ETV Bharat / state

উলুবেড়িয়াতে চায়ের দোকানে ঢুকল লরি, মৃত 1 - Deadbody

গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি চায়ের দোকানে ঢুকে যায় ৷ মৃত্যু হয় এক ব্যক্তির ৷

মৃত
author img

By

Published : Jul 20, 2019, 2:42 PM IST

উলুবেড়িয়া, 20 জুলাই : উলুবেড়িয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই লরি ঢুকে পড়ে ৷ ঘটনায় মৃত্যু হয় একজনের ৷ তাঁর নাম শেখ মইনু ৷ পুলিশ ঘাতক লরিটি আটক করেছে ৷ চালক পলাতক ৷

গতরাতে 6 নম্বর জাতীয় সড়কে কোলাঘাট থেকে কলকাতার দিকে লরিটি যাচ্ছিল । উলুবেড়িয়ার পীরতলার কাছে অন্য একটি লরি কলকাতা লেনে ঢুকে পড়ে ৷ এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে গ্যাস সিলিন্ডার বোঝাই লরিটি ৷

সেই সময় দোকানের চাতালে এক ব্যক্তি শুয়েছিলেন ৷ তাঁকে পিষে দেয় লরিটি ৷ ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় ৷

উলুবেড়িয়া, 20 জুলাই : উলুবেড়িয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই লরি ঢুকে পড়ে ৷ ঘটনায় মৃত্যু হয় একজনের ৷ তাঁর নাম শেখ মইনু ৷ পুলিশ ঘাতক লরিটি আটক করেছে ৷ চালক পলাতক ৷

গতরাতে 6 নম্বর জাতীয় সড়কে কোলাঘাট থেকে কলকাতার দিকে লরিটি যাচ্ছিল । উলুবেড়িয়ার পীরতলার কাছে অন্য একটি লরি কলকাতা লেনে ঢুকে পড়ে ৷ এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে গ্যাস সিলিন্ডার বোঝাই লরিটি ৷

সেই সময় দোকানের চাতালে এক ব্যক্তি শুয়েছিলেন ৷ তাঁকে পিষে দেয় লরিটি ৷ ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় ৷

Intro:নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকলো লরি মৃত এক

ঘটনাটি ঘটেছে গভীর রাতে উলুবেড়িয়া থানার পির তলাতে 6 নম্বর জাতীয় সড়কের উপর ।জানা যায় 6 নম্বর জাতীয় সড়ক ধরে কোলাঘাট কলকাতা লেন ধরে আসছিল একটি গ্যাস সিলিন্ডার ভর্তি লরী । পির তলার কাছে আসা মাত্রই তার সামনে হঠাৎই একটি লরি কাট আউট দিয়ে বাঁকার জন্য ওই লেনে ঢুকে পড়ে তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গ্যাস গাড়িটি । নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে থাকা একটি চায়ের দোকানে লরিটি হুরমুড়িয়ে ঢুকে পড়ে। সেই চায়ের দোকানের সামনে চাতালে শেখ মইনু নামের এক ব্যক্তি শুয়ে ছিলেন গাড়িটি তার উপর দিয়ে চলে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ওই ব্যক্তির বাড়ি পীরতলাতে বলেই জানা গেছে। লরিটির চালক পলাতক। পুলিশ লরিটি আটক করেছে।Body:HConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.