ETV Bharat / state

Russia-Ukraine Conflict : ভাই যাচ্ছেন যুদ্ধে, ইউক্রেনে মন পড়ে হাওড়ার ‘বিদেশিনী বধূ’র - ইউক্রেনে মন পড়ে হাওড়ার ‘বিদেশিনী বধূ’র

কয়েকবছরে এদেশেরই একজন হয়ে উঠেছেন ইরিনা । এমনকি এই দেশকে এতটাই ভালবেসে ফেলেছেন যে শ্বশুরবাড়ি ছেড়ে ইউক্রেনে যাওয়ার কথা আর সেভাবে মনেই আসে না । তবে যুদ্ধ ঘোষণার পর সেই ইরিনাই এখন টের্নোপিলে যাওয়ার জন্য ছটফট করছেন (Iryna Dey of Howrah is eager to go Ukraine) ।

Russia Ukraine
ইউক্রেনে মন পড়ে হাওড়ার ‘বিদেশিনী বধূ’র
author img

By

Published : Feb 25, 2022, 8:44 PM IST

হাওড়া, 25 ফেব্রুয়ারি : “কবে আমাদের দেখা হবে ? যুদ্ধ যেদিন শেষ হবে.. কবে যুদ্ধ শেষ হবে ? যবে ফের আমাদের দেখা হবে ৷” প্যালেস্তাইনের জাতীয় কবি মহম্মদ দারউইশের লেখা এই লাইনেই অপেক্ষার প্রহর গুনছেন হাওড়ার বাসিন্দা ইউক্রেনের ইরিনা (দে) প্রিতলিউক (Iryna Dey is eager to go Ukraine) ।

ইউক্রেনের টের্নোপিল ন্যাশনাল মেডিক্যাল কলেজে পড়তে গিয়েছিলেন হাওড়ার সৌরভ দে । সেখানেই ইরিনার জন্ম, বেড়ে ওঠা ৷ সেখানেই তাঁদের আলাপ ৷ বিয়ের পর তাঁরা চলে আসেন ভারতে ৷ এই দেশে থাকলেও যুদ্ধকালীন পরিস্থিতিতে আন্দুলের ‘বিদেশিনী বাঙালি বধূ‘র মন পড়ে 5800 কিলোমিটার দূরে, ছোটবেলার শহর টের্নোপিলে । যেখানেই থাকেন তাঁর পরিবার, আত্মীয়রা ৷

Russia-Ukraine Conflict
ইউক্রেনে মন পড়ে হাওড়ার ‘বিদেশিনী বধূ’র

কয়েকবছরে এদেশেরই একজন হয়ে উঠেছেন ইরিনা । এমনকি দেশকে এতটাই ভালবেসে ফেলেছেন যে শ্বশুরবাড়িকে ছেড়ে ইউক্রেনে যাওয়ার কথা আর সেভাবে মনেই আসে না । তবে যুদ্ধ ঘোষণার পর সেই ইরিনাই এখন ছটফট করছেন কবে যাবেন টের্নোপিলে । আবার দেখতে পারবেন তাঁর আত্মীয়-বন্ধু-পরিজনদের । ইরিনার পরিবার-পরিজন সবাই এখন গৃহবন্দি ৷ ফলে আতঙ্কে দিন কাটছে তাঁর ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, “জানেন, আমার ওখানকার আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের কাছে বেশ কয়েকদিন ধরেই শুনছি চারদিকটা কেমন যেন বদলে গিয়েছে । থমথমে পরিবেশ । না জানি আবার হয়তো প্রতিঘর থেকে কাউকে না কাউকে যুদ্ধে যেতে হবে…” গলা বুজে আসছিল ইরিনার । “গতকাল থেকে জল বন্ধ, ইলেকট্রিসিটি নেই । আর এখন তো যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন । ফোনে বা স্কাইপেও যোগাযোগ করা যাচ্ছে না । ইচ্ছে হচ্ছে, এক ছুট্টে চলে যাই ভাইয়ের কাছে ।

আরও পড়ুন : বিকল্প পথে চার্টার্ড বিমানে দেশে ফিরছেন ইউক্রেনে আটকে পড়া ভারতীয়রা

ছোট থেকেই দেখেছেন, ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রোশ । বলছিলেন, ‘‘ইউক্রেনের মানুষজন এমনিতে শান্তিপ্রিয়, কিন্তু স্বাধীনচেতাও বটে । দেশের সার্বভৌমত্বকে কেউ আঘাত করবে এটা তাঁরা কখনই মেনে নেবে না । ফলে দেশকে রক্ষা করতে ইউক্রেনের সাধারণ মানুষরাও চলে যান যুদ্ধক্ষেত্রে । এমনকি বয়স্করাও যুদ্ধের ময়দানে নামতে সদা প্রস্তুত ।’’ 2014 থেকে ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসন ক্রমশই বাড়তে থাকায় ইরিনার ভাইও গিয়েছিলেন যুদ্ধে । তিনবছর যুদ্ধক্ষেত্রে কাটিয়ে সদ্যই ফিরেছেন বাড়িতে । ইরিনার আশঙ্কা, এখন যা পরিস্থিতি তাতে আবার হয়তো ভাইকে যেতে হবে যুদ্ধক্ষেত্রে ।

Russia-Ukraine Conflict
হাসিখুশি ইরিনার মুখে এখন দুশ্চিন্তার কালো মেঘ

আরও পড়ুন : বাঙ্কারে ঠাঁই দুর্গাপুরের নেহা, জিনতদের ; মুখ্যমন্ত্রীর দফতর থেকে গেল ফোন

টের্নোপিল শহরের জামাই ডাঃ সৌরভ দে বলেন, ‘‘ইউক্রেন ফুলের মত সুন্দর একটা দেশ । রাশিয়া সেই ফুলের বাগানকে ধ্বংস করতে চাইছে । দেশের এই পরিস্থিতিতে সরকার-বিরোধী সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে । পূর্ণ সমর্থন জানিয়ে বিরোধী দলের নেতা দেশের সরকারের পাশে এসে দাঁড়িয়েছে ।’’ প্যালেস্তাইনের জাতীয় কবির ভাষাতেই আশায় দিন কাটাচ্ছেন দম্পতি ৷

হাওড়া, 25 ফেব্রুয়ারি : “কবে আমাদের দেখা হবে ? যুদ্ধ যেদিন শেষ হবে.. কবে যুদ্ধ শেষ হবে ? যবে ফের আমাদের দেখা হবে ৷” প্যালেস্তাইনের জাতীয় কবি মহম্মদ দারউইশের লেখা এই লাইনেই অপেক্ষার প্রহর গুনছেন হাওড়ার বাসিন্দা ইউক্রেনের ইরিনা (দে) প্রিতলিউক (Iryna Dey is eager to go Ukraine) ।

ইউক্রেনের টের্নোপিল ন্যাশনাল মেডিক্যাল কলেজে পড়তে গিয়েছিলেন হাওড়ার সৌরভ দে । সেখানেই ইরিনার জন্ম, বেড়ে ওঠা ৷ সেখানেই তাঁদের আলাপ ৷ বিয়ের পর তাঁরা চলে আসেন ভারতে ৷ এই দেশে থাকলেও যুদ্ধকালীন পরিস্থিতিতে আন্দুলের ‘বিদেশিনী বাঙালি বধূ‘র মন পড়ে 5800 কিলোমিটার দূরে, ছোটবেলার শহর টের্নোপিলে । যেখানেই থাকেন তাঁর পরিবার, আত্মীয়রা ৷

Russia-Ukraine Conflict
ইউক্রেনে মন পড়ে হাওড়ার ‘বিদেশিনী বধূ’র

কয়েকবছরে এদেশেরই একজন হয়ে উঠেছেন ইরিনা । এমনকি দেশকে এতটাই ভালবেসে ফেলেছেন যে শ্বশুরবাড়িকে ছেড়ে ইউক্রেনে যাওয়ার কথা আর সেভাবে মনেই আসে না । তবে যুদ্ধ ঘোষণার পর সেই ইরিনাই এখন ছটফট করছেন কবে যাবেন টের্নোপিলে । আবার দেখতে পারবেন তাঁর আত্মীয়-বন্ধু-পরিজনদের । ইরিনার পরিবার-পরিজন সবাই এখন গৃহবন্দি ৷ ফলে আতঙ্কে দিন কাটছে তাঁর ৷ ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, “জানেন, আমার ওখানকার আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের কাছে বেশ কয়েকদিন ধরেই শুনছি চারদিকটা কেমন যেন বদলে গিয়েছে । থমথমে পরিবেশ । না জানি আবার হয়তো প্রতিঘর থেকে কাউকে না কাউকে যুদ্ধে যেতে হবে…” গলা বুজে আসছিল ইরিনার । “গতকাল থেকে জল বন্ধ, ইলেকট্রিসিটি নেই । আর এখন তো যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন । ফোনে বা স্কাইপেও যোগাযোগ করা যাচ্ছে না । ইচ্ছে হচ্ছে, এক ছুট্টে চলে যাই ভাইয়ের কাছে ।

আরও পড়ুন : বিকল্প পথে চার্টার্ড বিমানে দেশে ফিরছেন ইউক্রেনে আটকে পড়া ভারতীয়রা

ছোট থেকেই দেখেছেন, ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রোশ । বলছিলেন, ‘‘ইউক্রেনের মানুষজন এমনিতে শান্তিপ্রিয়, কিন্তু স্বাধীনচেতাও বটে । দেশের সার্বভৌমত্বকে কেউ আঘাত করবে এটা তাঁরা কখনই মেনে নেবে না । ফলে দেশকে রক্ষা করতে ইউক্রেনের সাধারণ মানুষরাও চলে যান যুদ্ধক্ষেত্রে । এমনকি বয়স্করাও যুদ্ধের ময়দানে নামতে সদা প্রস্তুত ।’’ 2014 থেকে ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসন ক্রমশই বাড়তে থাকায় ইরিনার ভাইও গিয়েছিলেন যুদ্ধে । তিনবছর যুদ্ধক্ষেত্রে কাটিয়ে সদ্যই ফিরেছেন বাড়িতে । ইরিনার আশঙ্কা, এখন যা পরিস্থিতি তাতে আবার হয়তো ভাইকে যেতে হবে যুদ্ধক্ষেত্রে ।

Russia-Ukraine Conflict
হাসিখুশি ইরিনার মুখে এখন দুশ্চিন্তার কালো মেঘ

আরও পড়ুন : বাঙ্কারে ঠাঁই দুর্গাপুরের নেহা, জিনতদের ; মুখ্যমন্ত্রীর দফতর থেকে গেল ফোন

টের্নোপিল শহরের জামাই ডাঃ সৌরভ দে বলেন, ‘‘ইউক্রেন ফুলের মত সুন্দর একটা দেশ । রাশিয়া সেই ফুলের বাগানকে ধ্বংস করতে চাইছে । দেশের এই পরিস্থিতিতে সরকার-বিরোধী সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে । পূর্ণ সমর্থন জানিয়ে বিরোধী দলের নেতা দেশের সরকারের পাশে এসে দাঁড়িয়েছে ।’’ প্যালেস্তাইনের জাতীয় কবির ভাষাতেই আশায় দিন কাটাচ্ছেন দম্পতি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.