ETV Bharat / state

Vijayan slams BJP: রাজ্যপালের পদের অপব্যবহার করছে বিজেপি, অভিযোগ বিজয়নের - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়

রাজ্যপালের পদের অপব্যবহার নিয়ে এতদিন বারবার সরব হতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসকে ৷ এবার সেই অভিযোগই শোনা গেল বর্ষীয়ান সিপিএম নেতা তথা কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Kerala CM Pinarayi Vijayan) ৷

Vijayan slams BJP
Vijayan slams BJP
author img

By

Published : Feb 17, 2023, 7:29 PM IST

রাজ্যপালের পদের অপব্যবহার করছে বিজেপি, অভিযোগ বিজয়নের

হাওড়া, 17 ফেব্রুয়ারি: বিজেপির (BJP) বিরুদ্ধে রাজ্যপালের পদ অপব্যবহার করারও অভিযোগ তুললেন কেরালারা মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা পিনারাই বিজয়ন ৷ তাঁর অভিযোগ, যে যে রাজ্যে বিজেপি বিরোধী দল হিসেবে আছে, সেই রাজ্যগুলিতে রাজ্যপাল পদটিকে (Post of Governor) তারা ব্যবহার করছে সেখানের সরকারকে অস্বস্তিতে ফেলার জন্য । তিনি শুক্রবার হাওড়ায় সারা ভারত খেতমজুর সংগঠনের দশম কেন্দ্রীয় সম্মেলনের প্রকাশ্য সমাবেশ উপস্থিত হয়েছিলেন ৷ সেখানে ভাষণ দেওয়ার সময় এই ইস্যুতে বিজেপিকে নিশানা করেন তিনি ৷

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসও (Trinamool Congress) বাংলায় একই কথা বলছে৷ আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) সরকারি প্রকল্প নিয়েও কেন্দ্রের মোদি সরকারকে (Modi Government) নিশানা করছেন ৷ এদিন সেই অভিযোগ করেছেন বিজয়নও ৷ তাঁর দাবি, অ-বিজেপি রাজ্যগুলিকে তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে ৷ একই সঙ্গে ধর্মনিরপেক্ষতা, সার্বভৌমত্ব ও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ইস্যুতেও বিজেপির সমালোচনায় সরব হয়েছেন পিনারাই বিজয়ন ৷ তাঁর দাবি, দেশের গণতান্ত্রিক ভিত্তি হল ধর্মনিরপেক্ষতা, সার্বভৌমত্ব ও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ৷ কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার চাইছে ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে দিতে ।

যদিও পিনারাই বিজয়নের বক্তব্যকে ভিত্তিহীন দাবি করে পালটা তোপ দাগেন বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই । তাঁর অভিযোগ, দেশের স্বাধীনতার পর থেকেই দেশের সভ্যতা ও সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করেছে কংগ্রেস । আর যে যে রাজ্যে বামপন্থীরা ক্ষমতায় ছিল, সেখানে তারা এই কাজে অনেক সাফল্য পেয়েছে । তাঁর আরও দাবি, শুরুতে সংবিধানে ধর্মনিরেপক্ষতা শব্দটি ছিল না পরে তা যোগ করা হয় জরুরি অবস্থার সময় ৷ ভোটব্যাংকের রাজনীতির জন্য তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি এই কাজ করেছিলেন বলে উমেশ রাইয়ের দাবি ৷ একই সঙ্গে তাঁর অভিযোগ, বামেরাই সবচেয়ে বেশি সাম্প্রদায়িক রাজনীতি করে ৷

আরও পড়ুন: সারা ভারত খেত মজুর ইউনিয়নের সর্বভারতীয় সম্মেলন হাওড়ায়, এবারে থিম তিতুমীরের বাঁশের কেল্লা

রাজ্যপালের পদের অপব্যবহার করছে বিজেপি, অভিযোগ বিজয়নের

হাওড়া, 17 ফেব্রুয়ারি: বিজেপির (BJP) বিরুদ্ধে রাজ্যপালের পদ অপব্যবহার করারও অভিযোগ তুললেন কেরালারা মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা পিনারাই বিজয়ন ৷ তাঁর অভিযোগ, যে যে রাজ্যে বিজেপি বিরোধী দল হিসেবে আছে, সেই রাজ্যগুলিতে রাজ্যপাল পদটিকে (Post of Governor) তারা ব্যবহার করছে সেখানের সরকারকে অস্বস্তিতে ফেলার জন্য । তিনি শুক্রবার হাওড়ায় সারা ভারত খেতমজুর সংগঠনের দশম কেন্দ্রীয় সম্মেলনের প্রকাশ্য সমাবেশ উপস্থিত হয়েছিলেন ৷ সেখানে ভাষণ দেওয়ার সময় এই ইস্যুতে বিজেপিকে নিশানা করেন তিনি ৷

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসও (Trinamool Congress) বাংলায় একই কথা বলছে৷ আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) সরকারি প্রকল্প নিয়েও কেন্দ্রের মোদি সরকারকে (Modi Government) নিশানা করছেন ৷ এদিন সেই অভিযোগ করেছেন বিজয়নও ৷ তাঁর দাবি, অ-বিজেপি রাজ্যগুলিকে তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে ৷ একই সঙ্গে ধর্মনিরপেক্ষতা, সার্বভৌমত্ব ও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ইস্যুতেও বিজেপির সমালোচনায় সরব হয়েছেন পিনারাই বিজয়ন ৷ তাঁর দাবি, দেশের গণতান্ত্রিক ভিত্তি হল ধর্মনিরপেক্ষতা, সার্বভৌমত্ব ও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ৷ কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার চাইছে ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে দিতে ।

যদিও পিনারাই বিজয়নের বক্তব্যকে ভিত্তিহীন দাবি করে পালটা তোপ দাগেন বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই । তাঁর অভিযোগ, দেশের স্বাধীনতার পর থেকেই দেশের সভ্যতা ও সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা করেছে কংগ্রেস । আর যে যে রাজ্যে বামপন্থীরা ক্ষমতায় ছিল, সেখানে তারা এই কাজে অনেক সাফল্য পেয়েছে । তাঁর আরও দাবি, শুরুতে সংবিধানে ধর্মনিরেপক্ষতা শব্দটি ছিল না পরে তা যোগ করা হয় জরুরি অবস্থার সময় ৷ ভোটব্যাংকের রাজনীতির জন্য তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি এই কাজ করেছিলেন বলে উমেশ রাইয়ের দাবি ৷ একই সঙ্গে তাঁর অভিযোগ, বামেরাই সবচেয়ে বেশি সাম্প্রদায়িক রাজনীতি করে ৷

আরও পড়ুন: সারা ভারত খেত মজুর ইউনিয়নের সর্বভারতীয় সম্মেলন হাওড়ায়, এবারে থিম তিতুমীরের বাঁশের কেল্লা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.