ETV Bharat / state

কাটমানির টাকা রয়েছে ? প্রশ্ন শুনে মুকুল বললেন, "তদন্তে রাজি"

গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে নুসরত রথ টানেন । আজ তা নিয়ে মমতা ব্যানার্জিকে আক্রমণ করলেন মুকুল রায় । বললেন, "আমিও হজে যেতে চাই । ব্যবস্থা করে দিন ।"

বেলুড়ে মুকুল রায়
author img

By

Published : Jul 5, 2019, 9:18 PM IST

Updated : Jul 5, 2019, 9:49 PM IST

বেলুড়, 5 জুলাই : "আমি হজ করতে চাই । মমতা ব্যানার্জি ব্যবস্থা করে দিন ।" আজ বেলুড় মঠ থেকে বেরিয়ে এই আবেদন করেন BJP নেতা মুকুল রায় ।

গতকাল ইস্কনের রথযাত্রা অনুষ্ঠানে যান বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান । সেখানে রথে চড়ে আরতি করেন তিনি । উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ সেই প্রসঙ্গেই মমতাকে কটাক্ষ করেন মুকুল । বলেন, "আমি আজ মমতা ব্যানার্জির কাছে আবেদন করছি, গতকাল রথে নুসরত দড়ি টেনেছেন, আমি আমার ধর্ম রেখে হজ করতে চাই । মমতা ব্যানার্জি ব্যবস্থা করে দিক । উনি নুসরতকে দিয়ে রথ টানাতে পারেন । তাহলে আমার হজের ব্যবস্থা করে দিক । পারবেন ব্যবস্থা করতে ? তাহলে অন্যের ধর্মে আঘাত করছেন আপনি ।"

জনসভায় মমতা ব্যানার্জি কাটমানি নিয়ে দলের কর্মীদের বিরুদ্ধে সরব হন । টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশও দেন তিনি । কিন্তু তারপর থেকেই বিরোধীরা তাঁর বিরুদ্ধে সরব হন । বিরোধীদের দাবি, কাটমানির বেশিরভাগ টাকাই রয়েছে খোদ তৃণমূল সুপ্রিমোর কাছে । আজ সেই একই অভিযোগ তুললেন মুকুল রায় । তিনি বলেন, "দুর্নীতি নামে উপর থেকে । নিচ থেকে যায় না । মমতা জনসভায় ও প্রশাসনিক বৈঠকে দলের কর্মীদের 25 শতাংশ নিজেদের জন্য রেখে 75 শতাংশ দলকে দিতে বলেছে । তা দলের মালিক কে ? দলের মালিক তো মমতা ব্যানার্জি । তাহলে 75 শতাংশ টাকা তো মমতা ব্যানার্জির কাছেই আছে । উনি বলুন যে এই টাকা কীভাবে ফেরত দেবেন । কাটমানি তো উনি নিয়েছেন । তাই এটা তো তাঁকেই জবাব দিতে হবে ।"

দলের জন্মলগ্ন থেকেই তৃণমূলে মুকুল রায় । বলা যেতে পারে, তৃণমূলের জন্মই দিয়েছেন তিনি । তাহলে কি কাটমানির টাকা তাঁর কাছেও রয়েছে ? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, "যেকোনও তদন্তে আমি মুখোমুখি হতে রাজি । মমতা ব্যানার্জি রাজি হন । আমার কাছে কোনও ঢাক ঢাক গুড় গুড় নেই । 2011 ও 2012-তে আমি ক্ষমতায় ছিলাম । 2013 থেকে মমতা ব্যানার্জির সঙ্গে আমার বিরোধ শুরু হয়েছে । তাই বলার জন্য আমাকে বলতেই পারে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এদিকে, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তিনের প্রস্তাবে সায় দেয়নি কেন্দ্র । এনিয়ে রাজ্যের নিশানায় কেন্দ্রীয় সরকার । যদিও মুকুল বলেন, "আমরা বাংলার বিরোধিতা করছি না । এটা একটা ষড়যন্ত্র । বাংলা হচ্ছে বঙ্গদেশ । নাম পরিবর্তন করে ভাবছে ওই দেশের সঙ্গে মিশে যাবে ।"

বেলুড়, 5 জুলাই : "আমি হজ করতে চাই । মমতা ব্যানার্জি ব্যবস্থা করে দিন ।" আজ বেলুড় মঠ থেকে বেরিয়ে এই আবেদন করেন BJP নেতা মুকুল রায় ।

গতকাল ইস্কনের রথযাত্রা অনুষ্ঠানে যান বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান । সেখানে রথে চড়ে আরতি করেন তিনি । উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ সেই প্রসঙ্গেই মমতাকে কটাক্ষ করেন মুকুল । বলেন, "আমি আজ মমতা ব্যানার্জির কাছে আবেদন করছি, গতকাল রথে নুসরত দড়ি টেনেছেন, আমি আমার ধর্ম রেখে হজ করতে চাই । মমতা ব্যানার্জি ব্যবস্থা করে দিক । উনি নুসরতকে দিয়ে রথ টানাতে পারেন । তাহলে আমার হজের ব্যবস্থা করে দিক । পারবেন ব্যবস্থা করতে ? তাহলে অন্যের ধর্মে আঘাত করছেন আপনি ।"

জনসভায় মমতা ব্যানার্জি কাটমানি নিয়ে দলের কর্মীদের বিরুদ্ধে সরব হন । টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশও দেন তিনি । কিন্তু তারপর থেকেই বিরোধীরা তাঁর বিরুদ্ধে সরব হন । বিরোধীদের দাবি, কাটমানির বেশিরভাগ টাকাই রয়েছে খোদ তৃণমূল সুপ্রিমোর কাছে । আজ সেই একই অভিযোগ তুললেন মুকুল রায় । তিনি বলেন, "দুর্নীতি নামে উপর থেকে । নিচ থেকে যায় না । মমতা জনসভায় ও প্রশাসনিক বৈঠকে দলের কর্মীদের 25 শতাংশ নিজেদের জন্য রেখে 75 শতাংশ দলকে দিতে বলেছে । তা দলের মালিক কে ? দলের মালিক তো মমতা ব্যানার্জি । তাহলে 75 শতাংশ টাকা তো মমতা ব্যানার্জির কাছেই আছে । উনি বলুন যে এই টাকা কীভাবে ফেরত দেবেন । কাটমানি তো উনি নিয়েছেন । তাই এটা তো তাঁকেই জবাব দিতে হবে ।"

দলের জন্মলগ্ন থেকেই তৃণমূলে মুকুল রায় । বলা যেতে পারে, তৃণমূলের জন্মই দিয়েছেন তিনি । তাহলে কি কাটমানির টাকা তাঁর কাছেও রয়েছে ? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, "যেকোনও তদন্তে আমি মুখোমুখি হতে রাজি । মমতা ব্যানার্জি রাজি হন । আমার কাছে কোনও ঢাক ঢাক গুড় গুড় নেই । 2011 ও 2012-তে আমি ক্ষমতায় ছিলাম । 2013 থেকে মমতা ব্যানার্জির সঙ্গে আমার বিরোধ শুরু হয়েছে । তাই বলার জন্য আমাকে বলতেই পারে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এদিকে, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তিনের প্রস্তাবে সায় দেয়নি কেন্দ্র । এনিয়ে রাজ্যের নিশানায় কেন্দ্রীয় সরকার । যদিও মুকুল বলেন, "আমরা বাংলার বিরোধিতা করছি না । এটা একটা ষড়যন্ত্র । বাংলা হচ্ছে বঙ্গদেশ । নাম পরিবর্তন করে ভাবছে ওই দেশের সঙ্গে মিশে যাবে ।"

Intro:05-07-19

সুজয় ঘোষ, কলকাতা



কলকাতাঃ" এই বাজেট জনমুখি বাজেট। ভারতবর্ষের মানুষের বাজেট। এই বাজেট ভারতবর্ষ কে নতূন দিশা দেখাবে। বাজেট নিয়ে তৃণমূল কী জানাচ্ছে সেটা নিয়ে আমর কোনও আগ্রহ নেই। আমি এটুকু বুঝি ২০২২ সালের মধ্যে সবার সবার জন্য বাড়ি হবে, বিদ্যুৎ হবে,জল হবে চাষিদের আয় দ্বিগুন হবে। আজ কেন্দ্রীয় বাজেট নিয়ে মন্তব্য মুকুল রায়।

বাজেট নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়ার পালটা আজ মুকুল রায় বলেন, " বাজেট টা ফেব্রুয়ারি মাসে হয়েছিলও। এই অভিযোগই করেছিলও তৃণমূল কংগ্রেস। সেটা একটা স্বপ্ন দেখানো বাজেট। ভারতবর্ষের মানুষ বল্লো আমরা এই স্বপ্নই দেখবো। আমরা তোমার কথা শুনবো না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রধানমন্ত্রী দেখতে চাই না। তাই তার বিরুদ্ধে রায় দিয়েছে। তৃণমূল সাংসদ ডেরেক বলতে থাক আর বিজেপি এগোতে থাক।



রেলে বেসরকারি করণ ইশুতে মুকুল রায় বলেন, " এটা এখন শুধু ভারতবর্ষ নয়। এটা এখন পৃথিবীর বর্তমান পরিকল্পনা। এখন আর ভরতুকি দিয়ে কোনও কিছু চলে না। এখন বর্তমান পরিকল্পনা হল যৌথ উদ্যোগ। সেই যৌথ প্রকল্পে সরকারও থাকবে। বাইরের লোকও থাকবে। সবাই মিলেই কাজ হবে"Body:কপিConclusion:
Last Updated : Jul 5, 2019, 9:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.