ETV Bharat / state

হাওড়ায় যুবককে গুলি করে খুনের চেষ্টা - দুষ্কৃতীদের গুলি

পেশায় আকাশ পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত ৷ গতরাতে সে মল্লিক ফটক এলাকার দুধ গলির সামনে একটি পানের দোকানে গল্প করছিল ৷ সেই সময় হঠাৎ একটি বাইকে করে এসে দুই দুষ্কৃতী আকাশকে লক্ষ্য করে গুলি চালায় ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 15, 2019, 5:25 PM IST

হাওড়া, 15 অগাস্ট: এক যুবককে গুলি করে খুনের চেষ্টা কয়েকজন দুষ্কৃতীর । হাওড়ার মল্লিক ফটক এলাকার ঘটনা । ওই যুবকের নাম আকাশ জয়সওয়াল (22) ৷

পেশায় আকাশ পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত ৷ গতরাতে সে মল্লিক ফটক এলাকার দুধ গলির সামনে একটি পানের দোকানে গল্প করছিল ৷ সেই সময় হঠাৎ একটি বাইকে করে এসে দুই দুষ্কৃতী আকাশকে লক্ষ্য করে গুলি চালায় ৷ দুষ্কৃতীদের ছোড়া গুলি আকাশের পেটে লাগে । সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে সে । স্থানীয়রা তাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায় ৷

তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি ৷ তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ ৷ খতিয়ে দেখা হচ্ছে এলাকার CCTV ফুটেজ ৷ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

হাওড়া, 15 অগাস্ট: এক যুবককে গুলি করে খুনের চেষ্টা কয়েকজন দুষ্কৃতীর । হাওড়ার মল্লিক ফটক এলাকার ঘটনা । ওই যুবকের নাম আকাশ জয়সওয়াল (22) ৷

পেশায় আকাশ পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত ৷ গতরাতে সে মল্লিক ফটক এলাকার দুধ গলির সামনে একটি পানের দোকানে গল্প করছিল ৷ সেই সময় হঠাৎ একটি বাইকে করে এসে দুই দুষ্কৃতী আকাশকে লক্ষ্য করে গুলি চালায় ৷ দুষ্কৃতীদের ছোড়া গুলি আকাশের পেটে লাগে । সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে সে । স্থানীয়রা তাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায় ৷

তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি ৷ তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ ৷ খতিয়ে দেখা হচ্ছে এলাকার CCTV ফুটেজ ৷ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

Intro:ফের গুলি করে খুনের চেষ্টা।
হাওড়া থানার অন্তর্গত মল্লিক ফটক এলাকায় এক যুবককে গুলি করে খুনের চেষ্টা করে কিছু দুষ্কৃতী। গতকাল গভীর রাতের ঘটনা। জানা গিয়েছে, আকাশ জয়সওয়াল নামে বছর বাইশের ওই যুবককে খুব কাছ থেকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। একটি বাইকে করে এসে মল্লিক ফটকের সামনে আচমকা গুলি চালায় দুষ্কৃতীরা। পুলিয়াহ সূত্রে জানা গিয়েছে দুজন ছিল বাইকে। মল্লিক ফটক দুধ গলির সামনে পানের দোকানে আড্ডা মারছিল পরিবহন ব্যবসার সাথে যুক্ত আকাশ। বাইকে করে আসা দুষ্কৃতীদের ছোড়া ওয়ান সাটারের গুলি তার পেটে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে। এরপর কিছু স্থানীয় তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তার তদন্তে নেমেছে পুলিশ। গুলি চালানোর কারন জানার চেষ্টাও চলছে। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভ ফুটেজ। হাওড়া থানার পুলিশ ও পুলিশের গোয়েন্দারা তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিছু স্থানীয়কে।Body:নConclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.