ETV Bharat / state

Gold Siezed in Howrah: হাওড়া স্টেশনে উদ্ধার লক্ষ লক্ষ টাকা-সোনার গয়না !

জুলাই মাসে একবার হাওড়া স্টেশন থেকে বিপুল মূল্যের সোনার গয়না উদ্ধার হয়েছিল ৷ তার তদন্ত শুরু করেছিল আরপিএফ ৷ এরপর ফের এক ঘটনা ৷ মঙ্গলবার হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল কয়েক লক্ষ টাকা, সঙ্গে সোনার গয়না (Cash and gold seized in Howrah Station) ।

Howrah Station
ETV Bharat
author img

By

Published : Nov 16, 2022, 6:46 AM IST

হাওড়া, 16 নভেম্বর: উদ্ধার হল নগদ 11 লক্ষ টাকা ও 3 লক্ষ টাকার সোনার গয়না । হাওড়া স্টেশন থেকে নগদ অর্থ ও গয়না উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল । আরপিএফ সূত্রে খবর, মঙ্গলবার সকাল পৌনে ন'টা নাগাদ তাদের একটি দল হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্তে নজরদারি চালাচ্ছিল । তখনই এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায় । আরপিএফ জওয়ানরা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন । ব্যাগ খুলে তল্লাশি করা হয় । তখনই তাঁর ব্যাগ থেকে বিপুল অর্থ ও কিছু সোনার জিনিস পাওয়া যায় (Lakhs recovered in Howrah Station) ৷

জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম ভিকি কুমার । তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা । উদ্ধার হওয়া নগদ ও সোনার জিনিসের নথিপত্র দেখাতে বলা হয় তাঁকে । তিনি কিছুই দেখাতে পারেননি । এরপর কলকাতার আয়কর অফিসের আধিকারিকদের খবর দেওয়া হয় । ধৃত ভিকি কুমার ও নগদ টাকা-সোনা তুলে দেওয়া হয় আধিকারিকদের হাতে ।

আরও পড়ুন: 32 কোটি টাকার 61 কেজি সোনা বাজেয়াপ্ত মুম্বই বিমানবন্দরে

উল্লেখ্য, হাওড়া স্টেশনে এভাবে সোনা ও নগদ উদ্ধারের ঘটনা নতুন নয় । গত জুলাই মাসে আড়াই কোটি টাকার বেশি অর্থমূল্যের সোনা পাওয়া গিয়েছিল এক যাত্রীর থেকে ৷ তাঁকে আটক করে রেলপুলিশ । ললিতকুমার নামে ওই ব্যক্তি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বাসিন্দা । উদ্ধার হওয়া সোনা বাজেয়াপ্ত করে আরপিএফ । ঘটনার দিন সন্ধেয় ডাউন শ্রী সত্য প্রশান্তি নিলায়ম হাওড়া এক্সপ্রেস হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে পৌঁছেছিল । তখনই ট্রলি ব্যাগ নিয়ে এক যাত্রী সন্দেহজনক ভাবে প্ল্যাটফর্ম দিয়ে বেরনোর চেষ্টা করলে তাঁকে হাতেনাতে ধরেন আরপিএফ জওয়ানরা ।

ধৃতের ব্যাগ তল্লাশি করে 5 কিলো 135 গ্রাম সোনা পাওয়া যায়, জানায় আরপিএফ । উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য 2 কোটি 62 লক্ষ 35 হাজার 500 টাকা । এছাড়াও তাঁর কাছ থেকে নগদ 47 হাজার টাকা উদ্ধার হয়েছিল ৷ সেবারও বাজেয়াপ্ত হওয়া সোনার কোনও প্রমাণপত্র দাখিল করতে না পারায় ললিতকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন আরপিএফের আধিকারিকরা । তদন্ত শুরু করে রেল পুলিশ । বিষয়টির সঙ্গে সোনা-পাচারের কোনও সম্পর্ক রয়েছে কি না, তাও খতিয়ে দেখা শুরু হয় । তারপরে ফের এই ঘটনা ।

হাওড়া, 16 নভেম্বর: উদ্ধার হল নগদ 11 লক্ষ টাকা ও 3 লক্ষ টাকার সোনার গয়না । হাওড়া স্টেশন থেকে নগদ অর্থ ও গয়না উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল । আরপিএফ সূত্রে খবর, মঙ্গলবার সকাল পৌনে ন'টা নাগাদ তাদের একটি দল হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্তে নজরদারি চালাচ্ছিল । তখনই এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায় । আরপিএফ জওয়ানরা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন । ব্যাগ খুলে তল্লাশি করা হয় । তখনই তাঁর ব্যাগ থেকে বিপুল অর্থ ও কিছু সোনার জিনিস পাওয়া যায় (Lakhs recovered in Howrah Station) ৷

জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম ভিকি কুমার । তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা । উদ্ধার হওয়া নগদ ও সোনার জিনিসের নথিপত্র দেখাতে বলা হয় তাঁকে । তিনি কিছুই দেখাতে পারেননি । এরপর কলকাতার আয়কর অফিসের আধিকারিকদের খবর দেওয়া হয় । ধৃত ভিকি কুমার ও নগদ টাকা-সোনা তুলে দেওয়া হয় আধিকারিকদের হাতে ।

আরও পড়ুন: 32 কোটি টাকার 61 কেজি সোনা বাজেয়াপ্ত মুম্বই বিমানবন্দরে

উল্লেখ্য, হাওড়া স্টেশনে এভাবে সোনা ও নগদ উদ্ধারের ঘটনা নতুন নয় । গত জুলাই মাসে আড়াই কোটি টাকার বেশি অর্থমূল্যের সোনা পাওয়া গিয়েছিল এক যাত্রীর থেকে ৷ তাঁকে আটক করে রেলপুলিশ । ললিতকুমার নামে ওই ব্যক্তি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বাসিন্দা । উদ্ধার হওয়া সোনা বাজেয়াপ্ত করে আরপিএফ । ঘটনার দিন সন্ধেয় ডাউন শ্রী সত্য প্রশান্তি নিলায়ম হাওড়া এক্সপ্রেস হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে পৌঁছেছিল । তখনই ট্রলি ব্যাগ নিয়ে এক যাত্রী সন্দেহজনক ভাবে প্ল্যাটফর্ম দিয়ে বেরনোর চেষ্টা করলে তাঁকে হাতেনাতে ধরেন আরপিএফ জওয়ানরা ।

ধৃতের ব্যাগ তল্লাশি করে 5 কিলো 135 গ্রাম সোনা পাওয়া যায়, জানায় আরপিএফ । উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য 2 কোটি 62 লক্ষ 35 হাজার 500 টাকা । এছাড়াও তাঁর কাছ থেকে নগদ 47 হাজার টাকা উদ্ধার হয়েছিল ৷ সেবারও বাজেয়াপ্ত হওয়া সোনার কোনও প্রমাণপত্র দাখিল করতে না পারায় ললিতকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন আরপিএফের আধিকারিকরা । তদন্ত শুরু করে রেল পুলিশ । বিষয়টির সঙ্গে সোনা-পাচারের কোনও সম্পর্ক রয়েছে কি না, তাও খতিয়ে দেখা শুরু হয় । তারপরে ফের এই ঘটনা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.