হাওড়া, 27 জুলাই : হাওড়ায় বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । পরিযায়ী শ্রমিকরা ফেরার পর হাওড়া গ্রামীণেও আক্রান্তের সংখ্যা কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে । কিন্তু, তারপরও লকডাউনের বিধিনিষেধ অগ্রাহ্য করার প্রবণতা বেড়েই চলেছে শহরজুড়ে । এই অবস্থায় সচেতনতা বাড়াতে কনটেনমেন্ট জ়োনে প্রচারই একমাত্র হাতিয়ার প্রশাসনের কাছে । তাই সেখানে বাড়ানো হয়েছে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা ।
কয়েকদিন আগেও সেখানে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা ছিল 86 । এরপর তা কমিয়ে করা হয় 56 । কিন্তু সংক্রমণ কমার বদলে তা ক্রমশ বাড়তেই থাকে । এরপরই 91টি জায়গাকে কনটেনমেন্ট জ়োন হিসাবে চিহ্নিত করা হল । উল্লেখ্য, হাওড়ায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা লকডাউনের মাঝেও 70-এর আশপাশে ঘোরাফেরা করেছে ।
প্রসঙ্গত, পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফেরার পর থেকেই হু হু করে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । ব্যতিক্রম নয় হাওড়াও । এই মুহূর্তে সংক্রমণের নিরিখে রাজ্যে তৃতীয় স্থানে রয়েছে হাওড়া । গত 24 ঘন্টায় সেখানে আক্রান্ত হয়েছে 291 জন । যা একদিনে সর্বোচ্চ । এর জেরে সেখানে মোট আক্রান্তের সংখ্যা 6,753 । মৃতের সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে 178 । যার মধ্যে গত 24 ঘণ্টায় 9 জনের মৃত্যু হয়েছে শুধুমাত্র হাওড়াতেই ।