ETV Bharat / state

NRC নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসযোগ্য নন : বৃন্দা কারাত - amit shah

CPI(M) নেত্রী বৃন্দা কারাত বলেন, " পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দু'মুখো রাজনীতি করছেন ৷ জাতীয় জনসংখ্যা পঞ্জিকরণ নিয়ে মমতা কোনও কথা বলছেন না বরং তাকে সমর্থন করছেন অন্যদিকে NRC - র বিরোধিতা করছেন ৷ তাঁর মতে, "এই পঞ্জিকার তালিকা ধরেই NRC চালু করবে কেন্দ্রীয় সরকার ৷ "

NRC নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসযোগ্য নয় : বৃন্দা কারাত
author img

By

Published : Nov 22, 2019, 10:44 PM IST

হাওড়া, 22 নভেম্বর : NRC ইশুতে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসযোগ্য নন ৷ আজ হাওড়ার বালিতে গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্মেলনে এসে এই ভাষাতেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন CPI(M) পলিটব্যুরো সদস্যা বৃন্দা কারাত ৷ তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দু'মুখো রাজনীতি করছেন ৷ জাতীয় জনসংখ্যা পঞ্জিকরণ নিয়ে মমতা কোনও কথা বলছেন না বরং তাকে সমর্থন করছেন অন্যদিকে NRC-র বিরোধিতা করছেন ৷ তাঁর মত, "এই পঞ্জিকার তালিকা ধরেই NRC চালু করবে কেন্দ্রীয় সরকার ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি NRC নিয়ে আপত্তি থাকে তাহলে এই জাতীয় জনসংখ্যা পঞ্জিকরণ নিয়ে বিরোধ নেই কেন ৷ " তিনি আরও বলেন," আর কেন তিনি এই রাজ্যে ডিটেনশন ক্যাম্প বানাতে দিচ্ছেন । এটা ঠিক কাজ হচ্ছে না । "

পাশাপাশি এই রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা বলা হলে তিনি বলেন, "পশ্চিমবঙ্গ এই মুহূর্তে শিশু হারিয়ে যাওয়া ও মহিলাদের উপরে অ্যাসিড আক্রমণের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে । যেখানে সারা দেশে কনভিকশন রেট ২৪.৫০% , সেখানে এই রাজ্যে মাত্র ৩.২০% । এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা ৷ তারপরও এই অবস্থা লজ্জার । "

কী বললেন বৃন্দা ?

অন্যদিকে, সংসদে অমিত শাহের শান্ত কাশ্মীরের পরিস্থিতির দাবিও ওড়ালেন CPI(M) নেত্রী বৃন্দা কারাত । কাশ্মীরের স্বাভাবিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যকে খারিজ করেন তিনি । তাঁর দাবি, " যদি কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হতো তাহলে কেন এখনও সেখানে টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ ? সেখানে এখনও স্কুল কলেজের পঠনপাঠন বন্ধ রয়েছে । সেখানে এখনও রাস্তার ধারে অস্ত্র হাতে সামরিক বাহিনীকে পাহারা দিতে হচ্ছে , দোকানপাট বন্ধ করে রাখা হয়েছে । অমিত শাহের মতে এটা স্বাভাবিক পরিস্থিতি হলে ভারতের সংবিধান স্বাভাবিক পরিস্থিতিতে নেই ৷ "

হাওড়া, 22 নভেম্বর : NRC ইশুতে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসযোগ্য নন ৷ আজ হাওড়ার বালিতে গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্মেলনে এসে এই ভাষাতেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন CPI(M) পলিটব্যুরো সদস্যা বৃন্দা কারাত ৷ তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দু'মুখো রাজনীতি করছেন ৷ জাতীয় জনসংখ্যা পঞ্জিকরণ নিয়ে মমতা কোনও কথা বলছেন না বরং তাকে সমর্থন করছেন অন্যদিকে NRC-র বিরোধিতা করছেন ৷ তাঁর মত, "এই পঞ্জিকার তালিকা ধরেই NRC চালু করবে কেন্দ্রীয় সরকার ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি NRC নিয়ে আপত্তি থাকে তাহলে এই জাতীয় জনসংখ্যা পঞ্জিকরণ নিয়ে বিরোধ নেই কেন ৷ " তিনি আরও বলেন," আর কেন তিনি এই রাজ্যে ডিটেনশন ক্যাম্প বানাতে দিচ্ছেন । এটা ঠিক কাজ হচ্ছে না । "

পাশাপাশি এই রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা বলা হলে তিনি বলেন, "পশ্চিমবঙ্গ এই মুহূর্তে শিশু হারিয়ে যাওয়া ও মহিলাদের উপরে অ্যাসিড আক্রমণের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে । যেখানে সারা দেশে কনভিকশন রেট ২৪.৫০% , সেখানে এই রাজ্যে মাত্র ৩.২০% । এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা ৷ তারপরও এই অবস্থা লজ্জার । "

কী বললেন বৃন্দা ?

অন্যদিকে, সংসদে অমিত শাহের শান্ত কাশ্মীরের পরিস্থিতির দাবিও ওড়ালেন CPI(M) নেত্রী বৃন্দা কারাত । কাশ্মীরের স্বাভাবিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যকে খারিজ করেন তিনি । তাঁর দাবি, " যদি কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হতো তাহলে কেন এখনও সেখানে টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ ? সেখানে এখনও স্কুল কলেজের পঠনপাঠন বন্ধ রয়েছে । সেখানে এখনও রাস্তার ধারে অস্ত্র হাতে সামরিক বাহিনীকে পাহারা দিতে হচ্ছে , দোকানপাট বন্ধ করে রাখা হয়েছে । অমিত শাহের মতে এটা স্বাভাবিক পরিস্থিতি হলে ভারতের সংবিধান স্বাভাবিক পরিস্থিতিতে নেই ৷ "

Intro:আজ হাওড়ার বালিতে গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্মেলনে এসে এইভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী কে বিঁধলেন সিপিএম পলিটব্যুরোর সদস্যা বৃন্দা কারাট।
তিনি দাবি করেন মমতা ব্যানার্জী দুমুখো রাজনীতি করছেন রাজ্যে। তিনি বলেন জাতীয় জনসংখ্যা পন্জিকরণ নিয়ে মমতা কোনো কথা বলছেন না বরং তাকে সমর্থন করছেন। আর তার দাবি এই পন্জিকরণ এর কাজটাই সমস্যার শুরু। এই পঞ্জিকাকরণেই প্রথম চিহ্নিত করতে চাইছে কেন্দ্রীয় সরকার তারা যাকে সন্দেহ করছেন। তারপরে এই পঞ্জিকার তালিকা ধরেই এন আর সি তারা চালু করবেন। যদি মমতা ব্যানার্জীর এন আর সি নিয়ে আপত্তি থাকে তাহলে কেন তিনি যেন পি আর নিয়ে বিরোধ দেখছেন না। Body:আর কেন তিনি এই রাজ্যে ডিটেনশন ক্যাম্প বানাতে দিচ্ছেন। এটা ঠিক কাজ হচ্ছে না বলেই তিনি দাবি করেন। পাশাপাশি এই রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা বলতে বলেন পশ্চিমবঙ্গ এই মুহূর্তে এগিয়ে রয়েছে শিশু হারিয়ে যাওয়া ও মহিলাদের উপরে আসিড আক্রমণের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে। যেখানে সারা দেশে কোনভিকশান রেট ২৪.৫০% কিন্তু এখানে ৩.২০%। এটা আমাদের কাছে লজ্জার।
অপরদিকে সংসদে অমিত শাহের শান্ত কাশ্মীরের পরিস্থিতির দাবিও ওড়ালেন সিপিএম নেত্রী বৃন্দা করাট। কাশ্মীরের স্বাভাবিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যকে খারিজ করেন। তিনি দাবি করেন সামান্য নেই কাশ্মীরের পরিস্থিতি। তিনি প্রশ্ন তোলেন যদি কাশ্মীরের পরিস্থিতি অমিত শাহের দাবি মতো স্বাভাবিক হতো তাহলে কেন এখনো সেখানে টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। তিনি আরো প্রশ্ন তোলেন কেন সেখানে স্কুল কলেজের পঠনপাঠন বন্ধ রয়েছে। তিনি দাবি করেন যেখানে রাস্তার কোনায় কোনায় অস্ত্র হাতে সামরিক বাহিনীকে পাহারা দিতে হয়, যেখানে দোকান পাঠ বন্ধ করে রাখা হয়েছে। অমিত শাহের এই স্বাভাবিক পরিস্থিতি ভারতের সংবিধানের স্বাভাবিক পরিস্থিতি নয় বলেই তিনি দাবি করেন। তিনি অমিত শাহ কে এই ধরণের ভাষণ সংসদে দেওয়ার জন্য আজকে ভৎসনা করে বলেন ওনার লজ্জা হওয়া উচিত।Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.