আমতা, 21 ফেব্রুয়ারি : আমতায় ছাত্রনেতা আনিশ খানের মৃত্যুর তদন্ত নিরপেক্ষতা বজায় রেখেই করা হবে (Neutrality will be Maintained in Anish Khan Death Investigation) ৷ এমনটাই আশ্বাস দিলেন হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায় ৷ এ দিন নবান্নের তরফে আনিশের মৃত্যুর তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে (Anish Khan Death Investigation) ৷ তবে, সেই তদন্ত কমিটিতে কারা রয়েছেন ? সেই বিষয়ে পুলিশ সুপার কিছু জানেন না বলে জানিয়েছেন তিনি ৷
প্রসঙ্গত, শুক্রবার রাতে আনিশের মৃত্যুর পর থেকে পরিবার ও এলাকাবাসীরা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করে আসছে ৷ কিন্তু, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ সুপার ৷ তিনি বলেন পুলিশ নিজেদের সাধ্যমতো ঘটনার তদন্ত করছে ৷ আগামীদিনেও করবে ৷ যখন যেমন পরিস্থিতি সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, বাগনান থানায় আনিশের নামে একটি পকসো মামলা রুজু করা হয়েছিল ৷ সেই মামলা তাঁর বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল ৷ এছাড়াও আমতা থানাতেও একটি অভিযোগ দায়ের হয়েছিল আনিশের নামে ৷
পুলিশ সুপারের মতে, এই সমস্ত অভিযোগকে এক করেই পরবর্তীতে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে পুলিশের ৷ ঘটনার দিনে যে আগ্নেয়াস্ত্র বের করে আনিশের বাবাকে ভয় দেখানোর অভিযোগ উঠেছে ৷ সেটি সত্যি পুলিশের কিনা, তাও তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ৷ তিনি বলেন সালেম খান যে এফআইআর দায়ের করেছেন আমতা থানায় তাও খতিয়ে দেখা হবে ৷
আরও পড়ুন : Student Leader Anish Khan Death : আনিশ কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা কলকাতা হাইকোর্টের
অন্যদিকে, মুখ্যমন্ত্রী যে বিশেষ তদন্তের টিম তৈরি করেছেন, তাঁরা 15 দিনের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা করবে ৷ সেই রিপোর্টের ভিত্তিতে সত্যিটা বেরিয়ে আসবে বলেই দাবি করেন পুলিশ সুপার সৌম্য রায় । ময়নাতদন্তের রিপোর্ট এখনও পুলিশের হাতে এসে পৌঁছায়নি । আনিশের মোবাইল ওই চার ব্যক্তি সেদিন নিয়ে গিয়েছিল ৷ সেটাও উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷