ETV Bharat / state

Howrah Internet Service Restored : অশান্তি কমায় চালু হল ইন্টারনেট পরিষেবা, স্বস্তিতে হাওড়াবাসী

author img

By

Published : Jun 13, 2022, 11:19 AM IST

অবশেষে সোমবার সকাল 6 টা থেকে ফের চালু হল ইন্টারনেট পরিষেবা (Howrah Internet Service)। স্বস্তিতে হাওড়াবাসী ।

Howrah Internet Service news
অবশেষে সোমবার সকাল থেকে চালু ইন্টারনেট পরিষেবা

হাওড়া, 13 জুন : গত কয়েকদিন ধরে বিক্ষোভ-অবরোধের জেরে উত্তপ্ত হাওড়া ৷ রাজ্যের অন্য কয়েকটি এলাকাতেও একই ধরনের ঘটনা ঘটেছে ৷ ফলে হাওড়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ সোমবার সকাল থেকে ফের তা চালু হয়েছে (Howrah Internet Service) ৷

হাওড়ার অগ্নিগর্ভ পরিস্থিতির কারণে ও হিংসার উপরে নিয়ন্ত্রণ আনতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নবান্ন থেকে । সেই মতো জেলা জুড়েই বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা । ফলে সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলেই । পরিস্থিতি এমন দাঁড়ায় যে বহু মানুষ চাকরি বাঁচাতে গঙ্গাপাড়ে গিয়ে অফিস সারেন ।

অনেক ব্যবসায়ীরা কলকাতা ও হুগলি জেলাতে আত্মীয়দের বাড়িতে গিয়ে তাঁদের ব্যবসার কাজ করেন । ইন্টারনেট বন্ধের কারণে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছিলেন অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যুক্তরা । পরিষেবা বন্ধ থাকার জন্য অনলাইনে অর্থ লেনদেনও সম্পূর্ণভাবে বন্ধ ছিল । সোমবার সকাল থেকে ফের ইন্টারনেট চালু হওয়ার স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হাওড়াবাসী ৷

বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর রাজ্যের একাধিক জায়গা, বিশেষ করে হাওড়া ও মুর্শিদাবাদ উত্তপ্ত হয়ে ওঠে । হাওড়ার সলপ, ডোমজুড়, কোনা এক্সপ্রেসওয়ে দফায় দফায় অবরুদ্ধ হয় । সড়কপথের পাশাপাশি অবরোধ হয় রেলপথেও ৷ হাওড়া দক্ষিণ শাখার একটি লাইনে টায়ার এবং কলাপাতা ফেলে অবরোধ করা হয় । ফলে ভোগান্তিতে পড়তে হয় অফিস ফেরত যাত্রী ও অন্যান্য যাত্রীদের ৷

আরও পড়ুন : কেন বন্ধ ইন্টারনেট, আপেল দিয়ে বোঝালেন রাজ্য পুলিশের ডিজি

গত পরশু পাঁচলা, সলপ-সহ একাধিক এলাকায় উত্তেজনা ছড়ায় । এরপর তড়িঘড়ি সরিয়ে দেওয়া হয় হাওড়া গ্রামীণ পুলিশ সুপার শ্যামল রায় এবং হাওড়ার পুলিশ কমিশনার সি সুধাকরকে । কলকাতা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে লালবাজারের তরফে একটি সতর্কতামূলক পোস্টও করা হয় । সেই পোস্টে লালবাজারের তরফে আবেদন করা হয়, যাতে কোনও রকমের উস্কানিমূলক মন্তব্যে কেউ পা না দেয় ।

হাওড়া, 13 জুন : গত কয়েকদিন ধরে বিক্ষোভ-অবরোধের জেরে উত্তপ্ত হাওড়া ৷ রাজ্যের অন্য কয়েকটি এলাকাতেও একই ধরনের ঘটনা ঘটেছে ৷ ফলে হাওড়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ সোমবার সকাল থেকে ফের তা চালু হয়েছে (Howrah Internet Service) ৷

হাওড়ার অগ্নিগর্ভ পরিস্থিতির কারণে ও হিংসার উপরে নিয়ন্ত্রণ আনতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নবান্ন থেকে । সেই মতো জেলা জুড়েই বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা । ফলে সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলেই । পরিস্থিতি এমন দাঁড়ায় যে বহু মানুষ চাকরি বাঁচাতে গঙ্গাপাড়ে গিয়ে অফিস সারেন ।

অনেক ব্যবসায়ীরা কলকাতা ও হুগলি জেলাতে আত্মীয়দের বাড়িতে গিয়ে তাঁদের ব্যবসার কাজ করেন । ইন্টারনেট বন্ধের কারণে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছিলেন অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যুক্তরা । পরিষেবা বন্ধ থাকার জন্য অনলাইনে অর্থ লেনদেনও সম্পূর্ণভাবে বন্ধ ছিল । সোমবার সকাল থেকে ফের ইন্টারনেট চালু হওয়ার স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হাওড়াবাসী ৷

বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর রাজ্যের একাধিক জায়গা, বিশেষ করে হাওড়া ও মুর্শিদাবাদ উত্তপ্ত হয়ে ওঠে । হাওড়ার সলপ, ডোমজুড়, কোনা এক্সপ্রেসওয়ে দফায় দফায় অবরুদ্ধ হয় । সড়কপথের পাশাপাশি অবরোধ হয় রেলপথেও ৷ হাওড়া দক্ষিণ শাখার একটি লাইনে টায়ার এবং কলাপাতা ফেলে অবরোধ করা হয় । ফলে ভোগান্তিতে পড়তে হয় অফিস ফেরত যাত্রী ও অন্যান্য যাত্রীদের ৷

আরও পড়ুন : কেন বন্ধ ইন্টারনেট, আপেল দিয়ে বোঝালেন রাজ্য পুলিশের ডিজি

গত পরশু পাঁচলা, সলপ-সহ একাধিক এলাকায় উত্তেজনা ছড়ায় । এরপর তড়িঘড়ি সরিয়ে দেওয়া হয় হাওড়া গ্রামীণ পুলিশ সুপার শ্যামল রায় এবং হাওড়ার পুলিশ কমিশনার সি সুধাকরকে । কলকাতা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে লালবাজারের তরফে একটি সতর্কতামূলক পোস্টও করা হয় । সেই পোস্টে লালবাজারের তরফে আবেদন করা হয়, যাতে কোনও রকমের উস্কানিমূলক মন্তব্যে কেউ পা না দেয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.