সাতরাগাছি (হাওড়া), 26 এপ্রিল : রেলের ঠিকাদারি নিয়ে গন্ডগোলের জেরে হাওড়ার সাঁতরাগাছি এলাকায় চলল গুলি । দুষ্কৃতীদের চালানো গুলিতে আহত হয়েছেন রেলের এক ঠিকাদার । অল্পের জন্য ওই ঠিকাদার প্রাণে বেঁচে গেলেও তাঁর পরিবার আতঙ্কে রয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
অভিযোগ গতকাল রাত দশটা নাগাদ সাঁতরাগাছি রেল ইয়ার্ডের বাইরে গৌতম সিনহা নামে এক ঠিকাদারকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ সেই সময় গৌতমবাবু রেলের চালক ও গার্ডদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন । দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি চালায় । একটি গুলি শূন্যে চললেও, দ্বিতীয় গুলিটি গৌতমবাবুর ডান পায়ের গোড়ালিতে লেগে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি ।
আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসা মধ্যমগ্রামে, সিপিএম-তৃণমূল সংঘর্ষে চলল বোমা-গুলি
খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাঁতরাগাছি থানার পুলিশ । পুলিশের সহযোগিতায় গৌতম সিনহাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় । তবে, কী কারণে গৌতম সিনহাকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা তা নিয়ে অন্ধকারে সবাই ৷ রেলের কোনও অসাধু চক্র এর সঙ্গে জড়িত রয়েছে কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে গৌতমবাবুর স্ত্রীর দাবি, তাঁর স্বামী বহু বছর ধরে রেলে ঠিকাদারের কাজ করছেন ৷ তাঁর কোনও শত্রু নেই ৷ সম্প্রতি রেলের চালক ও গার্ডদের টুলবক্স ট্রেনে ওঠানো এবং নামানোর জন্য লেবার কন্ট্রাক্টের বরাত পেয়েছিলেন গৌতমবাবু ৷ যে বরাত তিনি রেলের বৈধ টেন্ডারের মাধ্যমে পেয়েছিলেন বলে জানা গিয়েছে ৷