ETV Bharat / state

Anish Khan Death Case : উন্নাও-হাথরস কাণ্ডে সিবিআই-এর ব্যর্থতা তুলে ধরে আনিশ মৃত্যু তদন্তে সিটেই আস্থা মুখ্যমন্ত্রীর - আনিশ খান মৃত্যু

সিবিআই তদন্তের সাফল্য নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ নবান্নে তিনি বলেন, তাপসী মালিক থেকে উন্নাও-হাথরাস মামলার তদন্ত সিবিআইয়ের হাতে দিলেও সুরাহা মেলেনি । তাই পুলিশের কাজে হস্তক্ষেপ না-করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী

Anish Khan Death Case
Anish Khan Death Case
author img

By

Published : Feb 23, 2022, 8:35 PM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি : আনিশ খানের মৃত্যু-রহস্য উন্মোচনের জন্য চাই সিবিআই তদন্ত ৷ এমনই দাবিতে অনড় হাওড়ার আমতার মৃত ছাত্রনেতার পরিবার ৷ রাজ্য পুলিশের কোনও ভূমিকাতেই খুশি নন তাঁরা ৷ এমনকী বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনগুলিও সিবিআই তদন্তের দাবিতে পথে নেমে আন্দোলন চালাচ্ছে ৷ আজ নবান্নের এই দাবির বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় ৷ রাজ্য প্রশাসনের উপর ভরসা রাখার কথা বলেছেন তিনি ৷ পাশাপাশি কেন্দ্রীয় সংস্থার সাফল্য নিয়েও তুলেছেন প্রশ্ন ৷ তাপসী মালিক থেকে উন্নাও-হাথরস, কবিগুরু রবীন্দ্রনাথের নোবেল চুরির মামলা সহ একাধিক প্রসঙ্গ টেনে এনেছেন ৷

আনিশ খানের রহস্য-মৃত্যু নিয়ে রাজ্যজুড়ে ঝড় উঠতেই দ্রুত পদক্ষেপ করেছে রাজ্য সরকার ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় ৷ তদন্তে বারবার পুলিশি গাফলতির অভিযোগ তুলেছে আনিশের পরিবার ৷ সেই অভিযোগকে মাথায় রেখে গতকালই সাসপেন্ড করা হয় আমতা থানার তিন পুলিশকর্মীকে ৷ বিশেষ তদন্তকারী দল আজ আমতা থানার দু'জন পুলিশকর্মীকে গ্রেফতার করেছে বলে জানান খোদ মুখ্যমন্ত্রী ৷ আনিশের পরিবারকে আশ্বস্ত করে বলেন, "কোনও অন্যায় হয়ে থাকলে শাস্তি হবেই ৷ কেউ রেহাই পাবে না ৷ রাজ্য প্রশাসনের উপর ভরসা রাখুন ৷ পুলিশ পুলিশের কাজ করবে । আইন আইনের পথে চলবে ।"

এরপরই সিবিআই প্রসঙ্গ টেনে আনেন মমতা । সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন রাজ্যের প্রশাসনিক প্রধান । মুখ্যমন্ত্রী বলেন, "সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, উন্নাও থেকে হাথরস, সিবিআইকে দিয়ে তদন্ত করিয়ে কোথাও অপরাধের সুরাহা হয়নি । তাপসী মালিক তদন্তের ভার সিবিআইয়ের হাতে ছিল ৷ কোনও সমাধান হয়েছে ? রবীন্দ্রনাথের নোবেল চুরির কিনারা হয়েছে ? সেটাও তো সিবিআইয়ের হাতে ছিল ৷"

আরও পড়ুন : Anish Khan Death Case : "মুখ্যমন্ত্রী 20 জনকে গ্রেফতার করলেও খুশি হব না", বলছেন সিবিআই তদন্তে অনড় আনিশের বাবা

এদিন আনিশ খানের মৃত্যু নিয়ে চলা লাগাতার বিক্ষোভের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "আন্দোলনের নামে মানুষের জীবনকে বিপর্যস্ত করে তোলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় । আমাকে আন্দোলন শেখাবেন না ৷ মানুষের অসুবিধা না করে আন্দোলন করলে কেউ বাধা দিতে যাবে না । গতকাল থেকে যেভাবে মানুষকে অসুবিধার মুখে পড়তে হচ্ছে তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় । আমি সিপিএম বা বিজেপির স্বার্থ দেখার জন্য এখানে আসিনি । মানুষের স্বার্থ দেখতে এসেছি ।"

সিবিআই তদন্তের ব্যর্থতার খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

এখানেই শেষ নয়, সিবিআইয়ের ব্যর্থতা তুলে ধরে তিনি বলেন, সিপিএম দেখাতে পারবে নন্দীগ্রামে কাউকে গ্রেফতার করেছে ? লক্ষ্ণণ সেন গ্রেফতার হয়েছে ? সিঙ্গুরে তাপসী মালিক হত্যার পর কেউ গ্রেফতার হয়েছিল ? তখন তো সিবিআইয়ের হাতেই তদন্তভার ছিল ! এখন সবাই সিবিআই, সিবিআই করে চিৎকার করছেন । একটি মানুষও বিচার পেয়েছেন ? উল্টে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর নামে চারজনকে গুলি করে মেরে দেওয়া হয়েছে ।"

আরও পড়ুন : Mamata on Anish Khan Death Case : আনিশ-কাণ্ডে দু’জন পুলিশ কর্মী গ্রেফতার, জানালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর অভিযোগ, "আজ ক্ষমতায় নেই বলে সিবিআই, সিবিআই চিৎকার করছে । রাজ্যের পুলিশি ব্যবস্থায় অস্থিরতা তৈরি করা হচ্ছে । ভেঙে দেওয়া হচ্ছে পুলিশের নীতিবোধ । মনে রাখবেন, আগামী দিনে বাড়িতে চুরি হলে পুলিশ ডাকবেন না তো ! কেউ অন্যায় করে থাকলে, অবশ্যই শাস্তি পাবে ।

প্রসঙ্গত, বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বিভিন্ন সময় সিবিআইয়ের কথা শোনা গেলেও, বর্তমানে তিনি রাজ্য পুলিশকে বেশি কার্যকরী বলে মনে করছেন । তবে আনিশের পরিবার শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর এই সিবিআই বিরোধিতা মানবেন তো ? তা নিয়ে প্রশ্ন থাকছেই ।

আরও পড়ুন : Anish Khan Death Case : আনিশের পরিবারকে হুমকি ফোন, ঘটনায় সাইবার ক্রাইম বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে সিট

কলকাতা, 23 ফেব্রুয়ারি : আনিশ খানের মৃত্যু-রহস্য উন্মোচনের জন্য চাই সিবিআই তদন্ত ৷ এমনই দাবিতে অনড় হাওড়ার আমতার মৃত ছাত্রনেতার পরিবার ৷ রাজ্য পুলিশের কোনও ভূমিকাতেই খুশি নন তাঁরা ৷ এমনকী বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনগুলিও সিবিআই তদন্তের দাবিতে পথে নেমে আন্দোলন চালাচ্ছে ৷ আজ নবান্নের এই দাবির বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় ৷ রাজ্য প্রশাসনের উপর ভরসা রাখার কথা বলেছেন তিনি ৷ পাশাপাশি কেন্দ্রীয় সংস্থার সাফল্য নিয়েও তুলেছেন প্রশ্ন ৷ তাপসী মালিক থেকে উন্নাও-হাথরস, কবিগুরু রবীন্দ্রনাথের নোবেল চুরির মামলা সহ একাধিক প্রসঙ্গ টেনে এনেছেন ৷

আনিশ খানের রহস্য-মৃত্যু নিয়ে রাজ্যজুড়ে ঝড় উঠতেই দ্রুত পদক্ষেপ করেছে রাজ্য সরকার ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় ৷ তদন্তে বারবার পুলিশি গাফলতির অভিযোগ তুলেছে আনিশের পরিবার ৷ সেই অভিযোগকে মাথায় রেখে গতকালই সাসপেন্ড করা হয় আমতা থানার তিন পুলিশকর্মীকে ৷ বিশেষ তদন্তকারী দল আজ আমতা থানার দু'জন পুলিশকর্মীকে গ্রেফতার করেছে বলে জানান খোদ মুখ্যমন্ত্রী ৷ আনিশের পরিবারকে আশ্বস্ত করে বলেন, "কোনও অন্যায় হয়ে থাকলে শাস্তি হবেই ৷ কেউ রেহাই পাবে না ৷ রাজ্য প্রশাসনের উপর ভরসা রাখুন ৷ পুলিশ পুলিশের কাজ করবে । আইন আইনের পথে চলবে ।"

এরপরই সিবিআই প্রসঙ্গ টেনে আনেন মমতা । সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন রাজ্যের প্রশাসনিক প্রধান । মুখ্যমন্ত্রী বলেন, "সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, উন্নাও থেকে হাথরস, সিবিআইকে দিয়ে তদন্ত করিয়ে কোথাও অপরাধের সুরাহা হয়নি । তাপসী মালিক তদন্তের ভার সিবিআইয়ের হাতে ছিল ৷ কোনও সমাধান হয়েছে ? রবীন্দ্রনাথের নোবেল চুরির কিনারা হয়েছে ? সেটাও তো সিবিআইয়ের হাতে ছিল ৷"

আরও পড়ুন : Anish Khan Death Case : "মুখ্যমন্ত্রী 20 জনকে গ্রেফতার করলেও খুশি হব না", বলছেন সিবিআই তদন্তে অনড় আনিশের বাবা

এদিন আনিশ খানের মৃত্যু নিয়ে চলা লাগাতার বিক্ষোভের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "আন্দোলনের নামে মানুষের জীবনকে বিপর্যস্ত করে তোলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় । আমাকে আন্দোলন শেখাবেন না ৷ মানুষের অসুবিধা না করে আন্দোলন করলে কেউ বাধা দিতে যাবে না । গতকাল থেকে যেভাবে মানুষকে অসুবিধার মুখে পড়তে হচ্ছে তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় । আমি সিপিএম বা বিজেপির স্বার্থ দেখার জন্য এখানে আসিনি । মানুষের স্বার্থ দেখতে এসেছি ।"

সিবিআই তদন্তের ব্যর্থতার খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

এখানেই শেষ নয়, সিবিআইয়ের ব্যর্থতা তুলে ধরে তিনি বলেন, সিপিএম দেখাতে পারবে নন্দীগ্রামে কাউকে গ্রেফতার করেছে ? লক্ষ্ণণ সেন গ্রেফতার হয়েছে ? সিঙ্গুরে তাপসী মালিক হত্যার পর কেউ গ্রেফতার হয়েছিল ? তখন তো সিবিআইয়ের হাতেই তদন্তভার ছিল ! এখন সবাই সিবিআই, সিবিআই করে চিৎকার করছেন । একটি মানুষও বিচার পেয়েছেন ? উল্টে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর নামে চারজনকে গুলি করে মেরে দেওয়া হয়েছে ।"

আরও পড়ুন : Mamata on Anish Khan Death Case : আনিশ-কাণ্ডে দু’জন পুলিশ কর্মী গ্রেফতার, জানালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর অভিযোগ, "আজ ক্ষমতায় নেই বলে সিবিআই, সিবিআই চিৎকার করছে । রাজ্যের পুলিশি ব্যবস্থায় অস্থিরতা তৈরি করা হচ্ছে । ভেঙে দেওয়া হচ্ছে পুলিশের নীতিবোধ । মনে রাখবেন, আগামী দিনে বাড়িতে চুরি হলে পুলিশ ডাকবেন না তো ! কেউ অন্যায় করে থাকলে, অবশ্যই শাস্তি পাবে ।

প্রসঙ্গত, বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বিভিন্ন সময় সিবিআইয়ের কথা শোনা গেলেও, বর্তমানে তিনি রাজ্য পুলিশকে বেশি কার্যকরী বলে মনে করছেন । তবে আনিশের পরিবার শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর এই সিবিআই বিরোধিতা মানবেন তো ? তা নিয়ে প্রশ্ন থাকছেই ।

আরও পড়ুন : Anish Khan Death Case : আনিশের পরিবারকে হুমকি ফোন, ঘটনায় সাইবার ক্রাইম বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে সিট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.