ETV Bharat / state

Padma Shri Narayan Debnath : হাসপাতালে পদ্মশ্রী সম্মান পেলেন বাঁটুল দি গ্রেটের স্রষ্টা নারায়ণ দেবনাথ - নারায়ণ দেবনাথের খবর

গত প্রায় ছয় প্রজন্ম ধরে বাঙালির ছোটবেলাকে আঁকায়-লেখায় ভরিয়ে তুলেছেন নারায়ণ দেবনাথ । তিনি অমর কমিকস চরিত্র বাঁটুল দি গ্রেট, হাঁদা-ভোঁদা নন্টে-ফন্টের স্রষ্টা ৷ বর্তমানে বার্ধক্যজনিত রোগে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি ৷ সেখানেই বৃহস্পতিবার তাঁর হাতে তুলে দেওয়া হয় পদ্মশ্রী সম্মান ও মানপত্র (Padma Shri Narayan Debnath) ৷

Padma Shri Narayan Debnath
হাসপাতালে পদ্মশ্রী সম্মান পেলেন বাঁটুল দি গ্রেটের স্রষ্টা নারায়ণ দেবনাথ
author img

By

Published : Jan 13, 2022, 10:30 PM IST

হাওড়া, 13 জানুয়ারি : অসুস্থ নারায়ণ দেবনাথের হাতে তুলে দেওয়া হল পদ্মশ্রী (Padma Shri Narayan Debnath)। বাবার পদ্মশ্রী পাওয়ার মুহূর্তে না-থাকতে পারায় আক্ষেপ কোভিড আক্রান্ত ছেলের ।

বার্ধক্যজনিত রোগে 24 ডিসেম্বর থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি বিখ্যাত কার্টুনিস্ট তথা নন্টে-ফন্টে ও বাঁটুল দি গ্রেটের সৃষ্টিকর্তা নারায়ণ দেবনাথ । বৃহস্পতিবার বিকেলে নার্সিংহোমে তাঁকে দেখতে যান রাজ্যের স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা ও সমবায় মন্ত্রী অরূপ রায় । চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন । সেখানেই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিছানাতে নারায়ণ দেবনাথকে পদ্মশ্রী পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হয় ।

এই প্রসঙ্গে অরূপ রায় জানান, কথা না বললেও চোখ খুলে তাকিয়েছেন নারায়ণ দেবনাথ । তাঁর জ্ঞান রয়েছে । খাওয়াদাওয়া করছেন ডাক্তারদের পরামর্শমতো । দ্রুত আরোগ্য কামনা করে মুখ্যমন্ত্রী তাঁর জন্য ফল, মিষ্টি ও শাল পাঠিয়েছেন ।

আরও পড়ুন : বিদ্বজ্জনের অবজ্ঞাও পেয়েছি, পদ্মশ্রী-সংবাদে প্রতিক্রিয়া নারায়ণ দেবনাথের

ছেলে প্রদীপ দেবনাথ জানান, বার্ধক্যজনিত কারণে তাঁর বাবার শরীরের হিমোগ্লোবিন ভীষণ নেমে গিয়েছে । এমতাবস্থায় তাঁর জীবন সংশয় হওয়ার আশঙ্কা রয়েছে ৷ করোনা আক্রান্ত হওয়ায় বাড়িতে আইসোলেশনে থাকার জন্য বাবার পদ্মশ্রী নেওয়ার মুহূর্তে উপস্থিত থাকতে না পেরে আক্ষেপ হচ্ছে ৷

আরও পড়ুন : Jagdeep Dhankhar visits Narayan Debnath : অসুস্থ নারায়ণ দেবনাথকে দেখতে হাওড়ায় সস্ত্রীক রাজ্যপাল

গত 11 ডিসেম্বর নারায়ণ দেবনাথের বাড়িতে যান রাজ্যপাল জগদীপ ধনকড় । স্বাস্থ্য নিয়েও কথাবার্তা বলার পাশাপাশি তাঁর চিকিৎসার যাবতীয় খরচ রাজভবন থেকে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি । পদ্মশ্রী পুরস্কার প্রাপকের তালিকায় নাম থাকলেও এখনও তা না পাওয়ার প্রশ্নে রাজ্যপাল জানান বিষয়টি তাঁর জানা নেই । তবে তিনি খোঁজ নেবেন । এরপরই রাজভবন থেকে পাঁচ লক্ষ টাকার চেক তাঁর বাড়ির লোকেদের হাতে দেওয়া হয় । বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে এই বিখ্যাত কার্টুনিস্টকে পদ্মশ্রী সম্মান ও মানপত্র দেওয়ায় পরিবারের তরফে ধন্যবাদ জানান হয়েছে ।

আরও পড়ুন : বাঁটুল নিশ্চয়ই কোরোনাকে শায়েস্তা করত ! কিন্তু ...

হাওড়া, 13 জানুয়ারি : অসুস্থ নারায়ণ দেবনাথের হাতে তুলে দেওয়া হল পদ্মশ্রী (Padma Shri Narayan Debnath)। বাবার পদ্মশ্রী পাওয়ার মুহূর্তে না-থাকতে পারায় আক্ষেপ কোভিড আক্রান্ত ছেলের ।

বার্ধক্যজনিত রোগে 24 ডিসেম্বর থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি বিখ্যাত কার্টুনিস্ট তথা নন্টে-ফন্টে ও বাঁটুল দি গ্রেটের সৃষ্টিকর্তা নারায়ণ দেবনাথ । বৃহস্পতিবার বিকেলে নার্সিংহোমে তাঁকে দেখতে যান রাজ্যের স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা ও সমবায় মন্ত্রী অরূপ রায় । চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন । সেখানেই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিছানাতে নারায়ণ দেবনাথকে পদ্মশ্রী পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হয় ।

এই প্রসঙ্গে অরূপ রায় জানান, কথা না বললেও চোখ খুলে তাকিয়েছেন নারায়ণ দেবনাথ । তাঁর জ্ঞান রয়েছে । খাওয়াদাওয়া করছেন ডাক্তারদের পরামর্শমতো । দ্রুত আরোগ্য কামনা করে মুখ্যমন্ত্রী তাঁর জন্য ফল, মিষ্টি ও শাল পাঠিয়েছেন ।

আরও পড়ুন : বিদ্বজ্জনের অবজ্ঞাও পেয়েছি, পদ্মশ্রী-সংবাদে প্রতিক্রিয়া নারায়ণ দেবনাথের

ছেলে প্রদীপ দেবনাথ জানান, বার্ধক্যজনিত কারণে তাঁর বাবার শরীরের হিমোগ্লোবিন ভীষণ নেমে গিয়েছে । এমতাবস্থায় তাঁর জীবন সংশয় হওয়ার আশঙ্কা রয়েছে ৷ করোনা আক্রান্ত হওয়ায় বাড়িতে আইসোলেশনে থাকার জন্য বাবার পদ্মশ্রী নেওয়ার মুহূর্তে উপস্থিত থাকতে না পেরে আক্ষেপ হচ্ছে ৷

আরও পড়ুন : Jagdeep Dhankhar visits Narayan Debnath : অসুস্থ নারায়ণ দেবনাথকে দেখতে হাওড়ায় সস্ত্রীক রাজ্যপাল

গত 11 ডিসেম্বর নারায়ণ দেবনাথের বাড়িতে যান রাজ্যপাল জগদীপ ধনকড় । স্বাস্থ্য নিয়েও কথাবার্তা বলার পাশাপাশি তাঁর চিকিৎসার যাবতীয় খরচ রাজভবন থেকে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি । পদ্মশ্রী পুরস্কার প্রাপকের তালিকায় নাম থাকলেও এখনও তা না পাওয়ার প্রশ্নে রাজ্যপাল জানান বিষয়টি তাঁর জানা নেই । তবে তিনি খোঁজ নেবেন । এরপরই রাজভবন থেকে পাঁচ লক্ষ টাকার চেক তাঁর বাড়ির লোকেদের হাতে দেওয়া হয় । বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে এই বিখ্যাত কার্টুনিস্টকে পদ্মশ্রী সম্মান ও মানপত্র দেওয়ায় পরিবারের তরফে ধন্যবাদ জানান হয়েছে ।

আরও পড়ুন : বাঁটুল নিশ্চয়ই কোরোনাকে শায়েস্তা করত ! কিন্তু ...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.