়ুন : Mysterious death of Actress Pallavi Dey : অভিনেত্রী পল্লবীর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া

যদিও মঙ্গলবার ঐন্দ্রিলা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, "সাগ্নিক ও পল্লবীর সঙ্গে তাঁর বিশেষ কোনও সম্পর্ক ছিল না । যতটুকু ছিল তা তাদের কাজের সূত্রে । ঘনিষ্ঠ ও ব্যক্তিগত কোনও সম্পর্ক কখনওই ছিল না পল্লবীর সঙ্গে ।" যদিও সৌমির ঘটনা নিয়ে ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ের কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷ যতদিন যাচ্ছে ততই অভিনেত্রী পল্লবী দে মৃত্যু রহস্য আরও ঘনীভূত হচ্ছে । অভিযুক্তের সঙ্গে সম্পর্ক জগাছার সৌমি মণ্ডলের আত্মহত্যার বিষয়টি যুক্ত হওয়ায় তদন্তের গতি প্রকৃতি নতুন মোড় নেবে বলেই মনে করছে তদন্তকারী আধিকারিকরা ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.