হাওড়া, 7 মার্চ: নন্দীগ্রাম থেকে আসা ব্রিগেডগামী বাসে দুর্ঘটনা । সেই দুর্ঘটনায় 25 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ আজ সাঁতারাগাছির কাছে কোনা এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ৷ আহতদের হাওড়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । বর্তমানে 4 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
আরও পড়ুন : 350 বাসে জঙ্গলমহল থেকে ব্রিগেডমুখী 50 হাজার মানুষ, দাবি বিজেপির
আজ নন্দীগ্রাম থেকে একটি বাস ভাড়া করে ব্রিগেডে প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দিতে আসছিলেন বিজেপির কর্মী সমর্থকরা ৷ সাঁতরাগাছির কাছে কোনা এক্সপ্রেসওয়ের উপর দুর্ঘটমার কবলে পড় বাসটি ৷ দুর্ঘটনাগ্রস্ত বাসে প্রায় 70 থেকে 80 জন বিজেপির কর্মী ছিলেন বলে জানা গিয়েছে । কোনা এক্সপ্রেসের উপর বাসের গতি অত্যাধিক ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা ৷ আর সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ডিভাইডারে ধাক্কা মারে ৷ যার জেরে বাসের ছাদে থাকা প্রায় 20-25 জন যাত্রী ছিটকে নিচে পড়ে যান ৷ তাঁদের মধ্যে অনেকেই গুরুতর আহত হয়েছেন ৷ তাঁদের হাওড়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ খবর পেয়ে দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে যান হাওড়ার বিজেপির জেলা নেতৃত্ব ৷