ETV Bharat / state

করোনা মোকাবিলায় আইপিএল থেকে অর্জিত অর্থদান লক্ষ্মীর - মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তাঁর করোনা ত্রাণ তহবিলে 2021 এর আইপিএল থেকে অর্জিত সমস্ত অর্থ দান করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা।

লক্ষ্মীরতন শুক্লা
লক্ষ্মীরতন শুক্লা
author img

By

Published : May 7, 2021, 12:34 PM IST

কলকাতা, 7 মে : রাজ্যে করোনা মোকাবিলায় একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি রাজ্যবাসীর কাছে আবেদন করেছেন রাজ্যের ত্রাণ তহবিলে যথাসাধ্য সাহায্য করার ৷ সেই মতো রাজ্যের তরফে দুটি অ্যাকাউন্টও খোলা হয়েছে ৷ এবার সেই তহবিলে আইপিএল থেকে অর্জিত অর্থদান করলেন লক্ষ্মীরতন শুক্লা ৷

লক্ষ্মীরতন শুক্লার 40 তম জন্মদিন ছিল গতকাল অর্থাৎ 6 মে ৷ 2021 সালের আইপিএলে তিনি ধারাভাষ্য হিসাবে কাজ করেছিলেন কয়েকটি ম্যাচে ৷ সেখান থেকে অর্জিত অর্থের পুরোটাই তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন ৷ সোশ্যাল মিডিয়ায় টুইট করে এমনটাই জানালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা ৷

টুইটারে তিনি বললেন, " করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে কার্যত বিধ্বস্ত রাজ্য ৷ এই পরিস্থতিতে আইপিএল থেকে আমার অর্জিত অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলাম ৷ করোনার বিরুদ্ধে আমরা জয় করবই ৷ "

লক্ষ্মীরতনের এই সেই টুইটার পোস্ট
লক্ষ্মীর এই সেই টুইটার পোস্ট

প্রসঙ্গত, কিছু দিন আগেই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সচিন তেন্ডুলকার ও শিখর ধাওয়ান করোনা খাতে অর্থসাহায্য করেছেন ৷ এবার সেই খাতায় নাম লেখালেন লক্ষ্মীরতন শুক্লা ৷ এই বছরেও নির্ধারিত সময়ে আইপিএল হওয়ার কথা থাকলেও। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে এই বছর আইপিএল বন্ধ রাখার কথা ঘোষণা করে কর্তৃপক্ষ।

আরও পড়ুন : সোশ্যাল অ্য়াকাউন্ট হ্য়াকের অভিযোগ লক্ষ্মীর

কলকাতা, 7 মে : রাজ্যে করোনা মোকাবিলায় একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি রাজ্যবাসীর কাছে আবেদন করেছেন রাজ্যের ত্রাণ তহবিলে যথাসাধ্য সাহায্য করার ৷ সেই মতো রাজ্যের তরফে দুটি অ্যাকাউন্টও খোলা হয়েছে ৷ এবার সেই তহবিলে আইপিএল থেকে অর্জিত অর্থদান করলেন লক্ষ্মীরতন শুক্লা ৷

লক্ষ্মীরতন শুক্লার 40 তম জন্মদিন ছিল গতকাল অর্থাৎ 6 মে ৷ 2021 সালের আইপিএলে তিনি ধারাভাষ্য হিসাবে কাজ করেছিলেন কয়েকটি ম্যাচে ৷ সেখান থেকে অর্জিত অর্থের পুরোটাই তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন ৷ সোশ্যাল মিডিয়ায় টুইট করে এমনটাই জানালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা ৷

টুইটারে তিনি বললেন, " করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে কার্যত বিধ্বস্ত রাজ্য ৷ এই পরিস্থতিতে আইপিএল থেকে আমার অর্জিত অর্থ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলাম ৷ করোনার বিরুদ্ধে আমরা জয় করবই ৷ "

লক্ষ্মীরতনের এই সেই টুইটার পোস্ট
লক্ষ্মীর এই সেই টুইটার পোস্ট

প্রসঙ্গত, কিছু দিন আগেই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সচিন তেন্ডুলকার ও শিখর ধাওয়ান করোনা খাতে অর্থসাহায্য করেছেন ৷ এবার সেই খাতায় নাম লেখালেন লক্ষ্মীরতন শুক্লা ৷ এই বছরেও নির্ধারিত সময়ে আইপিএল হওয়ার কথা থাকলেও। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের কারণে এই বছর আইপিএল বন্ধ রাখার কথা ঘোষণা করে কর্তৃপক্ষ।

আরও পড়ুন : সোশ্যাল অ্য়াকাউন্ট হ্য়াকের অভিযোগ লক্ষ্মীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.