ETV Bharat / state

Eastern Zonal Council Meeting: বৈঠকে রাজ্যের দাবি জানালেন মমতা, আতিথেয়তার প্রশংসায় শাহ

শনিবার নবান্ন সভাঘরে ছিল পূর্বাঞ্চলীয় অঞ্চলিক পরিষদের বৈঠক ৷ এদিনের বৈঠকে রাজ্যের একাধিক দাবি ও অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee places demand to Amit Shah) ৷

ETV Bharat
mamata banerjee and amit shah
author img

By

Published : Dec 17, 2022, 10:08 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর: পূর্বাঞ্চলীয় অঞ্চলিক পরিষদের বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সি প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। শনিবার নবান্ন সভাঘরে আয়োজিত এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাড়াও যোগ দিয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, ওড়িশার দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রদীপ কুমার আমেত ও তুষার কুমার বেহেরা । ছিলেন বিহারের অর্থমন্ত্রী বিজয় চৌধুরীও (Eastern Zonal Council Meeting) ।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার আতিথেয়তায় রীতিমতো আপ্লুত । মধ্যাহ্নভোজনের সময় এই বৈঠকের আয়োজক হিসাবে বাংলার প্রশংসা করেছেন তিনি । প্রসঙ্গত এদিন এই বৈঠকে অতিথি আপ্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে । একদিকে যেমন তিনি বৈঠকে উপস্থিত অতিথিদের সব ধরনের সুবিধা অসুবিধার খোঁজ নিয়েছেন বৈঠকের ফাঁকে । তেমনই বৈঠকে সকলের মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যের দাবি তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee places demand to Amit Shah)৷

আরও পড়ুন: জোর করে উচ্ছেদে সমর্থন নেই, পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে শাহকে বার্তা মমতার

একশো দিনের কাজ থেকে শুরু করে, ডিভিসির জল ছাড়া ও এমনকি প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে বাংলাকে অবমাননা নিয়েও এদিন কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ নবান্ন সূত্রে জানা গিয়েছে, এদিন বৈঠকের শুরুতেই 100 দিনের কাজ প্রকল্পে রাজ্যের প্রাপ্য বকেয়া না-দেওয়া নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। ন্যায্য প্রাপ্য থেকে কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করছে বলে জানিয়েছেন তিনি । যদিও মুখ্যমন্ত্রীর এই অভিযোগ নস্যাৎ করার চেষ্টা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি বলেন, "আপনাদের দিক থেকে কিছু সমস্যা আছে ৷ সেই কারণে এই অর্থ কেন্দ্রীয় সরকার দিতে পারছে না ।"

যদিও এর জবাব দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব । তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তথ্য দিয়ে জানিয়েছেন, কেন্দ্রের তরফ থেকে 100 দিনের কাজ নিয়ে যে যে তথ্য রাজ্যের থেকে চাওয়া হয়েছিল তা ইতিমধ্যেই কেন্দ্রকে পাঠানো হয়েছে । কিছু ক্ষেত্রে রাজ্যের ত্রুটি বিচ্যুতি ছিল সেগুলিও সংশোধন করে নেওয়া হয়েছে । এরপরও কেন্দ্র রাজ্যকে তার ন্যায্য পাওনা দিচ্ছে না । এই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজ নিয়ে এখনও পর্যন্ত কী কী চিঠি কেন্দ্রকে দেওয়া হয়েছে, তার একটি কপিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন ।

আরও পড়ুন: মমতা-অমিত একান্ত সাক্ষাতের কারণেই কি ব্রাত্য রইলেন হেমন্ত-তেজস্বী !

নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, এদিন ডিভিসি-র জল ছাড়া নিয়েও সরব হয়েছেন মমতা । যতদূর জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যেভাবে রাজ্যকে না-জানিয়ে বারবার ডিভিসি জল ছাড়ে, তাতে এ রাজ্যে বন্যার পরিস্থিতি তৈরি হয় । সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই ডিভিসির কর্তা-ব্যক্তিদের সঙ্গে এই নিয়ে বাংলার আধিকারিকদের রীতিমত কথা কাটাকাটিও হয় । এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাব দেন কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং ডিভিসি এই তিন পক্ষকে নিয়ে একটি কমিটি তৈরি করা হবে । এই কমিটি জল ছাড়া নিয়ে সিদ্ধান্ত নেবে (Nabanna meeting) ।

একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেছেন, আমফানের সময় রাজ্যকে টাকা দেওয়া হয়নি কেন্দ্রের তরফে । তার এও অভিযোগ ছিল, ওড়িশাকে ঝড় হলেই কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করে । কিন্তু এরাজ্যের ক্ষেত্রে তা হয় না । আমফানের মত একটা প্রাকৃতিক বিপর্যয়, যেখানে এত ক্ষয়ক্ষতি হল, এরপরও কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্যকে টাকা দেওয়া হল না । মমতা অবশ্য এও স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁর বিরোধিতা ওড়িশাকে অর্থ দেওয়া নিয়ে নয়, বরং তাঁর এই বক্তব্য রাজ্যকে বঞ্চিত করা নিয়েই । সূত্রের খবর, এর উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জানান, রাজ্যকে আমফানের সময় এক হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার । এর জবাবে মুখ্যমন্ত্রী দাবি করেন, সবটাই রাজ্যের দাবির ভিত্তিতে দেওয়া হয়েছে ৷

কলকাতা, 17 ডিসেম্বর: পূর্বাঞ্চলীয় অঞ্চলিক পরিষদের বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সি প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। শনিবার নবান্ন সভাঘরে আয়োজিত এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাড়াও যোগ দিয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, ওড়িশার দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রদীপ কুমার আমেত ও তুষার কুমার বেহেরা । ছিলেন বিহারের অর্থমন্ত্রী বিজয় চৌধুরীও (Eastern Zonal Council Meeting) ।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার আতিথেয়তায় রীতিমতো আপ্লুত । মধ্যাহ্নভোজনের সময় এই বৈঠকের আয়োজক হিসাবে বাংলার প্রশংসা করেছেন তিনি । প্রসঙ্গত এদিন এই বৈঠকে অতিথি আপ্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে । একদিকে যেমন তিনি বৈঠকে উপস্থিত অতিথিদের সব ধরনের সুবিধা অসুবিধার খোঁজ নিয়েছেন বৈঠকের ফাঁকে । তেমনই বৈঠকে সকলের মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যের দাবি তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee places demand to Amit Shah)৷

আরও পড়ুন: জোর করে উচ্ছেদে সমর্থন নেই, পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে শাহকে বার্তা মমতার

একশো দিনের কাজ থেকে শুরু করে, ডিভিসির জল ছাড়া ও এমনকি প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে বাংলাকে অবমাননা নিয়েও এদিন কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ নবান্ন সূত্রে জানা গিয়েছে, এদিন বৈঠকের শুরুতেই 100 দিনের কাজ প্রকল্পে রাজ্যের প্রাপ্য বকেয়া না-দেওয়া নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। ন্যায্য প্রাপ্য থেকে কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করছে বলে জানিয়েছেন তিনি । যদিও মুখ্যমন্ত্রীর এই অভিযোগ নস্যাৎ করার চেষ্টা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি বলেন, "আপনাদের দিক থেকে কিছু সমস্যা আছে ৷ সেই কারণে এই অর্থ কেন্দ্রীয় সরকার দিতে পারছে না ।"

যদিও এর জবাব দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব । তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তথ্য দিয়ে জানিয়েছেন, কেন্দ্রের তরফ থেকে 100 দিনের কাজ নিয়ে যে যে তথ্য রাজ্যের থেকে চাওয়া হয়েছিল তা ইতিমধ্যেই কেন্দ্রকে পাঠানো হয়েছে । কিছু ক্ষেত্রে রাজ্যের ত্রুটি বিচ্যুতি ছিল সেগুলিও সংশোধন করে নেওয়া হয়েছে । এরপরও কেন্দ্র রাজ্যকে তার ন্যায্য পাওনা দিচ্ছে না । এই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজ নিয়ে এখনও পর্যন্ত কী কী চিঠি কেন্দ্রকে দেওয়া হয়েছে, তার একটি কপিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন ।

আরও পড়ুন: মমতা-অমিত একান্ত সাক্ষাতের কারণেই কি ব্রাত্য রইলেন হেমন্ত-তেজস্বী !

নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, এদিন ডিভিসি-র জল ছাড়া নিয়েও সরব হয়েছেন মমতা । যতদূর জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যেভাবে রাজ্যকে না-জানিয়ে বারবার ডিভিসি জল ছাড়ে, তাতে এ রাজ্যে বন্যার পরিস্থিতি তৈরি হয় । সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই ডিভিসির কর্তা-ব্যক্তিদের সঙ্গে এই নিয়ে বাংলার আধিকারিকদের রীতিমত কথা কাটাকাটিও হয় । এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাব দেন কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং ডিভিসি এই তিন পক্ষকে নিয়ে একটি কমিটি তৈরি করা হবে । এই কমিটি জল ছাড়া নিয়ে সিদ্ধান্ত নেবে (Nabanna meeting) ।

একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেছেন, আমফানের সময় রাজ্যকে টাকা দেওয়া হয়নি কেন্দ্রের তরফে । তার এও অভিযোগ ছিল, ওড়িশাকে ঝড় হলেই কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করে । কিন্তু এরাজ্যের ক্ষেত্রে তা হয় না । আমফানের মত একটা প্রাকৃতিক বিপর্যয়, যেখানে এত ক্ষয়ক্ষতি হল, এরপরও কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্যকে টাকা দেওয়া হল না । মমতা অবশ্য এও স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁর বিরোধিতা ওড়িশাকে অর্থ দেওয়া নিয়ে নয়, বরং তাঁর এই বক্তব্য রাজ্যকে বঞ্চিত করা নিয়েই । সূত্রের খবর, এর উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জানান, রাজ্যকে আমফানের সময় এক হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার । এর জবাবে মুখ্যমন্ত্রী দাবি করেন, সবটাই রাজ্যের দাবির ভিত্তিতে দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.