ETV Bharat / state

দেশে ফেরত পাঠাতে 61 বাংলাদেশিকে রাজ্যে নিয়ে এল কর্নাটক পুলিশ - Karnataka police bring bangladeshis to kolkata

বেআইনিভাবে কর্নাটকে বসবাসকারী বাংলাদেশিদের তাঁদের দেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ৷ আজ বিকেল চারটে নাগাদ হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায় সত্য সাই এক্সপ্রেস ৷ ট্রেন থেকে নামানো হয় 61 জন বাংলাদেশিকে ৷

বাংলাদেশি
author img

By

Published : Nov 23, 2019, 7:49 PM IST

Updated : Nov 23, 2019, 11:06 PM IST

হাওড়া, 23 নভেম্বর : বেআইনিভাবে কর্নাটকে বসবাসকারী বাংলাদেশিদের তাঁদের দেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ৷ আজ বিকেল চারটে নাগাদ হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায় সত্য সাই এক্সপ্রেস ৷ ট্রেন থেকে নামানো হয় 61 জন বাংলাদেশিকে ৷ জানা যায়, কর্নাটক পুলিশ আটক করে তাদের পশ্চিমবঙ্গে নিয়ে এসেছে ৷ এখান থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে । বাংলাদেশিদের ফেরত পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে হাওড়া স্টেশনে আজ বিক্ষোভ দেখায় মানবাধিকার সংগঠন APDR ।

দেখুন ভিডিয়ো


ওই বাংলাদেশিরা জানায়, দু-তিন বছর আগে তারা সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে ৷ তাদের কোনও পাসপোর্ট বা ভিসা ছিল না ৷ কাজের খোঁজে তাঁরা বেঙ্গালুরু গিয়েছিল ৷

কর্নাটক পুলিশের নজরে আসায় তাদের মাসখানেক আগে আটক করা হয় ৷ অভিযোগ, তাদের আটক করার পর আইনি প্রক্রিয়া মেনে আদালতে তোলেনি কর্নাটক পুলিশ । তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ট্রেনে চাপিয়ে আজ হাওড়ায় নিয়ে আসা হয় ৷ APDR-এর তরফে অভিযোগ করা হয়, সঠিক প্রক্রিয়া মেনে ওই বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে না । এর জেরে তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে । বিশেষ সূত্রের খবর, বাংলাদেশিদের হাওড়া সিটি পুলিশের নিশ্চিন্দা থানা এলাকার সরকারি ভবনে রাখা হয়েছে ৷

হাওড়া, 23 নভেম্বর : বেআইনিভাবে কর্নাটকে বসবাসকারী বাংলাদেশিদের তাঁদের দেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ৷ আজ বিকেল চারটে নাগাদ হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায় সত্য সাই এক্সপ্রেস ৷ ট্রেন থেকে নামানো হয় 61 জন বাংলাদেশিকে ৷ জানা যায়, কর্নাটক পুলিশ আটক করে তাদের পশ্চিমবঙ্গে নিয়ে এসেছে ৷ এখান থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে । বাংলাদেশিদের ফেরত পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে হাওড়া স্টেশনে আজ বিক্ষোভ দেখায় মানবাধিকার সংগঠন APDR ।

দেখুন ভিডিয়ো


ওই বাংলাদেশিরা জানায়, দু-তিন বছর আগে তারা সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে ৷ তাদের কোনও পাসপোর্ট বা ভিসা ছিল না ৷ কাজের খোঁজে তাঁরা বেঙ্গালুরু গিয়েছিল ৷

কর্নাটক পুলিশের নজরে আসায় তাদের মাসখানেক আগে আটক করা হয় ৷ অভিযোগ, তাদের আটক করার পর আইনি প্রক্রিয়া মেনে আদালতে তোলেনি কর্নাটক পুলিশ । তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ট্রেনে চাপিয়ে আজ হাওড়ায় নিয়ে আসা হয় ৷ APDR-এর তরফে অভিযোগ করা হয়, সঠিক প্রক্রিয়া মেনে ওই বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে না । এর জেরে তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে । বিশেষ সূত্রের খবর, বাংলাদেশিদের হাওড়া সিটি পুলিশের নিশ্চিন্দা থানা এলাকার সরকারি ভবনে রাখা হয়েছে ৷

Intro:বেআইনিভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশীদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। আজ বিকেল চারটে নাগাদ হাওড়া স্টেশনের তেইশ নম্বর প্লাটফর্মে ঢোকে সত্য সাই এক্সপ্রেস । ওই ট্রেন থেকে ব্যাঙ্গালোরে বেআইনিভাবে বসবাসকারী 61 জন বাংলাদেশী নাগরিককে হাওড়া স্টেশনে নামানো হয় । কর্নাটকের পুলিশ তাদের আটক করে এখানে নিয়ে আসে। ওইসব নাগরিকরা জানিয়েছেন দু-তিন বছর আগেই তারা সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে। তাদের কোন পাসপোর্ট অথবা ভিসা ছিলনা। তা সত্বেও তারা রুটি রুজির সন্ধানে ব্যাঙ্গালোরে যায়। সেখানে ছোটখাটো কাজ করে সংসার চালাত। কর্ণাটক পুলিশের নজরে আসায় তাদেরকে মাসখানেক আগে আটক করা হয়। তারপর তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবার জন্য হাওড়ায় নিয়ে আসা হয়। এদিকে মানবাধিকার সংগঠন এপিডিআর হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখায়। সদস্যদের অভিযোগ আইন অনুযায়ী কোন ব্যবস্থা না নিয়ে তাদেরকে জোর করে বাংলাদেশ ফেরত পাঠানো হচ্ছে। কর্ণাটক পুলিশ এ ব্যাপারে মুখ খুলতে চায়নি।Body:BConclusion:
Last Updated : Nov 23, 2019, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.