ডুমুরজলা, 26 অক্টোবর : এ যেন বজ্র আঁটুনি ফস্কা গেরো । দক্ষিণ হাওড়ার ডুমুরজলা বাজির বাজারে ঢুঁ মারলে এই প্রবাদটি আপনার মনে আসতে বাধ্য । মাঠজুড়ে নিরাপত্তার জন্য রয়েছে অগ্নিনির্বাপনের নানা সরঞ্জাম । কিন্তু সেগুলির কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন ।
বৃষ্টিকে উপেক্ষা করেই শুরু হয়েছে ডুমুরজলায় বাজির বাজার । দুর্ঘটনা এড়াতে প্রশাসনের তরফে অগ্নিনির্বাপনের সবরকম ব্যবস্থা করা হয়েছে বলে দাবি করা হয়েছে । কিন্তু প্রকৃত ছবিটা ধরা পড়ল ETV ভারতের ক্যামেরায় ।
![fire security](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4876748_wb_fire.jpg)
ফায়ার বালতি থেকে শুরু করে ফোম সিলিন্ডার সবই রয়েছে বাজির বাজারে । কিন্তু সেগুলি কোনওটাই কাজের নয় । ফায়ার বালতিতে বালি থাকার কথা । কিন্তু সেখানে বালি নেই । জমে রয়েছে বৃষ্টির জল । এখানেই শেষ নয় । অগ্নিনির্বাপনের জন্য রয়েছে ফোম সিলিন্ডার । কিন্তু সেগুলি মেয়াদ প্রায় এক বছর আগে উত্তীর্ণ হয়েছে । রয়েছে দমকলের একটি ইঞ্জিন । কিন্তু সেটিতে কোনও নম্বর প্লেট নেই । এক বাজি ব্যবসায়ী জানান, বাজির বাজার উদ্বোধনের সময় অগ্নিনির্বাপনের কোনও ব্যবস্থাই ছিল না । বাজার চালু হওয়ার প্রায় 7 ঘণ্টা পর এই ব্যবস্থাগুলি করা হয় ।
![fire security](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4876748_wb_firet.jpg)
অগ্নিনির্বাপন ব্যবস্থার এই ত্রুটি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে । যদি দুর্ঘটনা হয় তাহলে কি তার মোকাবিলা করতে সক্ষম প্রশাসন ? গাফিলতির কথা স্বীকার করেছেন বাজির বাজারে কর্তব্যরত ফায়ার ইনচার্জ মানস কুমার আদক । তাঁর কথায়, "মানুষকে সচেতন করা হয়েছে, আমরা নিজেরাও টহল দিচ্ছি । মেয়াদ উত্তীর্ণ ফোম সিলিন্ডারের বিষয়টি আমাদের জানা ছিল না । আমরা ব্যবস্থা নেব ।"