ETV Bharat / state

পাগড়ি খোলার ঘটনায় পুলিশকর্মীদের বিরুদ্ধে হাওড়া থানায় অভিযোগ শিখ সংগঠনের - আগ্নেয়াস্ত্রের লাইসেন্স

গত বৃহস্পতিবার যুব মোর্চার নবান্ন অভিযানের সময় হাওড়া ময়দান এলাকায় বলবিন্দর সিং নামে এক যুবককে আটক করে পুলিশ । সেই সময় ধস্তাধস্তিতে তাঁর পাগড়ি খুলে যায় । এই ঘটনায় শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে দাবি করেন তিনি ৷

মনজিন্দর সিং শীর্সার
মনজিন্দর সিং শীর্সার
author img

By

Published : Oct 12, 2020, 6:47 PM IST

হাওড়া, 12 অক্টোবর : যুব মোর্চার নবান্ন অভিযানে এক শিখ যুবকের পাগড়ি খোলার ঘটনায় দোষী পুলিশকর্মীদের শাস্তির দাবি জানালেন দিল্লি গুরুদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা ৷ আজ হাওড়া থানায় অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন তিনি ।

তাঁর অভিযোগ, গত বৃহস্পতিবার যুব মোর্চার নবান্ন অভিযানের সময় হাওড়া ময়দান এলাকায় বলবিন্দর সিং নামে এক যুবককে আটক করে পুলিশ । সেই সময় ধস্তাধস্তিতে তাঁর পাগড়ি খুলে যায় । এই ঘটনায় শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে দাবি করেন তিনি ৷ তাঁর দাবি, পুলিশ 295 ধারায় মামলা শুরু করুক । তিনি আরও বলেন, তৃণমূল এবং BJP-র মধ্যে রাজনৈতিক লড়াইয়ের মধ্যে ওই যুবককে নিয়ে টানাহেঁচড়া করা হচ্ছে । এই বিষয়ে রাজনীতি হোক, তাঁরা তা চান না । বলবিন্দর এবং তাঁর পরিবারের সদস্যরা যাতে বিচার পায় সেই চেষ্টাই করছেন তাঁরা ।

হাওড়া থানায় অভিযোগ দায়ের মনজিন্দর সিং সিরসার

তাঁর দাবি, বলবিন্দরের পিস্তলের লাইসেন্স সারা দেশে প্রযোজ্য । তাঁরা পুলিশের কাছে বলবিন্দরকে মারের ভিডিয়োও জমা দেন । এর পাশাপাশি আগামীকাল বলবিন্দরের জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হবে বলে তিনি জানান । এদিকে হাওড়া সিটি পুলিশের তরফে জানা গেছে, বলবিন্দরের পিস্তলের লাইসেন্স পরীক্ষার জন্য তাঁকে রাজৌরিতে নিয়ে যাওয়া হবে । এদিকে গতকাল তাঁকে হাওড়া আদালতে তোলা হলে আট দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

হাওড়া, 12 অক্টোবর : যুব মোর্চার নবান্ন অভিযানে এক শিখ যুবকের পাগড়ি খোলার ঘটনায় দোষী পুলিশকর্মীদের শাস্তির দাবি জানালেন দিল্লি গুরুদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা ৷ আজ হাওড়া থানায় অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন তিনি ।

তাঁর অভিযোগ, গত বৃহস্পতিবার যুব মোর্চার নবান্ন অভিযানের সময় হাওড়া ময়দান এলাকায় বলবিন্দর সিং নামে এক যুবককে আটক করে পুলিশ । সেই সময় ধস্তাধস্তিতে তাঁর পাগড়ি খুলে যায় । এই ঘটনায় শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে দাবি করেন তিনি ৷ তাঁর দাবি, পুলিশ 295 ধারায় মামলা শুরু করুক । তিনি আরও বলেন, তৃণমূল এবং BJP-র মধ্যে রাজনৈতিক লড়াইয়ের মধ্যে ওই যুবককে নিয়ে টানাহেঁচড়া করা হচ্ছে । এই বিষয়ে রাজনীতি হোক, তাঁরা তা চান না । বলবিন্দর এবং তাঁর পরিবারের সদস্যরা যাতে বিচার পায় সেই চেষ্টাই করছেন তাঁরা ।

হাওড়া থানায় অভিযোগ দায়ের মনজিন্দর সিং সিরসার

তাঁর দাবি, বলবিন্দরের পিস্তলের লাইসেন্স সারা দেশে প্রযোজ্য । তাঁরা পুলিশের কাছে বলবিন্দরকে মারের ভিডিয়োও জমা দেন । এর পাশাপাশি আগামীকাল বলবিন্দরের জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হবে বলে তিনি জানান । এদিকে হাওড়া সিটি পুলিশের তরফে জানা গেছে, বলবিন্দরের পিস্তলের লাইসেন্স পরীক্ষার জন্য তাঁকে রাজৌরিতে নিয়ে যাওয়া হবে । এদিকে গতকাল তাঁকে হাওড়া আদালতে তোলা হলে আট দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.