ETV Bharat / state

সোশ্যাল অ্য়াকাউন্ট হ্য়াকের অভিযোগ লক্ষ্মীর - টুইটার

টুইটার ও ফেসবুক অ্য়াকাউন্ট হ্য়াক করার অভিযোগ করলেন লক্ষ্মীরতন শুক্লা ৷ ইতিমধ্যেই এই বিষয়ে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেছেন লক্ষ্মী ৷ তারা ঘটনার তদন্ত শুরু করেছে ৷ সোমবার একটি ভিডিয়ো বার্তায় গোটা ঘটনা জানান তিনি ৷

wb_hwh_01_laxmi ratan sukla_wb10026
সোশাল অ্য়াকাউন্ট হ্য়াকের অভিযোগ লক্ষ্মীরতন শুক্লার
author img

By

Published : Apr 26, 2021, 1:41 PM IST

হাওড়া, 26 এপ্রিল : সাইবার ক্রাইমের শিকার হাওড়া উত্তরের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী ও প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা ৷ তাঁর ফেসবুক ও টুইটার অ্য়াকাউন্ট হ্য়াক করা হয়েছে বলে দাবি লক্ষ্মীরতনের ৷

সোমবার একটি ভিডিয়ো বার্তায় লক্ষ্মীরতন জানিয়েছেন, গত বৃহস্পতিবার থেকে তাঁর ফেসবুক ও টুইটার অ্য়াকাউন্ট দু’টি হ্যাক করা হয়েছে। তাই সকলকে তাঁর অনুরোধ, এই প্রোফাইল দু’টি থেকে করা যাবতীয় পোস্ট, কমেন্ট ও রিকোয়েস্ট যেন ‘‘ইগনোর’’ করা হয় ৷

লক্ষ্মীরতন শুক্লার ভিডিয়ো বার্তা ৷

লক্ষ্মীরতনের দাবি, তাঁর অ্যাকউন্টগুলি যে হ্যাক করা হয়েছে, গত বৃহস্পতিবার তা টের পান তিনি ৷ এই বিষয়ে কথা বলতে গিয়ে লক্ষীরতন জানান, অ্যাকউন্ট খুলতে গিয়েই বাধা পান তিনি ৷ বলা হয় ফেসবুকের মাধ্যমে লগ ইন করতে হবে ৷ সেই চেষ্টাও করেন তিনি। কিন্তু তার বদলে অন্য কোনও প্রোফাইল খুলে যায় ৷ তখনই লক্ষ্মী বুঝতে পারেন তাঁর প্রোফাইল হ্যাক করা হয়েছে ৷

আরও পড়ুন : সাইবার ক্রাইমের অভিযোগে দুর্গাপুর থেকে গ্রেফতার 4

লক্ষ্মীরতনের অভিযোগ, তাঁর টুইটার অ্যাকাউন্টটি এখনও কেউ নিয়ন্ত্রণ করছে ৷ ইতিমধ্যেই এই বিষয়ে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেছেন লক্ষ্মীরতন ৷ তারা ঘটনার তদন্ত শুরু করেছে ৷

হাওড়া, 26 এপ্রিল : সাইবার ক্রাইমের শিকার হাওড়া উত্তরের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী ও প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা ৷ তাঁর ফেসবুক ও টুইটার অ্য়াকাউন্ট হ্য়াক করা হয়েছে বলে দাবি লক্ষ্মীরতনের ৷

সোমবার একটি ভিডিয়ো বার্তায় লক্ষ্মীরতন জানিয়েছেন, গত বৃহস্পতিবার থেকে তাঁর ফেসবুক ও টুইটার অ্য়াকাউন্ট দু’টি হ্যাক করা হয়েছে। তাই সকলকে তাঁর অনুরোধ, এই প্রোফাইল দু’টি থেকে করা যাবতীয় পোস্ট, কমেন্ট ও রিকোয়েস্ট যেন ‘‘ইগনোর’’ করা হয় ৷

লক্ষ্মীরতন শুক্লার ভিডিয়ো বার্তা ৷

লক্ষ্মীরতনের দাবি, তাঁর অ্যাকউন্টগুলি যে হ্যাক করা হয়েছে, গত বৃহস্পতিবার তা টের পান তিনি ৷ এই বিষয়ে কথা বলতে গিয়ে লক্ষীরতন জানান, অ্যাকউন্ট খুলতে গিয়েই বাধা পান তিনি ৷ বলা হয় ফেসবুকের মাধ্যমে লগ ইন করতে হবে ৷ সেই চেষ্টাও করেন তিনি। কিন্তু তার বদলে অন্য কোনও প্রোফাইল খুলে যায় ৷ তখনই লক্ষ্মী বুঝতে পারেন তাঁর প্রোফাইল হ্যাক করা হয়েছে ৷

আরও পড়ুন : সাইবার ক্রাইমের অভিযোগে দুর্গাপুর থেকে গ্রেফতার 4

লক্ষ্মীরতনের অভিযোগ, তাঁর টুইটার অ্যাকাউন্টটি এখনও কেউ নিয়ন্ত্রণ করছে ৷ ইতিমধ্যেই এই বিষয়ে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেছেন লক্ষ্মীরতন ৷ তারা ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.