ETV Bharat / state

Nursing Home Vandalisation: ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বেসরকারি হাসপাতালে তাণ্ডব আত্মীয়-পরিজনদের - patient died due to wrong treatment

মঙ্গলবার হাওড়ার জগৎবল্লভপুরের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এক রোগীর ৷ চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে ৷ এই অভিযোগে বেসরকারি হাসপাতালটিতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল এলাকাবাসীর বিরুদ্ধে ৷ মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করল এলাকাবাসী।

Nursing Home
বেসরকারি হাসপাতাল ভাঙচুর
author img

By

Published : May 10, 2023, 2:38 PM IST

হাওড়ায় ভুল চিকিৎসার অভিযোগ রোগীর মৃত্যুতে বেসরকারি হাসপাতালে তাণ্ডব

হাওড়া, 10 মে: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ৷ বুধবার সকালে এসএসকেএম হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় গ্রামে ৷ এরপর গ্রামবাসী ফের মৃতদেহ নিয়ে বেসরকারি হাসপাতালের সামনে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ অবরোধ হয় হাওড়া আমতা রোড ৷ ঘটনাটি হাওড়ার জগৎবল্লভপুর এলাকার ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ ৷ মৃতের পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসায় রোগী মৃত্যু হয়েছে ৷ ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে হাওড়ার জগৎবল্লভপুরের একটি নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালায় রোগীর আত্মীয়-পরিজনেরা ৷

এই ঘটনায় মঙ্গলবার রাত থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে ৷ রাতের পর বুধবার সকালে মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ হয় ৷ হামলা চলে নার্সিংহোমে ৷ হাওড়া-আমতা রোড অবরোধ করেন স্থানীয় মানুষ ৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার টিউমার অস্ত্রোপচারের জন্য প্রতিমা পাঁজা বেসরকারি হাসপাতালটিতে ভরতি হন ৷ পরিবারের দাবি, অস্ত্রোপচারের সময়ই মৃত্যু হয় ওই মহিলার ৷

রোগীর পরিবারের অভিযোগ, ওই বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর তাঁর অবস্থার অবনতি হয় ৷ বিকেলে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করার কথা জানায় ৷ এসএসকেএম হাসপাতালে ভরতির পর রাতেই মৃত্যু হয় প্রতিমা পাঁজার ৷ মৃত্যুর খবর চাউর হতে রোগীর আত্মীয় এবং গ্রামবাসীরা ওই নার্সিংহোমে চড়াও হয় ৷ ব্যাপক ভাঙচুর চালানো হয় ৷ কম্পিউটার, টেবিল, চেয়ার, চিকিৎসার যন্ত্রপাতি এবং বাইকে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ ৷

বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার গাফিলতির কথা অস্বীকার করেছে ৷ তাঁরা জানিয়েছে, কোথাও কোনও গাফিলতি হয়নি ৷ রোগীর অবস্থা খারাপ ছিল বলে তাঁকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয় ৷ তাও পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ৷ রোগীর পরিবারের এক সদস্য বলেন, "আমরা প্রথম থেকেই বলছিলাম, কী হয়েছে সেটা আমাদের জানানো হোক ৷ যখন জানানো হল তখন সব শেষ হয়ে গিয়েছে ৷ এমন কোনও জটিল পরিস্থিতি ছিল না ।" খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ ৷

আরও পড়ুন: রোগী মৃত্যুকে ঘিরে ভাঙচুর আসানসোল জেলা হাসপাতালে

হাওড়ায় ভুল চিকিৎসার অভিযোগ রোগীর মৃত্যুতে বেসরকারি হাসপাতালে তাণ্ডব

হাওড়া, 10 মে: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ৷ বুধবার সকালে এসএসকেএম হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় গ্রামে ৷ এরপর গ্রামবাসী ফের মৃতদেহ নিয়ে বেসরকারি হাসপাতালের সামনে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ অবরোধ হয় হাওড়া আমতা রোড ৷ ঘটনাটি হাওড়ার জগৎবল্লভপুর এলাকার ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ ৷ মৃতের পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসায় রোগী মৃত্যু হয়েছে ৷ ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে হাওড়ার জগৎবল্লভপুরের একটি নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালায় রোগীর আত্মীয়-পরিজনেরা ৷

এই ঘটনায় মঙ্গলবার রাত থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে ৷ রাতের পর বুধবার সকালে মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ হয় ৷ হামলা চলে নার্সিংহোমে ৷ হাওড়া-আমতা রোড অবরোধ করেন স্থানীয় মানুষ ৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার টিউমার অস্ত্রোপচারের জন্য প্রতিমা পাঁজা বেসরকারি হাসপাতালটিতে ভরতি হন ৷ পরিবারের দাবি, অস্ত্রোপচারের সময়ই মৃত্যু হয় ওই মহিলার ৷

রোগীর পরিবারের অভিযোগ, ওই বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর তাঁর অবস্থার অবনতি হয় ৷ বিকেলে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করার কথা জানায় ৷ এসএসকেএম হাসপাতালে ভরতির পর রাতেই মৃত্যু হয় প্রতিমা পাঁজার ৷ মৃত্যুর খবর চাউর হতে রোগীর আত্মীয় এবং গ্রামবাসীরা ওই নার্সিংহোমে চড়াও হয় ৷ ব্যাপক ভাঙচুর চালানো হয় ৷ কম্পিউটার, টেবিল, চেয়ার, চিকিৎসার যন্ত্রপাতি এবং বাইকে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ ৷

বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার গাফিলতির কথা অস্বীকার করেছে ৷ তাঁরা জানিয়েছে, কোথাও কোনও গাফিলতি হয়নি ৷ রোগীর অবস্থা খারাপ ছিল বলে তাঁকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয় ৷ তাও পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ৷ রোগীর পরিবারের এক সদস্য বলেন, "আমরা প্রথম থেকেই বলছিলাম, কী হয়েছে সেটা আমাদের জানানো হোক ৷ যখন জানানো হল তখন সব শেষ হয়ে গিয়েছে ৷ এমন কোনও জটিল পরিস্থিতি ছিল না ।" খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ ৷

আরও পড়ুন: রোগী মৃত্যুকে ঘিরে ভাঙচুর আসানসোল জেলা হাসপাতালে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.