হাওড়া, 22 জুলাই : বৃহস্পতি ও শনিবার রাজ্যে সম্পূর্ণ লকডাউনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার । সেই অনুযায়ী বন্ধ রাখা হবে বেলুড় মঠ । আজ একথা ঘোষণা করা হয় বেলুড় মঠের পক্ষ থেকে । মঠের তরফে জানানো হয়েছে, 23 এবং 25 জুলাই মঠ বন্ধ থাকবে । দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না ওই দুইদিন । তবে, আনলক-1 পর্যায়ে যে সকল বিধি নিষেধ নিয়ে মঠ খোলা ছিল, সেই মোতাবেক সপ্তাহের বাকি দিনগুলিতে খোলা থাকবে মঠ ।
দীর্ঘ মেয়াদি লকডাউনে বেলুড় মঠ বন্ধ ছিল । আনলক-1-এ খোলা হয়েছিল মঠের দরজা । যদিও তাতে একাধিক বিধি নিষেধ ছিল । ষাটোর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধাদের মঠে না আসার অনুরোধ করা হয়েছিল । পাশাপাশি মঠের দরজা খোলার সময়ও কমিয়ে দেওয়া হয়েছিল । সকাল 9টা থেকে বেলা 11টা এবং বিকেল 4 টে থেকে সন্ধে 6টা পর্যন্ত মঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল দর্শনার্থীদের ।
এছাড়া মঠের বেশ কয়েকটি স্থানে দর্শনার্থীদের জন্য নিষেধাজ্ঞা জারি ছিল । বেলুড় মঠের অন্যতম আকর্ষণ ভোগ বিতরণ সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছিল । শুধুমাত্র রামকৃষ্ণ মন্দির, সারদা মায়ের মন্দির, বিবেকানন্দ মন্দির ও স্বামী ব্রহ্মানন্দ মন্দির দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল ।