ETV Bharat / state

Mamata Banerjee: তাঁর পরিকল্পিত রেল প্রকল্পগুলির উদ্বোধনে খুশি, জানালেন মুখ্যমন্ত্রী মমতা - ফিরহাদ হাকিম

বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)-সহ একাধিক রেলপ্রকল্পের উদ্বোধন হল ৷ আমেদাবাদ থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-সহ অন্যরা ৷ সেখানে মমতা জানান, এদিন উদ্বোধন অধিকাংশ প্রকল্পের পরিকল্পনা তাঁর রেলমন্ত্রী থাকাকালীন নেওয়া হয় ৷

Mamata Banerjee
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Dec 30, 2022, 2:37 PM IST

Updated : Dec 30, 2022, 3:50 PM IST

হাওড়া স্টেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ

হাওড়া, 30 ডিসেম্বর: বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন হল শুক্রবার ৷ হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিল সেমি হাইস্পিড এই ট্রেন ৷ একই সঙ্গে জোকা-বিবাদী বাগ মেট্রোর (Joka BBD Bag Metro) তারাতলা অংশেরও সূচনা হল ৷ তাছাড়া আরও একাধিক রেল প্রকল্পের উদ্বোধন হয়েছে এদিন ৷

সেই অনুষ্ঠানে হাজির হয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন, তাঁর রেলমন্ত্রী থাকার সময় যে প্রকল্পগুলি শুরু হয়েছিল, সেই প্রকল্পগুলি উদ্বোধন নিয়ে খুশি ৷ পাঁচটির মধ্যে চারটি প্রকল্পই তাঁর সময়ে পরিকল্পনা ও শিলান্যাস করা হয়েছিল, সেকথাও জানাতে ভোলেননি মমতা ৷

বিশেষ করে জোকা-তারাতলা মেট্রোর কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘‘স্যর, আমি আপনাকে ধন্যবাদ জানাই৷ আপনি জানলে খুশি হবেন যে আজ আমার খুবই খুশির দিন ৷ কারণ, আপনার স্বপ্নের প্রকল্প তারাতলা-জোকা মেট্রো আমি শিলান্যাস করেছিলাম রেলমন্ত্রী হিসেবে ৷’’

এই নিয়ে বলতে গিয়ে শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) নামও আসে মমতার কথায় ৷ এই প্রকল্পের জমি অধিগ্রহণ নিয়ে কলকাতার তৎকালীন মেয়রের ইতিবাচক ভূমিকার কথাও স্মরণ করান মুখ্যমন্ত্রী ৷ এই প্রকল্প নিয়ে সদর্থক ভূমিকা নেওয়ায় রাজ্যের মন্ত্রী ও বর্তমান মেয়র ফিরহাদ হাকিমেরও (Firhad Hakim) প্রশংসা করেন মমতা ৷

পাশাপাশি বেহালার বাসিন্দাদের কথাও বলেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘বেহালাবাসীর কথা ভুলব না ৷ দশ বছর ধরে মেট্রোর কাজ করার জন্য তাঁদের ভোগান্তি পোহাতে হয়েছে ৷’’ অন্যদিকে বাংলার জন্য বন্দে ভারত এক্সপ্রেস চালু করায় মোদিকে ধন্যবাদও দেন মমতা ৷

প্রসঙ্গত, শুক্রবার হাওড়া স্টেশনের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ কিন্তু এদিন ভোরেই তাঁর মায়ের মৃত্যু হয় ৷ তাই তিনি সকালেই আমেদাবাদে চলে যান ৷ পরে আমেদাবাদ থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করেন বন্দে ভারত এক্সপ্রেস-সহ একাধিক প্রকল্পের ৷

এখানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ অন্যরা ৷

উদ্বোধনী অনুষ্ঠানের আগে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম ধ্বনিও দেওয়া হয়৷ যা নিয়ে ক্ষুব্ধ হন তিনি ৷ এর জেরে মঞ্চেও ওঠেননি মুখ্যমন্ত্রী ৷ মঞ্চের পাশে রাখা চেয়ারে বসে পড়েন ৷ সেখান থেকেই ভাষণ দেন ৷ ভাষণে প্রধানমন্ত্রীকে তাঁর মায়ের মৃত্যু নিয়ে সমেবদনাও জানান মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: মায়ের বিকল্প নেই, কাজের মাধ্যমে মাকে শ্রদ্ধা জানান, মোদিকে বললেন মমতা

হাওড়া স্টেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ

হাওড়া, 30 ডিসেম্বর: বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন হল শুক্রবার ৷ হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিল সেমি হাইস্পিড এই ট্রেন ৷ একই সঙ্গে জোকা-বিবাদী বাগ মেট্রোর (Joka BBD Bag Metro) তারাতলা অংশেরও সূচনা হল ৷ তাছাড়া আরও একাধিক রেল প্রকল্পের উদ্বোধন হয়েছে এদিন ৷

সেই অনুষ্ঠানে হাজির হয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন, তাঁর রেলমন্ত্রী থাকার সময় যে প্রকল্পগুলি শুরু হয়েছিল, সেই প্রকল্পগুলি উদ্বোধন নিয়ে খুশি ৷ পাঁচটির মধ্যে চারটি প্রকল্পই তাঁর সময়ে পরিকল্পনা ও শিলান্যাস করা হয়েছিল, সেকথাও জানাতে ভোলেননি মমতা ৷

বিশেষ করে জোকা-তারাতলা মেট্রোর কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘‘স্যর, আমি আপনাকে ধন্যবাদ জানাই৷ আপনি জানলে খুশি হবেন যে আজ আমার খুবই খুশির দিন ৷ কারণ, আপনার স্বপ্নের প্রকল্প তারাতলা-জোকা মেট্রো আমি শিলান্যাস করেছিলাম রেলমন্ত্রী হিসেবে ৷’’

এই নিয়ে বলতে গিয়ে শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) নামও আসে মমতার কথায় ৷ এই প্রকল্পের জমি অধিগ্রহণ নিয়ে কলকাতার তৎকালীন মেয়রের ইতিবাচক ভূমিকার কথাও স্মরণ করান মুখ্যমন্ত্রী ৷ এই প্রকল্প নিয়ে সদর্থক ভূমিকা নেওয়ায় রাজ্যের মন্ত্রী ও বর্তমান মেয়র ফিরহাদ হাকিমেরও (Firhad Hakim) প্রশংসা করেন মমতা ৷

পাশাপাশি বেহালার বাসিন্দাদের কথাও বলেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘বেহালাবাসীর কথা ভুলব না ৷ দশ বছর ধরে মেট্রোর কাজ করার জন্য তাঁদের ভোগান্তি পোহাতে হয়েছে ৷’’ অন্যদিকে বাংলার জন্য বন্দে ভারত এক্সপ্রেস চালু করায় মোদিকে ধন্যবাদও দেন মমতা ৷

প্রসঙ্গত, শুক্রবার হাওড়া স্টেশনের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ কিন্তু এদিন ভোরেই তাঁর মায়ের মৃত্যু হয় ৷ তাই তিনি সকালেই আমেদাবাদে চলে যান ৷ পরে আমেদাবাদ থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করেন বন্দে ভারত এক্সপ্রেস-সহ একাধিক প্রকল্পের ৷

এখানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ অন্যরা ৷

উদ্বোধনী অনুষ্ঠানের আগে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম ধ্বনিও দেওয়া হয়৷ যা নিয়ে ক্ষুব্ধ হন তিনি ৷ এর জেরে মঞ্চেও ওঠেননি মুখ্যমন্ত্রী ৷ মঞ্চের পাশে রাখা চেয়ারে বসে পড়েন ৷ সেখান থেকেই ভাষণ দেন ৷ ভাষণে প্রধানমন্ত্রীকে তাঁর মায়ের মৃত্যু নিয়ে সমেবদনাও জানান মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: মায়ের বিকল্প নেই, কাজের মাধ্যমে মাকে শ্রদ্ধা জানান, মোদিকে বললেন মমতা

Last Updated : Dec 30, 2022, 3:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.