হাওড়া, 23 নভেম্বর : বেআইনিভাবে কর্নাটকে বসবাসকারী বাংলাদেশিদের তাঁদের দেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ৷ আজ বিকেল চারটে নাগাদ হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায় সত্য সাই এক্সপ্রেস ৷ ট্রেন থেকে নামানো হয় 61 জন বাংলাদেশিকে ৷ জানা যায়, কর্নাটক পুলিশ আটক করে তাদের পশ্চিমবঙ্গে নিয়ে এসেছে ৷ এখান থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে । বাংলাদেশিদের ফেরত পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে হাওড়া স্টেশনে আজ বিক্ষোভ দেখায় মানবাধিকার সংগঠন APDR ।
ওই বাংলাদেশিরা জানায়, দু-তিন বছর আগে তারা সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে ৷ তাদের কোনও পাসপোর্ট বা ভিসা ছিল না ৷ কাজের খোঁজে তাঁরা বেঙ্গালুরু গিয়েছিল ৷
কর্নাটক পুলিশের নজরে আসায় তাদের মাসখানেক আগে আটক করা হয় ৷ অভিযোগ, তাদের আটক করার পর আইনি প্রক্রিয়া মেনে আদালতে তোলেনি কর্নাটক পুলিশ । তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ট্রেনে চাপিয়ে আজ হাওড়ায় নিয়ে আসা হয় ৷ APDR-এর তরফে অভিযোগ করা হয়, সঠিক প্রক্রিয়া মেনে ওই বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে না । এর জেরে তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে । বিশেষ সূত্রের খবর, বাংলাদেশিদের হাওড়া সিটি পুলিশের নিশ্চিন্দা থানা এলাকার সরকারি ভবনে রাখা হয়েছে ৷