ETV Bharat / state

বাজির বাজারে অগ্নিনির্বাপন ব্যবস্থায় গাফিলতি, ব্যবস্থা নেবেন জানালেন ফায়ার ইনচার্জ - হাওড়া

ডুমুরজলার বাজির বাজারে অগ্নিনির্বাপন ব্যবস্থায় একাধিক গাফিলতি চোখে পড়ল ETV ভারতের ক্যামেরায় । বিষয়টি স্বীকার করেছেন বাজারের ফায়ার ইনচার্জ । জানিয়েছেন, ব্যবস্থা নেবেন ।

বাজি বাজার
author img

By

Published : Oct 26, 2019, 5:51 PM IST

ডুমুরজলা, 26 অক্টোবর : এ যেন বজ্র আঁটুনি ফস্কা গেরো । দক্ষিণ হাওড়ার ডুমুরজলা বাজির বাজারে ঢুঁ মারলে এই প্রবাদটি আপনার মনে আসতে বাধ্য । মাঠজুড়ে নিরাপত্তার জন্য রয়েছে অগ্নিনির্বাপনের নানা সরঞ্জাম । কিন্তু সেগুলির কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন ।

বৃষ্টিকে উপেক্ষা করেই শুরু হয়েছে ডুমুরজলায় বাজির বাজার । দুর্ঘটনা এড়াতে প্রশাসনের তরফে অগ্নিনির্বাপনের সবরকম ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করা হয়েছে । কিন্তু প্রকৃত ছবিটা ধরা পড়ল ETV ভারতের ক্যামেরায় ।

fire security
বালি রাখার বালতিতে জমে বৃষ্টির জল

ফায়ার বালতি থেকে শুরু করে ফোম সিলিন্ডার সবই রয়েছে বাজির বাজারে । কিন্তু সেগুলি কোনওটাই কাজের নয় । ফায়ার বালতিতে বালি থাকার কথা । কিন্তু সেখানে বালি নেই । জমে রয়েছে বৃষ্টির জল । এখানেই শেষ নয় । অগ্নিনির্বাপনের জন্য রয়েছে ফোম সিলিন্ডার । কিন্তু সেগুলি মেয়াদ প্রায় এক বছর আগে উত্তীর্ণ হয়েছে । রয়েছে দমকলের একটি ইঞ্জিন । কিন্তু সেটিতে কোনও নম্বর প্লেট নেই । এক বাজি ব্যবসায়ী জানান, বাজির বাজার উদ্বোধনের সময় অগ্নিনির্বাপনের কোনও ব্যবস্থাই ছিল না । বাজার চালু হওয়ার প্রায় 7 ঘণ্টা পর এই ব্যবস্থাগুলি করা হয় ।

fire security
মেয়াদ উত্তীর্ণ হওয়া ফোম সিলিন্ডার

অগ্নিনির্বাপন ব্যবস্থার এই ত্রুটি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে । যদি দুর্ঘটনা হয় তাহলে কি তার মোকাবিলা করতে সক্ষম প্রশাসন ? গাফিলতির কথা স্বীকার করেছেন বাজির বাজারে কর্তব্যরত ফায়ার ইনচার্জ মানস কুমার আদক । তাঁর কথায়, "মানুষকে সচেতন করা হয়েছে, আমরা নিজেরাও টহল দিচ্ছি । মেয়াদ উত্তীর্ণ ফোম সিলিন্ডারের বিষয়টি আমাদের জানা ছিল না । আমরা ব্যবস্থা নেব ।"

ডুমুরজলা, 26 অক্টোবর : এ যেন বজ্র আঁটুনি ফস্কা গেরো । দক্ষিণ হাওড়ার ডুমুরজলা বাজির বাজারে ঢুঁ মারলে এই প্রবাদটি আপনার মনে আসতে বাধ্য । মাঠজুড়ে নিরাপত্তার জন্য রয়েছে অগ্নিনির্বাপনের নানা সরঞ্জাম । কিন্তু সেগুলির কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন ।

বৃষ্টিকে উপেক্ষা করেই শুরু হয়েছে ডুমুরজলায় বাজির বাজার । দুর্ঘটনা এড়াতে প্রশাসনের তরফে অগ্নিনির্বাপনের সবরকম ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করা হয়েছে । কিন্তু প্রকৃত ছবিটা ধরা পড়ল ETV ভারতের ক্যামেরায় ।

fire security
বালি রাখার বালতিতে জমে বৃষ্টির জল

ফায়ার বালতি থেকে শুরু করে ফোম সিলিন্ডার সবই রয়েছে বাজির বাজারে । কিন্তু সেগুলি কোনওটাই কাজের নয় । ফায়ার বালতিতে বালি থাকার কথা । কিন্তু সেখানে বালি নেই । জমে রয়েছে বৃষ্টির জল । এখানেই শেষ নয় । অগ্নিনির্বাপনের জন্য রয়েছে ফোম সিলিন্ডার । কিন্তু সেগুলি মেয়াদ প্রায় এক বছর আগে উত্তীর্ণ হয়েছে । রয়েছে দমকলের একটি ইঞ্জিন । কিন্তু সেটিতে কোনও নম্বর প্লেট নেই । এক বাজি ব্যবসায়ী জানান, বাজির বাজার উদ্বোধনের সময় অগ্নিনির্বাপনের কোনও ব্যবস্থাই ছিল না । বাজার চালু হওয়ার প্রায় 7 ঘণ্টা পর এই ব্যবস্থাগুলি করা হয় ।

fire security
মেয়াদ উত্তীর্ণ হওয়া ফোম সিলিন্ডার

অগ্নিনির্বাপন ব্যবস্থার এই ত্রুটি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে । যদি দুর্ঘটনা হয় তাহলে কি তার মোকাবিলা করতে সক্ষম প্রশাসন ? গাফিলতির কথা স্বীকার করেছেন বাজির বাজারে কর্তব্যরত ফায়ার ইনচার্জ মানস কুমার আদক । তাঁর কথায়, "মানুষকে সচেতন করা হয়েছে, আমরা নিজেরাও টহল দিচ্ছি । মেয়াদ উত্তীর্ণ ফোম সিলিন্ডারের বিষয়টি আমাদের জানা ছিল না । আমরা ব্যবস্থা নেব ।"

Intro:এ যেন বজ্র আঁটুনি ফোস্কা গেরো। দক্ষিণ হাওড়ার ডুমুরজলা বাজি বাজারে ঢুঁ মারলে এই প্রবাদটি আপনার মনে আসতে বাধ্য। স্বাভাবিক প্রশ্ন উঠবেই কেন?
মাঠ চত্বরে নিৰ্দিষ্ট কিছু স্থানে নিরাপত্তার জন্য রাখা রয়েছে অগ্নিনির্বাপণ সংক্রান্ত নানা সরঞ্জাম। কিন্তু তার কার্যকারিতা নিয়ে উঠছে যথেষ্ট প্রশ্ন। অর্থাৎ ফায়ারের বালতিতে যেখানে থাকার কথা বালি সেখানে চোখ পড়তে দেখা গেল সেগুলো সম্পূর্ণ খালি। তার বদলে তলানিতে পরে আছে সদ্য হয়ে যাওয়া বৃষ্টির সামান্য জমা জল। ঠিক তার পাশেই রয়েছে অগ্নিনির্বাপনের জন্য ব্যবহৃত ফোম সিলিন্ডার। যা অগ্নিকাণ্ডের মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামগ্রী। তার কাছে যেতে দেখা গেল সেটিরও মেয়াদ উত্তীর্ণ হয়েছে প্রায় এক বছরের বেশি সময় পূর্বে। Body:আর অগ্নিনির্বাপণ এর জন্য মজুদ রাখা হয়েছে ছোট ফায়ার টেন্ডার এবং সেই গাড়ির কোনো নাম্বার প্লেট নেই। ফলে স্বাভাবিকভাবে একটি প্রশ্ন আসতে বাধ্য যে যেখানে গোটা মাঠ বারুদের স্তুপের উপরে রয়েছে সেখানে হঠাৎ কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে চটজলদি নিয়ন্ত্রণে আনা সম্ভব! শেষ নয় এখানেই অগ্নিনির্বাপণ ব্যাবস্থা নিয়ে প্রশ্ন রয়েছে আরো। বাজি বাজারের এক দোকানদারের অভিযোগ বাজি বাজার উদ্বোধনের শনওয়ে ছিল না অগ্নিনির্বাপণ সংক্রান্ত ব্যাবস্থা। বাজার চালু হওয়ার প্রায় ৭ ঘন্টা পরে আনা হয়েছে সেগুলি। এছাড়াও বালি বিহীন ফায়ার বাকেট মেয়াদ উত্তীর্ণ ফোম সিলিন্ডার বাজি বাজারের নিরাপত্তা ব্যবস্থা কে কতটা সুরক্ষা দিতে পারবে বলে প্রশ্ন তুলেছেন ওই বিক্রেতা। ফলে স্বাভাবিকভাবেই চিন্তিত তারাও। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন শেখ মিন্টু নামে একজন ক্রেতাও। তার কথায় এরকম একটি বাজি বাজার করার আগে এই নিরাপত্তার বিষয়গুলো মাথায় রাখা উচিত। গাফিলতির এই অভিযোগ স্বীকার করে নিয়েছেন বাজি বাজারে কর্তব্যরত ফায়ার ইনচার্জ মানুষ কুমার আদক। তার কথায় মানুষকে সচেতন করা হয়েছে আমরা নিজেরাও টহল দিচ্ছি। তবে মেয়াদ উত্তীর্ণ ফোম সিলিন্ডারের বিষয়টি নজর এড়িয়ে ছিল।
ই টিভি ভারতের কাছ থেকে বিষয় টি জানার পরে আমি ব্যাবস্থা নেবো।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.