ETV Bharat / state

Vishwakarma Puja 2023: অতীতের শেফিল্ড থেকে বর্তমানের হাওড়া, মূর্তির পরিবর্তে ঘটেই হচ্ছে বিশ্বকর্মা পুজো - বিশ্বকর্মা পুজো

দেশের অন্যতম শিল্পনগরীর প্রাণকেন্দ্র হাওড়ার ছবিটা এখন অন্যরকম ৷ ছোট-বড়ো মিলিয়ে বহু কারখানায় তালা পড়েছে ৷ বাজারেও মন্দা ৷ আজ বিশ্বকর্মা পুজোয় তাই দেবতার মূর্তি নয়, ঘটেই পুজো হচ্ছে ৷

ETV Bharat
বিশ্বকর্মা পুজো
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 5:08 PM IST

মূর্তির পরিবর্তে ঘটেই হচ্ছে বিশ্বকর্মা পুজো

হাওড়া, 17 সেপ্টেম্বর: আজ বিশ্বকর্মা পুজো ৷ সাধারণ গৃহস্থের বাড়িতে এই দেবতার পুজো হয় না ৷ ব্যবসায়িক প্রতিষ্ঠান, কারখানায় আর্থিক উন্নতি ও সমৃদ্ধির জন্য বিশ্বকর্মা দেবতার পুজো হয়ে থাকে ৷ পশ্চিমবঙ্গে হাওড়ার মতো পুরনো শিল্প নগরীতে এক সময়ে ধুমধাম করে পুজো হত ৷ এখন সেই জৌলুশের কণা মাত্র নেই ৷ তাই মাটির তৈরি বিশ্বকর্মার মূর্তি পুজোর চল গিয়েছে ৷ তার জায়গায় নিয়েছে ঘট ৷

হাওড়ায় একের পর এক ছোট-বড়ো কারখানা বন্ধ হয়ে গিয়েছে ৷ অতি প্রাচীন এই শিল্প এলাকায় ছিল শেফিল্ডের কারখানা ৷ দেশ এমনকী বিদেশেও নাম ছড়িয়েছিল হাওড়ার ৷ এখন বেশিরভাগ ছোট কারখানাই ধুঁকছে ৷

আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোর দিন হাতি পুজো, থাকে মনপসন্দ খাবার

হাওড়ার দাস নগর, ইছাপুরে ছোট-বড়ো লেদ মেশিনের কারখানা রয়েছে ৷ হাওড়া শহরে শিল্পের অবলুপ্তির পথেই হারিয়ে যাচ্ছে অতীতের শিল্প নগরীর জাঁক ৷ বাজারে মন্দা দেখা দিয়েছে ৷ তাই অতীতের শিল্প নগরীর অন্যতম প্রাণকেন্দ্র হাওড়ার ইছাপুর এলাকায় বেশিরভাগ কারখানাতেই ঘট বসিয়ে কোনও রকমে পুজো হচ্ছে ৷

এখন বাজার তেমন একটা নয় ৷ কারখানার কর্মীরা জানান, বিশ্বকর্মাপুজোর দিন ঘট পুজো করা হয় ৷ এছাড়া কাজের অবস্থা আগের থেকে খারাপ ৷ তাই এই পুজোর দিনে ঘট বসিয়েই পুজো হয় ৷ ব্যবসার হাল মন্দ হওয়ায় শ্রমিকদের সংখ্যাও দিনের পর দিন কমেছে ৷ এই সব লেদ কারখানায় অতীতে শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ৷ তবে সময়ের সঙ্গে সঙ্গে হাওড়ায় শিল্পের জাঁকজমক তলানিতে এসে ঠেকেছে ৷ তাই এই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পরবর্তী প্রজন্মও ৷

ওই এলাকার একটি লেদ মেশিন কারখানার শ্রমিক মানস মান্না বলেন, "আমাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ ৷ এখানে পুজোর আগের দিন কারখানা পরিষ্কার করা হয় ৷ পরের দিন ঘট বসিয়ে পুজো করা হয় ৷ তারপর আমরা বাড়ি চলে যাই ।" ওই এলাকার একটি লেদ কারখানার মালিক মন্টু সাধুখাঁ বলেন, "15 বছর ধরে এই কারখানা আমি চালাচ্ছি ৷ এখানে ঘট বসিয়ে পুজো করা হয় ৷ মূর্তি আনলে দু'বেলা পুজো করতে হবে ৷ কর্মচারীরাও থাকে না ৷ তাই ঘটেই পুজো হয় ৷ ব্যবসার অবস্থাও খুব ভালো নয় ৷ এক কথায় চলার মতো চলছে ৷ আমরা রেলের ও গ্যাস কাটিংয়ের কাজ করি ৷ আগে ব্যবসার যে অবস্থা ছিল, এখন আর সেটা নেই ৷'

আরও পড়ুন: জাতি-ধর্ম নির্বিশেষে পুজোয় সামিল টোটোচালক থেকে শ্রমিকরা

অতীতের শিল্পের শেফিল্ড তকমাতে ভূষিত হাওড়ার শিল্প নগরীর পুনরুদ্ধার কী ভাবে সম্ভব বা আদৌ সম্ভব কি না তাই নিয়ে আলোচনা চলছে ৷ তবে অতীতের কৌলীন্য থেকে বর্তমানে ধুঁকতে থাকা হাওড়া শিল্প নগরী এখনও তার গৌরবময় অতীতের স্মৃতিচিহ্নকে বহন করে যাচ্ছে ।

মূর্তির পরিবর্তে ঘটেই হচ্ছে বিশ্বকর্মা পুজো

হাওড়া, 17 সেপ্টেম্বর: আজ বিশ্বকর্মা পুজো ৷ সাধারণ গৃহস্থের বাড়িতে এই দেবতার পুজো হয় না ৷ ব্যবসায়িক প্রতিষ্ঠান, কারখানায় আর্থিক উন্নতি ও সমৃদ্ধির জন্য বিশ্বকর্মা দেবতার পুজো হয়ে থাকে ৷ পশ্চিমবঙ্গে হাওড়ার মতো পুরনো শিল্প নগরীতে এক সময়ে ধুমধাম করে পুজো হত ৷ এখন সেই জৌলুশের কণা মাত্র নেই ৷ তাই মাটির তৈরি বিশ্বকর্মার মূর্তি পুজোর চল গিয়েছে ৷ তার জায়গায় নিয়েছে ঘট ৷

হাওড়ায় একের পর এক ছোট-বড়ো কারখানা বন্ধ হয়ে গিয়েছে ৷ অতি প্রাচীন এই শিল্প এলাকায় ছিল শেফিল্ডের কারখানা ৷ দেশ এমনকী বিদেশেও নাম ছড়িয়েছিল হাওড়ার ৷ এখন বেশিরভাগ ছোট কারখানাই ধুঁকছে ৷

আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোর দিন হাতি পুজো, থাকে মনপসন্দ খাবার

হাওড়ার দাস নগর, ইছাপুরে ছোট-বড়ো লেদ মেশিনের কারখানা রয়েছে ৷ হাওড়া শহরে শিল্পের অবলুপ্তির পথেই হারিয়ে যাচ্ছে অতীতের শিল্প নগরীর জাঁক ৷ বাজারে মন্দা দেখা দিয়েছে ৷ তাই অতীতের শিল্প নগরীর অন্যতম প্রাণকেন্দ্র হাওড়ার ইছাপুর এলাকায় বেশিরভাগ কারখানাতেই ঘট বসিয়ে কোনও রকমে পুজো হচ্ছে ৷

এখন বাজার তেমন একটা নয় ৷ কারখানার কর্মীরা জানান, বিশ্বকর্মাপুজোর দিন ঘট পুজো করা হয় ৷ এছাড়া কাজের অবস্থা আগের থেকে খারাপ ৷ তাই এই পুজোর দিনে ঘট বসিয়েই পুজো হয় ৷ ব্যবসার হাল মন্দ হওয়ায় শ্রমিকদের সংখ্যাও দিনের পর দিন কমেছে ৷ এই সব লেদ কারখানায় অতীতে শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ৷ তবে সময়ের সঙ্গে সঙ্গে হাওড়ায় শিল্পের জাঁকজমক তলানিতে এসে ঠেকেছে ৷ তাই এই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পরবর্তী প্রজন্মও ৷

ওই এলাকার একটি লেদ মেশিন কারখানার শ্রমিক মানস মান্না বলেন, "আমাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ ৷ এখানে পুজোর আগের দিন কারখানা পরিষ্কার করা হয় ৷ পরের দিন ঘট বসিয়ে পুজো করা হয় ৷ তারপর আমরা বাড়ি চলে যাই ।" ওই এলাকার একটি লেদ কারখানার মালিক মন্টু সাধুখাঁ বলেন, "15 বছর ধরে এই কারখানা আমি চালাচ্ছি ৷ এখানে ঘট বসিয়ে পুজো করা হয় ৷ মূর্তি আনলে দু'বেলা পুজো করতে হবে ৷ কর্মচারীরাও থাকে না ৷ তাই ঘটেই পুজো হয় ৷ ব্যবসার অবস্থাও খুব ভালো নয় ৷ এক কথায় চলার মতো চলছে ৷ আমরা রেলের ও গ্যাস কাটিংয়ের কাজ করি ৷ আগে ব্যবসার যে অবস্থা ছিল, এখন আর সেটা নেই ৷'

আরও পড়ুন: জাতি-ধর্ম নির্বিশেষে পুজোয় সামিল টোটোচালক থেকে শ্রমিকরা

অতীতের শিল্পের শেফিল্ড তকমাতে ভূষিত হাওড়ার শিল্প নগরীর পুনরুদ্ধার কী ভাবে সম্ভব বা আদৌ সম্ভব কি না তাই নিয়ে আলোচনা চলছে ৷ তবে অতীতের কৌলীন্য থেকে বর্তমানে ধুঁকতে থাকা হাওড়া শিল্প নগরী এখনও তার গৌরবময় অতীতের স্মৃতিচিহ্নকে বহন করে যাচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.