হাওড়া, 19 অগাস্ট : রাজ্যে পার্শ্ব শিক্ষকরা যখন আন্দোলন-প্রতিবাদের ঝড় তুলছেন তখনই গেস্ট লেকচারার, হোল টাইম কন্ট্র্যাক্টচুয়াল টিচার ও পার্ট টাইম টিচারদের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী । আজ হাওড়া জেলার পর্যালোচনা বৈঠকে তিনি এই তিন শ্রেণির টিচারদের এক ছাতার তলায় নিয়ে আসার কথা ঘোষণা করেন । বলেন, "এবার থেকে হোল টাইম কন্ট্র্যাক্টচুয়াল টিচার, পার্ট টাইম টিচার ও গেস্ট লেকচারারদের ডেজ়িগনেশন পরিবর্তন করা হচ্ছে । আজ থেকে তাঁরা স্টেট এডেড কলেজ টিচার বলে পরিচিত হবেন ।"
বৈঠকের শুরুতে পার্শ্ব শিক্ষকদের আন্দোলন বন্ধ করার হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, " কথায় কথায় আন্দোলন মানব না ।" অন্যদিকে, কলেজ শিক্ষকদের জন্য এই সুখবর দেন । স্টেট এডেড কলেজ টিচারের আওতায় আসার সুবিধা বুঝিয়ে তিনি বলেন, "এতে যেমন শিক্ষকরা চাকরি ক্ষেত্রে সম্মান পাবেন তেমনই পাবেন ভবিষ্যতের সুরক্ষা । এ ছাড়াও বেশ কিছু অতিরিক্ত সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন তাঁরা । বিশেষত এতদিন পর্যন্ত তাঁরা ব্যাঙ্ক লোন পেতেন না, কিন্তু এক্ষেত্রে তাঁরা সেই সুবিধা পাবেন । 60 বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা । এমন কী রেগুলার টিচারদের মতো নিয়মিত বদলির সুযোগও থাকবে ।"
তবে, কিছু নিয়ম এক্ষেত্রে প্রযোজ্য । যেমন, UGC প্রেসক্রাইবড কোয়ালিফাইড ও UGC প্রেসক্রাইবড নন কোয়ালিফাইডদের জন্য আলাদা দু'টি ক্যাটেগরি করা হচ্ছে । UGC প্রেসক্রাইবড কোয়ালিফাইডরা ক্যাটেগরি 1 -এ থাকবেন । এবং UGC প্রেসক্রাইবড নন কোয়ালিফাইডরা ক্যাটেগরি 2 -তে । এই স্টেট এডেড কলেজ টিচার ক্যাটেগরি 1-এর ক্ষেত্রে যারা দশ বছরের ঊর্ধ্বে কাজ করছেন তাঁরা 30 হাজার টাকা করে পাবেন এবং এই ক্যাটেগরিতে যারা দশ বছরের কম রয়েছেন তাঁরা 26 হাজার টাকা করে পাবেন । অন্যদিকে, স্টেট এডেড কলেজ টিচার ক্যাটেগরি 2-এর ক্ষেত্রে যারা দশ বছরের ঊর্ধ্বে কাজ করছেন তাঁরা 20 হাজার টাকা এবং দশ বছরের কম হলে 15 হাজার টাকা বেতন পাবেন । তবে দু'টি ক্যাটেগরির মধ্যে যারা 30 হাজার টাকার ঊর্ধে বেতন তাঁদের পে প্রোটেকশন দেবে সরকার । পাশাপাশি রেমুনারেশন প্রত্যেক বছর 3 শতাংশ হারে বাড়বে ।
শেষে তিনি আরও বলেন, "স্বাস্থ্যসাথী লিভ দেওয়া নিয়ে আলোচনা চলছে প্রশাসনিক স্তরে । উল্লেখ্য হোল টাইম কন্ট্র্যাক্টচুয়াল পার্ট-টাইম ও গেস্ট লেকচারারদের এতদিন কলেজগুলি নিজেদের প্রয়োজনমতো নিয়োগ করত সে ক্ষেত্রে উচ্চশিক্ষা দপ্তর এর অনুমতি লাগত না । কিন্তু এবার থেকে উচ্চশিক্ষা দপ্তরের অনুমোদন ছাড়া কাউকে নিয়োগ করা যাবে না । আর এই টিচাররা সরকার নির্ধারিত ক্লাস নেবেন ।"