সাঁতরাগাছি, 13 সেপ্টেম্বর: নবান্ন অভিযানকে ঘিরে ধুন্ধুমার বাঁধল সাঁতরাগাছিতে (Santragachi Clash)৷ পুলিশের সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধ বাঁধল বিজেপি কর্মী ও সমর্থকদের (BJP Nabanna Abhijan)৷ পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয় ৷ ছোড়া হয় কাচের বোতল ৷ বিক্ষোভ ঠেকাতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় ৷ ছোড়া হয় জলকামান ৷ কর্মীদের রুখতে লাঠিচার্জও করে পুলিশ (BJP supporters clash with cops)৷
আজ বিজেপির নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় সাঁতরাগাছি ৷ বিজেপি কর্মী ও সমর্থকরা নবান্নের অভিমুখে যাত্রা শুরু করলেই তাঁদের আটকায় পুলিশ ৷ বিভিন্ন জায়গায় জোর করে ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করা হয় ৷ বিজেপি কর্মীদের রুখতে কাঁদানে গ্যাস ও জলকামান ছোড়ে পুলিশ ৷ লাঠিও চালানো হয় ৷ পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট ছোড়েন বিজেপি কর্মীরা ৷ মুহূর্মুহূ ইটবৃষ্টি হতে থাকে ৷ এমনকী বোতলও ছোড়া হয় ৷ ভাঙচুর চালানো হয় পুলিশ কিয়স্কে ৷
আরও পড়ুন: বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, সব আপডেট এক ক্লিকে
পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধও বাঁধে বিজেপি কর্মী-সমর্থকদের ৷ তুমুল উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় ৷ আক্রান্ত হন পুলিশকর্মীরাও ৷ বেশ কয়েকজন বিজেপি সমর্থকও আহত হয়েছেন ৷