ETV Bharat / state

হাওড়ায় চাকরির নামে প্রতারণার অভিযোগ স্থানীয় BJP নেতার বিরুদ্ধে - 6 and 1.2 lakh

সমস্ত অভিযোগ অস্বীকার করে ওই স্থানীয় BJP নেতা বলেন, "আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন । এটা রাজনৈতিক চক্রান্ত । আমি কোনও টাকা নিইনি । শাসকদলের মদতে ওই পরিবার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে । আমি সদ্য তৃণমূল ছেড়ে BJP-তে এসেছি । তারপরই ওই পরিবার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন ।"

অয়ন ব্যানার্জি ও শুভ্রা চ্যাটার্জি
author img

By

Published : Jul 15, 2019, 9:42 PM IST

হাওড়া, 15 জুলাই : সাড়ে ছ'য় লাখ টাকা প্রতারণার অভিযোগ উঠল স্থানীয় BJP নেতার বিরুদ্ধে । অভিযুক্তের নাম অলোক গুপ্তা । ঘটনাটি হাওড়ার শিবপুরের বলাই মিস্ত্রি লেনের । যদিও অভিযোগ অস্বীকার করেছেন অলোকবাবু ।

হোমিওপ্যাথি চিকিৎসক অয়ন ব্যানার্জিকে সরকারি চাকরি দেওয়া ও তাঁর ছেলেকে স্কুলে ভরতি করে দেওয়ার কথা বলেছিলেন অলোকবাবুকে । অভিযোগ, এই আশ্বাস দিয়েই অলোকবাবু অয়নবাবুর কাছ থেকে সাড়ে ছ'য় লাখ টাকা নেন । কিন্তু অলোকবাবু সেই কথা রাখেননি । উলটে তিনি টাকা নেওয়ার কথা অস্বীকারও করেন ।

অয়নবাবু বলেন, "আমার সঙ্গে প্রতারণা করেছেন অলোক গুপ্তা ও তাঁর ছেলে অরিজিৎ গুপ্তা । আমাকে বলা হয়েছিল রেলে চাকরি করে দেওয়া হবে । পাশাপাশি বলেছিলেন আমার ছেলেকে স্কুলে ভরতি করে দেবেন । এই কারণে তিনি সাড়ে ছ'য় লাখ টাকা নিয়েছিলেন আমার কাছ থেকে । কিন্তু সেই টাকার কথা অস্বীকার করছেন অলোকবাবু । টাকা ফিরিয়ে দিতে বললে আমাকে ও আমার স্ত্রীকে হুমকি দিচ্ছেন তিনি ।"

অয়নবাবুর স্ত্রী শুভ্রা চ্যাটার্জি বলেন, "আমার স্বামীর সঙ্গে প্রতারণা করেছেন অলোকবাবু । বলেছিলেন, রেলে চাকরি করে দেবেন ও আমার ছেলেকে স্কুলে ভরতি দেবেন । কিন্তু তা তিনি করেননি । আমাদের কাছ থেকে তিনি প্রতিশ্রুতি দিয়ে সাড়ে ছ'য় লাখ টাকা নিয়েছিলেন । সেই টাকা ফেরত চাইতে গেলে আমাদের উনি হুমকি দিচ্ছেন । আমাকে বলা হচ্ছে, বেশি ডানা ঝটকালে ডানা কেটে দেব । এইভাবে আমাদের হুমকি দেওয়ায় আমরা খুবই আতঙ্কে আছি । আমরা থানায় অভিযোগ দায়ের করেছি । তবে পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না ।"

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে অলোকবাবু বলেন, "আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন । এটা রাজনৈতিক চক্রান্ত । আমি কোনও টাকা নিইনি । শাসকদলের মদতে ওই পরিবার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে । আমি সদ্য তৃণমূল ছেড়ে BJP-তে এসেছি । তারপরই ওই পরিবার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন ।"

হাওড়া, 15 জুলাই : সাড়ে ছ'য় লাখ টাকা প্রতারণার অভিযোগ উঠল স্থানীয় BJP নেতার বিরুদ্ধে । অভিযুক্তের নাম অলোক গুপ্তা । ঘটনাটি হাওড়ার শিবপুরের বলাই মিস্ত্রি লেনের । যদিও অভিযোগ অস্বীকার করেছেন অলোকবাবু ।

হোমিওপ্যাথি চিকিৎসক অয়ন ব্যানার্জিকে সরকারি চাকরি দেওয়া ও তাঁর ছেলেকে স্কুলে ভরতি করে দেওয়ার কথা বলেছিলেন অলোকবাবুকে । অভিযোগ, এই আশ্বাস দিয়েই অলোকবাবু অয়নবাবুর কাছ থেকে সাড়ে ছ'য় লাখ টাকা নেন । কিন্তু অলোকবাবু সেই কথা রাখেননি । উলটে তিনি টাকা নেওয়ার কথা অস্বীকারও করেন ।

অয়নবাবু বলেন, "আমার সঙ্গে প্রতারণা করেছেন অলোক গুপ্তা ও তাঁর ছেলে অরিজিৎ গুপ্তা । আমাকে বলা হয়েছিল রেলে চাকরি করে দেওয়া হবে । পাশাপাশি বলেছিলেন আমার ছেলেকে স্কুলে ভরতি করে দেবেন । এই কারণে তিনি সাড়ে ছ'য় লাখ টাকা নিয়েছিলেন আমার কাছ থেকে । কিন্তু সেই টাকার কথা অস্বীকার করছেন অলোকবাবু । টাকা ফিরিয়ে দিতে বললে আমাকে ও আমার স্ত্রীকে হুমকি দিচ্ছেন তিনি ।"

অয়নবাবুর স্ত্রী শুভ্রা চ্যাটার্জি বলেন, "আমার স্বামীর সঙ্গে প্রতারণা করেছেন অলোকবাবু । বলেছিলেন, রেলে চাকরি করে দেবেন ও আমার ছেলেকে স্কুলে ভরতি দেবেন । কিন্তু তা তিনি করেননি । আমাদের কাছ থেকে তিনি প্রতিশ্রুতি দিয়ে সাড়ে ছ'য় লাখ টাকা নিয়েছিলেন । সেই টাকা ফেরত চাইতে গেলে আমাদের উনি হুমকি দিচ্ছেন । আমাকে বলা হচ্ছে, বেশি ডানা ঝটকালে ডানা কেটে দেব । এইভাবে আমাদের হুমকি দেওয়ায় আমরা খুবই আতঙ্কে আছি । আমরা থানায় অভিযোগ দায়ের করেছি । তবে পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না ।"

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে অলোকবাবু বলেন, "আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন । এটা রাজনৈতিক চক্রান্ত । আমি কোনও টাকা নিইনি । শাসকদলের মদতে ওই পরিবার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে । আমি সদ্য তৃণমূল ছেড়ে BJP-তে এসেছি । তারপরই ওই পরিবার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন ।"

Intro:হোমিওপ্যাথি এক চিকিৎসককে সরকারী চাকরী পাইয়ে দেওয়া ও তার ছেলেকে ভালো স্কুলে ভরতি করানোর নামে প্রতারণার অভিযোগ উঠল এক বিজেপির নেতার বিরুদ্ধে।শিবপুরের বলাই মিস্ত্রি লেনের বাসিন্দা অয়ন চ্যাটার্জি নামে ওই চিকিৎসকের থেকে সাড়ে ছয় লক্ষ টাকা নিয়েছিল বিজেপি নেতা অলোক গুপ্তা।টাকা ফেরত দেওয়া তো দূরের কথা চিকিৎসকের পরিবারকে রীতিমত হুমকি দেবার অভিযোগ উঠেছে অলোক গুপ্তার বিরুদ্ধে।শিবপুর থানায় এফ এই আর হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান অয়ন চ্যাটার্জি।Body:তিনি আরো বলেন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।তারা চান পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিক।টাকা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থা করুক পুলিশ।সদ্য তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগ দেওয়া অভিযুক্ত বিজেপি নেতা অলোক গুপ্তা জানান,তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন।এটা রাজনৈতিক চক্রান্ত।তিনি কোনো টাকা নেননি।শাসক দলের মদতে ওই পরিবার তাকে হয়রানি করার চেষ্টা করছে।Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.