ETV Bharat / state

করোনা ভাইরাসের জের, সংকটে হাওড়ার পরচুল ব্যবসা - corona virus effect

চিনের কোরোনা ভাইরাসের প্রভাব পরচুল ব্যবসায় ৷ কোরোনা ভাইরাসের সংক্রমণের জন্য চিনের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা ৷

wig
পরচুলা তৈরি করা হচ্ছে
author img

By

Published : Feb 15, 2020, 10:56 PM IST

Updated : Feb 18, 2020, 1:55 AM IST

হাওড়া, 15 ফেব্রুয়ারি: কোরোনা ভাইরাসের প্রভাব পরচুল ব্যবসাতেও ৷ কোরোনা ভাইরাসের আতঙ্কে ব্যবসা বন্ধ হাওড়ার পরচুল ব্যবসায়ীদের ৷ পরচুল আমদানির অন্যতম স্থান চিন ৷ কিন্তু চিনে বেড়েই চলেছে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৷ আর এই কারণেই আপতত চিনের সঙ্গে আমদানি-রপ্তানি পথ বন্ধ করেছে ভারত সরকার ৷ আর এতেই মাথায় হাত পড়েছে উলুবেড়িয়ার পরচুল ব্যবসায়ীদের ৷ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা ৷

উলুবেড়িয়ার করাতবেড়িয়া, রাজাপুর, বাণীবনসহ একাধিক এলাকায় কয়েক হাজার পরিবার এই পরচুল ব্যবসার সঙ্গে যুক্ত ৷ পাশাপাশি একাধিক ব্যবসায়ীও পরচুল ব্যবসা করেই অন্ন সংস্থান করেন ৷ তবে চিনে কোরোনা ভাইরাস সংক্রমণের পরে চিনের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ করেছে ভারত সরকার ৷ তারপর থেকেই এই ব্যবসায় মন্দার শুরু ৷

পরচুল ব্যবসায়ীরা জানিয়েছেন, দক্ষিণ ভারতের তিরুপতি মন্দির ও বিভিন্ন পার্লার থেকে চুল সংগ্রহ করে সেগুলিকে বাছাই করা হয় প্রথমে ৷ তারপর রাসায়নিক দিয়ে চুলকে পরিষ্কার করে পরচুল তৈরি হয় ৷ তারপর সেগুলিকে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে কন্ডিশনার দিয়ে উজ্জ্বল করা হয় । বিভিন্ন সাইজের উপরে পরচুলের দাম নির্ধারিত হয় ৷ তবে দেশীয় পরচুলের থেকে চিনে তৈরি পরচুল অনেক বেশি উজ্জ্বল ও অপেক্ষাকৃত কম দাম হওয়ায় বাজারে চিনের তৈরি পরচুলের চাহিদা থাকে। বর্তমানে চাহিদা অনুযায়ী পরচুল সরবরাহ করতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের ।

চিনের কোরোনার প্রভাবে ব্য়াহত হাওড়ার পরচুল ব্য়বসা

পরচুল ব্যবসায়ীরা জানিয়েছেন, সারা বছর দেশের বিভিন্ন প্রান্তে মাল সরবরাহ করার পাশাপাশি চিন থেকে আনা পরচুলও সরবরাহ করা হয় ৷ বছরে প্রায় কোটি টাকার উপরে হয় এই সরবরাহ ৷ দেশের এক শ্রেণির মানুষ চিনের তৈরি পরচুল পছন্দ করেন । কিন্তু বর্তমানে কোরোনা ভাইরাসের আতঙ্কে ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেছে চিনে ৷ তাই একদিকে যেমন গ্রাহক হারাতে হচ্ছে ৷ অন্যদিকে সেরকম প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের ৷

হাওড়া, 15 ফেব্রুয়ারি: কোরোনা ভাইরাসের প্রভাব পরচুল ব্যবসাতেও ৷ কোরোনা ভাইরাসের আতঙ্কে ব্যবসা বন্ধ হাওড়ার পরচুল ব্যবসায়ীদের ৷ পরচুল আমদানির অন্যতম স্থান চিন ৷ কিন্তু চিনে বেড়েই চলেছে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৷ আর এই কারণেই আপতত চিনের সঙ্গে আমদানি-রপ্তানি পথ বন্ধ করেছে ভারত সরকার ৷ আর এতেই মাথায় হাত পড়েছে উলুবেড়িয়ার পরচুল ব্যবসায়ীদের ৷ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা ৷

উলুবেড়িয়ার করাতবেড়িয়া, রাজাপুর, বাণীবনসহ একাধিক এলাকায় কয়েক হাজার পরিবার এই পরচুল ব্যবসার সঙ্গে যুক্ত ৷ পাশাপাশি একাধিক ব্যবসায়ীও পরচুল ব্যবসা করেই অন্ন সংস্থান করেন ৷ তবে চিনে কোরোনা ভাইরাস সংক্রমণের পরে চিনের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ করেছে ভারত সরকার ৷ তারপর থেকেই এই ব্যবসায় মন্দার শুরু ৷

পরচুল ব্যবসায়ীরা জানিয়েছেন, দক্ষিণ ভারতের তিরুপতি মন্দির ও বিভিন্ন পার্লার থেকে চুল সংগ্রহ করে সেগুলিকে বাছাই করা হয় প্রথমে ৷ তারপর রাসায়নিক দিয়ে চুলকে পরিষ্কার করে পরচুল তৈরি হয় ৷ তারপর সেগুলিকে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে কন্ডিশনার দিয়ে উজ্জ্বল করা হয় । বিভিন্ন সাইজের উপরে পরচুলের দাম নির্ধারিত হয় ৷ তবে দেশীয় পরচুলের থেকে চিনে তৈরি পরচুল অনেক বেশি উজ্জ্বল ও অপেক্ষাকৃত কম দাম হওয়ায় বাজারে চিনের তৈরি পরচুলের চাহিদা থাকে। বর্তমানে চাহিদা অনুযায়ী পরচুল সরবরাহ করতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের ।

চিনের কোরোনার প্রভাবে ব্য়াহত হাওড়ার পরচুল ব্য়বসা

পরচুল ব্যবসায়ীরা জানিয়েছেন, সারা বছর দেশের বিভিন্ন প্রান্তে মাল সরবরাহ করার পাশাপাশি চিন থেকে আনা পরচুলও সরবরাহ করা হয় ৷ বছরে প্রায় কোটি টাকার উপরে হয় এই সরবরাহ ৷ দেশের এক শ্রেণির মানুষ চিনের তৈরি পরচুল পছন্দ করেন । কিন্তু বর্তমানে কোরোনা ভাইরাসের আতঙ্কে ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেছে চিনে ৷ তাই একদিকে যেমন গ্রাহক হারাতে হচ্ছে ৷ অন্যদিকে সেরকম প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের ৷

Last Updated : Feb 18, 2020, 1:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.