ডোমজুড়, 21 জানুয়ারি : পাল্টে গেল ভাষা, বদলে গেল আক্রমণের নিশানাও ৷ গত বুধবার ডোমজুড়ের বাঁকরা এলাকায় পোস্টার পড়েছিল শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ তার 48 ঘণ্টা পর, শুক্রবার ওই এলাকায় নজরে এল নয়া ফ্লেক্স, তবে এবার বিরুদ্ধাচারণ করে নয়, কল্যাণের সমর্থনে (Flex in Support Kalyan Banerjee) ৷ একইসঙ্গে এদিন এলাকায় ফ্লেক্স পড়েছে তৃণমূলে ঘরওয়াপসি হওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ৷
বুধবারের পোস্টারে কল্যাণের বিরুদ্ধে লেখা ছিল, "অ-কল্যাণ থেকে মুক্তি চাই", ছিল আরও কিছু মানহানিকর মন্তব্যও ৷ আর শুক্রবারের ফ্লেক্সে দেখা গেল লেখা রয়েছে, "শ্রীরামপুর বারবার কল্যাণ-কেই চায়" ৷ আর রাজীবের বিরুদ্ধে ফ্লেক্সে লেখা, "গদ্দার রাজীব তুমি হুঁশিয়ার, গদ্দার রাজীবের চক্রান্ত ব্যর্থ করবে তৃণমূল কর্মীরা ৷ "
আরও পড়ুন : বিজেপিতে ডামাডোল অব্যাহত, কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের আবেদন বাঁকুড়ার দুই বিধায়কের
দিন কয়েক আগে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া তিনি আর কাউকে নেতা মানেন না ৷ এরপরেই দলের একাংশ সরব হয় কল্যাণের বিরুদ্ধে ৷ তাঁর বিরুদ্ধে পোস্টার পরে ৷ অন্যদিকে, 2021 বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু নিজের পুরনো কেন্দ্র ডোমজুড় থেকে পদ্ম শিবিরের হয়ে দাঁড়িয়েও আর জিততে পারেননি তিনি ৷ এরপরেই কয়েক মাস আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে প্রত্যাবর্তন হয় তাঁর ৷
গোটা ঘটনা সম্পর্কে এদিন হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের তরফে কেউ কোনও মন্তব্য করতে চাননি ৷