ETV Bharat / state

Anish Khan Death Investigation : আনিশের মৃত্যুর তদন্তে নিরপেক্ষতা বজায় রাখা হবে, আশ্বাস পুলিশ সুপারের

আনিশ খানের মৃত্যুতে নিরপেক্ষতা বজায় রাখা হবে বলে জানালেন হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায় (Neutrality will be Maintained in Anish Khan Death Investigation) ৷ তিনি এও জানিয়েছেন, পুলিশের তরফে কোনও তদন্তে কোনও গাফলতি হয়নি (Anish Khan Death Investigation) ৷

neutrality-will-be-maintained-in-anish-khan-death-investigation
neutrality-will-be-maintained-in-anish-khan-death-investigation
author img

By

Published : Feb 21, 2022, 8:25 PM IST

আমতা, 21 ফেব্রুয়ারি : আমতায় ছাত্রনেতা আনিশ খানের মৃত্যুর তদন্ত নিরপেক্ষতা বজায় রেখেই করা হবে (Neutrality will be Maintained in Anish Khan Death Investigation) ৷ এমনটাই আশ্বাস দিলেন হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায় ৷ এ দিন নবান্নের তরফে আনিশের মৃত্যুর তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে (Anish Khan Death Investigation) ৷ তবে, সেই তদন্ত কমিটিতে কারা রয়েছেন ? সেই বিষয়ে পুলিশ সুপার কিছু জানেন না বলে জানিয়েছেন তিনি ৷

প্রসঙ্গত, শুক্রবার রাতে আনিশের মৃত্যুর পর থেকে পরিবার ও এলাকাবাসীরা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করে আসছে ৷ কিন্তু, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ সুপার ৷ তিনি বলেন পুলিশ নিজেদের সাধ্যমতো ঘটনার তদন্ত করছে ৷ আগামীদিনেও করবে ৷ যখন যেমন পরিস্থিতি সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, বাগনান থানায় আনিশের নামে একটি পকসো মামলা রুজু করা হয়েছিল ৷ সেই মামলা তাঁর বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল ৷ এছাড়াও আমতা থানাতেও একটি অভিযোগ দায়ের হয়েছিল আনিশের নামে ৷

আনিশের মৃত্যুর তদন্তে নিরপেক্ষতা বজায় রাখা হবে, আশ্বাস পুলিশ সুপারের

পুলিশ সুপারের মতে, এই সমস্ত অভিযোগকে এক করেই পরবর্তীতে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে পুলিশের ৷ ঘটনার দিনে যে আগ্নেয়াস্ত্র বের করে আনিশের বাবাকে ভয় দেখানোর অভিযোগ উঠেছে ৷ সেটি সত্যি পুলিশের কিনা, তাও তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ৷ তিনি বলেন সালেম খান যে এফআইআর দায়ের করেছেন আমতা থানায় তাও খতিয়ে দেখা হবে ৷

আরও পড়ুন : Student Leader Anish Khan Death : আনিশ কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা কলকাতা হাইকোর্টের

অন্যদিকে, মুখ্যমন্ত্রী যে বিশেষ তদন্তের টিম তৈরি করেছেন, তাঁরা 15 দিনের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা করবে ৷ সেই রিপোর্টের ভিত্তিতে সত্যিটা বেরিয়ে আসবে বলেই দাবি করেন পুলিশ সুপার সৌম্য রায় । ময়নাতদন্তের রিপোর্ট এখনও পুলিশের হাতে এসে পৌঁছায়নি । আনিশের মোবাইল ওই চার ব্যক্তি সেদিন নিয়ে গিয়েছিল ৷ সেটাও উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷

আমতা, 21 ফেব্রুয়ারি : আমতায় ছাত্রনেতা আনিশ খানের মৃত্যুর তদন্ত নিরপেক্ষতা বজায় রেখেই করা হবে (Neutrality will be Maintained in Anish Khan Death Investigation) ৷ এমনটাই আশ্বাস দিলেন হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায় ৷ এ দিন নবান্নের তরফে আনিশের মৃত্যুর তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে (Anish Khan Death Investigation) ৷ তবে, সেই তদন্ত কমিটিতে কারা রয়েছেন ? সেই বিষয়ে পুলিশ সুপার কিছু জানেন না বলে জানিয়েছেন তিনি ৷

প্রসঙ্গত, শুক্রবার রাতে আনিশের মৃত্যুর পর থেকে পরিবার ও এলাকাবাসীরা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করে আসছে ৷ কিন্তু, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ সুপার ৷ তিনি বলেন পুলিশ নিজেদের সাধ্যমতো ঘটনার তদন্ত করছে ৷ আগামীদিনেও করবে ৷ যখন যেমন পরিস্থিতি সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, বাগনান থানায় আনিশের নামে একটি পকসো মামলা রুজু করা হয়েছিল ৷ সেই মামলা তাঁর বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল ৷ এছাড়াও আমতা থানাতেও একটি অভিযোগ দায়ের হয়েছিল আনিশের নামে ৷

আনিশের মৃত্যুর তদন্তে নিরপেক্ষতা বজায় রাখা হবে, আশ্বাস পুলিশ সুপারের

পুলিশ সুপারের মতে, এই সমস্ত অভিযোগকে এক করেই পরবর্তীতে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে পুলিশের ৷ ঘটনার দিনে যে আগ্নেয়াস্ত্র বের করে আনিশের বাবাকে ভয় দেখানোর অভিযোগ উঠেছে ৷ সেটি সত্যি পুলিশের কিনা, তাও তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ৷ তিনি বলেন সালেম খান যে এফআইআর দায়ের করেছেন আমতা থানায় তাও খতিয়ে দেখা হবে ৷

আরও পড়ুন : Student Leader Anish Khan Death : আনিশ কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা কলকাতা হাইকোর্টের

অন্যদিকে, মুখ্যমন্ত্রী যে বিশেষ তদন্তের টিম তৈরি করেছেন, তাঁরা 15 দিনের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা করবে ৷ সেই রিপোর্টের ভিত্তিতে সত্যিটা বেরিয়ে আসবে বলেই দাবি করেন পুলিশ সুপার সৌম্য রায় । ময়নাতদন্তের রিপোর্ট এখনও পুলিশের হাতে এসে পৌঁছায়নি । আনিশের মোবাইল ওই চার ব্যক্তি সেদিন নিয়ে গিয়েছিল ৷ সেটাও উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.