হাওড়া, 6 এপ্রিল : দেশব্যাপী ক্রমাগত বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ এই অবস্থায় কোরোনা আক্রান্তদের চিকিৎসায় এগিয়ে এসেছে ভারতীয় রেল ৷ ইতিমধ্যেই 20 হাজারের বেশি কামরাতে তিন লাখ মতো আইসোলেশন বেড তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল ৷ যার মধ্যে হাওড়া ডিভিশনের জন্য বরাদ্দ হয়েছে 50টি আইসোলেশন কোচ ৷ টিকিয়াপাড়া ও লিলুয়া কারশেডে ইতিমধ্যে এই কোচগুলিতে কাজ শুরু হয়ে গিয়েছে ৷ সব ঠিক থাকলে আগামী দু'দিনের মধ্যে গন্তব্যের উদ্দেশে রওনা দেবে এই কোচগুলি ৷
হাওড়ার সিনিয়র সেকশন ইঞ্জিনিয়র সঞ্জয় চট্টোপাধ্যায় বলেন, "15 তারিখের মধ্যে আমাদের লক্ষ্য মাত্রা দেওয়া হয়েছে কাজ শেষ করার ৷ কয়েকটি কোচ তৈরি হয়ে গিয়েছে ৷ প্রথমত জংশন স্টেশনগুলিতে আগামী দু'দিনের মধ্যে কোচগুলো পাঠানো যাবে ৷" কী কী থাকছে আইসোলেশন কোচগুলিতে? মূলত নয়টি কুপের প্রথমটি বরাদ্দ করা হয়েছে চিকিৎসক ও কর্তব্যরত নার্সদের জন্য ৷ পরের আটটি কুপে থাকবে কোরোনা আক্রান্ত রোগীরা ৷ হাঁটার প্যাসেজ ও রোগীর বেডের মাঝে লাগানো হয়েছে ট্রান্সপ্যারেন্ট পর্দা ৷ মাঝের বার্থ খুলে দেওয়া হয়েছে ৷ করা হয়েছে অক্সিজেন সিলিন্ডার রাখার ব্যবস্থা ৷
অন্যান্য আপৎকালীন জিনিস রাখার জন্য আলাদা জায়গা তৈরি করা হয়েছে কোচগুলোর মধ্যে ৷ জানালাগুলিতে দেওয়া হয়েছে নেট ৷ যাতে বাইরে থেকে কোনও পোকা-মাকড় ভিতরে না ঢুকতে পারে ৷ পরিবর্তন করা হয়েছে বাথরুমেও ৷ লাগানো হয়েছে শাওয়ার ও পৃথক কল ৷ আগামী কয়েকদিনের মধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে দেখা যাবে এই আইসোলেশন কোচগুলি ৷