ETV Bharat / state

টাকার জন্য যুবতিকে খুনে অভিযুক্ত শ্বশুরবাড়ি - Hang till death'

6 মাস আগে বিয়ে হয়েছিল অনন্যা কোলে এবং সঞ্জু রায়ের ৷ অনন্যার পরিবারের অভিযোগ, দাবিমতো টাকা না পেয়ে তাদের মেয়েকে খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন ৷ মৃতের স্বামী ও শ্বশুরকে আটক করেছে শিবপুর থানার পুলিশ ৷

murder
author img

By

Published : Aug 24, 2019, 6:13 AM IST

হাওড়া, 24 অগাস্ট : বিয়ে হয়েছিল মাস ছয়েক আগে ৷ অভিযোগ, বিয়ের পর থেকে টাকার জন্য মারধর করত স্বামী ৷ আর সেই টাকা না পেয়েই যুবতিকে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৷ মৃতের নাম অনন্যা কোলে ৷ ঘটনাটি হাওড়ার শিবপুর এলাকার বোষ্টমপাড়া লেনের ।

মাস ছয়েক আগে শিবপুরের বাসিন্দা সঞ্জু রায়ের সাথে পরিবারের অমতে বিয়ে করেন সদ্য আঠারোর অনন্যা । অভিযোগ, বিয়ের এক মাস পর থেকেই শারীরিক ও মানসিক অত্যাচার শুরু হয় অনন্যার উপর । বাবারবাড়ি থেকে টাকা আনার জন্য বলা হত । না দিলে চলত অকথ্য অত্যাচার ৷ মাস তিনেক আগে শ্বশুরবাড়ি দাবি মতো পঞ্চাশ হাজার টাকাও দেয় অনন্যার পরিবার । কিন্তু তাতেও অত্যাচার থামেনি। ফের টাকা দাবি করে শ্বশুরবাড়ির লোকজন ৷ দিন সাতেক আগে ফের মারধর করা হয় ৷ কিন্তু, টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেয় অনন্যার বাবারবাড়ির লোকজন ৷

বৃহস্পতিবার রাতে অনন্যার বাবারবাড়িতে ফোন করে বলা হয়, গলায় দড়ি দিয়েছে অনন্যা ৷ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ অনন্যার মা ও দাদা হাসপাতালে গিয়ে দেখেন, মর্গে রাখা রয়েছে অনন্যার দেহ ৷

অনন্যার বাবারবাড়ির লোকজন, শিবপুর থানায় মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেছে ৷ অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ মৃতের স্বামী ও শ্বশুরকে আটক করেছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

অনন্যার বাবা কয়েকবছর আগে মারা গেছেন ৷ বাড়িতে শুধু অনন্যার মা ও দাদা রয়েছেন ৷ কান্নায় ভেঙে পড়ে তাঁর মা তাপসী কোলে বলেন, "সঞ্জু কোনও কাজ করে না ৷ টাকার জন্য মেয়ের উপর অত্যাচার করত ৷ কোনও মেয়েকে যেন এমন কষ্ট পেয়ে মরতে না হয় ৷ কোনও মায়ের যেন কোল উজাড় না হয় ৷"

হাওড়া, 24 অগাস্ট : বিয়ে হয়েছিল মাস ছয়েক আগে ৷ অভিযোগ, বিয়ের পর থেকে টাকার জন্য মারধর করত স্বামী ৷ আর সেই টাকা না পেয়েই যুবতিকে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৷ মৃতের নাম অনন্যা কোলে ৷ ঘটনাটি হাওড়ার শিবপুর এলাকার বোষ্টমপাড়া লেনের ।

মাস ছয়েক আগে শিবপুরের বাসিন্দা সঞ্জু রায়ের সাথে পরিবারের অমতে বিয়ে করেন সদ্য আঠারোর অনন্যা । অভিযোগ, বিয়ের এক মাস পর থেকেই শারীরিক ও মানসিক অত্যাচার শুরু হয় অনন্যার উপর । বাবারবাড়ি থেকে টাকা আনার জন্য বলা হত । না দিলে চলত অকথ্য অত্যাচার ৷ মাস তিনেক আগে শ্বশুরবাড়ি দাবি মতো পঞ্চাশ হাজার টাকাও দেয় অনন্যার পরিবার । কিন্তু তাতেও অত্যাচার থামেনি। ফের টাকা দাবি করে শ্বশুরবাড়ির লোকজন ৷ দিন সাতেক আগে ফের মারধর করা হয় ৷ কিন্তু, টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেয় অনন্যার বাবারবাড়ির লোকজন ৷

বৃহস্পতিবার রাতে অনন্যার বাবারবাড়িতে ফোন করে বলা হয়, গলায় দড়ি দিয়েছে অনন্যা ৷ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ অনন্যার মা ও দাদা হাসপাতালে গিয়ে দেখেন, মর্গে রাখা রয়েছে অনন্যার দেহ ৷

অনন্যার বাবারবাড়ির লোকজন, শিবপুর থানায় মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেছে ৷ অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ মৃতের স্বামী ও শ্বশুরকে আটক করেছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

অনন্যার বাবা কয়েকবছর আগে মারা গেছেন ৷ বাড়িতে শুধু অনন্যার মা ও দাদা রয়েছেন ৷ কান্নায় ভেঙে পড়ে তাঁর মা তাপসী কোলে বলেন, "সঞ্জু কোনও কাজ করে না ৷ টাকার জন্য মেয়ের উপর অত্যাচার করত ৷ কোনও মেয়েকে যেন এমন কষ্ট পেয়ে মরতে না হয় ৷ কোনও মায়ের যেন কোল উজাড় না হয় ৷"

Intro:বিয়ের ছয় মাসের মধ্যে পনের বলি গৃহবধূ। মৃতার নাম অনন্যা কোলে। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটে হাওড়ার শিবপুর এলাকার বোষ্টমপাড়া লেনে। এই ঘটনায় মৃতার পরিবার খুনের অভিযোগ তুলেছেন শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। তাদের দাবি প্রয়োজনমতো টাকা না দিতে পাড়ার জন্যই পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে তার মেয়েকে। এই ঘটনায় মূল অভিযুক্ত তথা মৃতার স্বামী সঞ্জু রায় কে।
মৃতার পরিবার সূত্রে জানা গেছে ৬ মাস আগে শিবপুরের বাসিন্দা সঞ্জুর সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে সদ্য আঠারোর অনন্যা। অভিযোগ, বিয়ের এক মাস পর থেকেই শারীরিক ও মানসিক অত্যাচার শুরু হয় অনন্যার উপর। কারণে অকারণে বাপের বাড়ি থেমে টাকা চেয়ে পাঠানো হতো। না দিলে চলতো অকথ্য অত্যাচার ও আরো বেশি মারধরের হুমকি দেওয়া হতো। মাস তিনেক আগে ছেলের বাড়ির দাবি মিটিয়ে পঞ্চাশ হাজার টাকাও দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও অত্যাচার থামে নি। দিন সাতেক আগে ফের অনন্যা কে মারধর করে টাকা চাওয়া হয়। আর টাকা দেওয়া দিতে তাদের অপারগতার কথা জানায় মৃতার বাপের বাড়ির পরিবার। এর পরেই গত রাতে মৃত্যুর খবর আসে অনন্যার। জানানো হয় বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। যদিও মৃতার পরিবারের অভিযোগ খুন করা হয়েছে অনন্যা কে। শিবপুর থানার পুলিশ মৃতার শ্বশুর ও স্বামী কে আটক করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ।Body:BConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.