হাওড়া, 29 এপ্রিল: শতাব্দী প্রাচীন মঙ্গলাহাট বসার দিন পরিবর্তনের ভাবনা হাওড়া পৌরনিগমের । প্রশাসন থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে হাটের ব্যবসায়ীদের । হাটের দিন পরিবর্তন হয়ে হতে পারে শনি ও রবিবার ৷ আগে যা ছিল সোম ও মঙ্গলবার ৷
হাওড়ার মঙ্গলাহাট দেশের প্রাচীনতম হাটের মধ্যে অন্যতম । এক শতাব্দীর বেশি সময় ধরেই সপ্তাহের শুরু অর্থাৎ সোমবার ও মঙ্গলবার এই হাট বসে হাওড়ার ময়দান চত্বর জুড়ে । এই হাটের দিনগুলিতে অতীতে সেরকম সমস্যা দেখা দেয়নি ৷ তবে বিগত কয়েক দশক ধরে ধীরে ধীরে সমস্যা বেড়ে চলছে । এর আগে মঙ্গলাহাটকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব কি না, সেটা ঠিক করতেও কমিটি তৈরি হয় । কমিটি তার রিপোর্ট জমাও করে প্রশাসনের কাছে ।
যদিও এবার কয়েক মাসের মধ্যে হাওড়া ময়দান মেট্রো পরিষেবা চালু হতে চলেছে । পুলিশ ও প্রশাসনের তরফ থেকে অনুমান করা হচ্ছে, এই পরিষেবা চালু হলে হাওড়া ময়দান চত্বরে নিত্যযাত্রীদের ভিড় আরও কয়েকগুণ বেড়ে যাবে। আর বর্ধিত এই ভিড়কে সামাল দিয়ে যান চলাচল ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে যথেষ্টই বেগ পেতে হবে পুলিশ ও প্রশাসনকে । তার আগেই পরিস্থিতি তাই সামাল দিতে মঙ্গলাহাটের দিন পরিবর্তনের ভাবনাচিন্তা শুরু করেছে হাওড়া পৌরনিগম ।
পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনার পাশাপাশি হাটের ব্যবসায়ীদের স্বার্থকে সুরক্ষিত রেখেই প্রাথমিক আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে পৌরনিগমের পক্ষ থেকে । এমনটাই শুক্রবার জানালেন পৌরনিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী ৷ তাঁরা প্রাথমিক ভাবনাচিন্তার স্তরে বিষয়টিকে উত্থাপন করেছেন । হাটের ব্যবসায়ীদেরকেও বিষয়টি নিয়ে ভাবার জন্য জানান হয়েছে ।
সুজয় চক্রবর্তী বলেন, "সপ্তাহের প্রথম দিন সোমবার ও পরের দিন মঙ্গলবার হাট বসে এখানে । আর এই এলাকাতে স্কুল-কলেজ, হাসপাতাল-সহ জেলার প্রধান প্রশাসনিক অফিসগুলো থাকার কারণে বহু মানুষের ভিড় হয় । এই পরিস্থিতিতে ব্যবসায়ী-সহ এই এলাকাতে আসা অন্য সাধারণ মানুষদেরও অসুবিধার মুখে পড়তে হয় । তাই সকলের কথা চিন্তা করে সপ্তাহের শনিবার ও রবিবার যদি মঙ্গলাহাট খোলা হয় ৷ তাতে সকলের সুবিধা হবে । হাটের ব্যবসায়ীদের গাড়ি রেখে মালপত্র নামাতে সুবিধা হবে । তাঁরাও অফিস, স্কুল-কলেজ ছুটি থাকার দরুন বাড়তি ফাঁকা জায়গা পাবেন।"
যদিও তিনি জানান, গোটা বিষয়টি এখন আলোচনার স্তরে রয়েছে । ব্যবসায়ীদের থেকে কী মতামত আসে, তার উপরে ভিত্তি করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে । এটা যৌথ সিদ্ধান্ত হবে । কোনও এক পক্ষের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কিছু চাপিয়ে দেওয়া হবে না ৷ এমনটাই দাবি করেন হাওড়া পৌরনিগমের মুখ্য প্রশাসকের ।
আরও পড়ুন: হাটের দিন পরিবর্তনের দাবিতে মঙ্গলাহাট ব্যবসায়ীদের বিক্ষোভ