ETV Bharat / state

World Environment Day 2022: সচেতনতার বার্তা দিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের পথে পূর্ব রেল - পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের পথে পূর্ব রেল

বিশ্ব উষ্ণায়নকে মোকাবিলা করতে পরিবেশ বান্ধব ব্যবস্থার উপর জোর দেওয়ার কথা বলছেন পরিবেশবিদ, বিজ্ঞানীরা ৷ বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে ইতিমধ্যেই পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Eastern Railway is using environment friendly technology) ৷

World Environment Day
বিশ্ব পরিবেশ দিবস 2022
author img

By

Published : Jun 4, 2022, 10:33 PM IST

হাওড়া, 4 জুন : রবিবার 5 জুন ৷ বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day 2022) ৷ এই বিশেষ দিনে পরিবেশ সচেতনতার বার্তা দিতে বিশেষ উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করেছে পূর্ব রেলের হাওড়া বিভাগ (Howrah Division of Eastern Railway) ৷ হাওড়া স্টেশন এবং হাওড়া কারশেডে সূর্যের আলো প্রবেশ করানোর ব্যবস্থা নেওয়া হয়েছে । পাশাপাশি হাওড়া স্টেশন-সহ বিভিন্ন স্টেশনে সোলার ওয়াটার হিটার স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল ।

বিশ্ব উষ্ণায়নকে মোকাবিলা করতে পরিবেশ বান্ধব ব্যবস্থার উপর জোর দেওয়ার কথা বলছেন পরিবেশবিদ, বিজ্ঞানীরা ৷ পরিবেশগত সমস্যাগুলি তুলে ধরার জন্য, জনসাধারণকে সচেতন করাতেই মূলত বিশ্বজুড়ে পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে ৷ এবছর বিশ্ব পরিবেশ দিবসের থিম হল "শুধুমাত্র একটি পৃথিবী", "প্রকৃতির সঙ্গে সহাবস্থানে জীবনযাপন" ৷

পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে পূর্ব রেলের হাওড়া বিভাগ সাম্প্রতিক অতীতে বেশ কিছু পদক্ষেপ করেছে৷ কার্বন নির্গমন কমাতে বিকল্প শক্তির ব্যবহারেও জোর দেওয়া হচ্ছে ৷ হাওড়া স্টেশনে স্থাপন করা হয়েছে 3 মেগাওয়েটের সোলার প্ল্যান্ট ৷ এছাড়াও ঝিল সাইডিং কোচিং ডিপো-সহ ডানকুনি, আজিমগঞ্জ, গঙ্গাটিকুড়ি এবং খাগড়াঘাট স্টেশনে বেশ কয়েকটি নতুন সোলার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে ৷ হাওড়া স্টেশন, হাওড়া অর্থোপেডিক হাসপাতাল এবং বর্ধমান, পাকুড়, রামপুরহাট, কাটোয়া, আজিমগঞ্জ, তারকেশ্বর এবং ব্যান্ডেল স্টেশনগুলিতে সোলার ওয়াটার হিটার স্থাপন করা হয়েছে ।

আরও পড়ুন : 108 ঘণ্টায় 75 কিমি হাইওয়ে নির্মাণ করে 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড' রেকর্ডসে নাম তুলতে চায় এনএইচএআই

হাওড়া স্টেশনের 9 নম্বর স্কাই পাইপ এবং হাওড়া ইএমইউ কারশেডের ছাদে প্রিজম্যাটিক লেন্স বসানো হয়েছে সূর্যালোক সংগ্রহের জন্য ৷ এছাড়াও হাওড়া ডিভিশন জুড়ে 28টি হাই ভলিউম লো স্পিড ফ্যান বসানো হয়েছে । হাওড়া স্টেশনের আলোকে সম্পূর্ণভাবে এলইডি লাইটে রূপান্তরিত করা হয়েছে । পূর্ব রেলকে সবুজ রেলপথে পরিণত করার জন্য নেওয়া হয়েছে একাধিক পরিকল্পনা ৷ গত অর্থবর্ষে হাওড়া বিভাগে 60 হাজার চারাগাছ রোপণ করা হয়েছে৷ এছাড়াও মায়াপুর, আজিমগঞ্জ ও আরামবাগ স্টেশনেও ছোট বনাঞ্চল তৈরি করা হয়েছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ।

হাওড়া, 4 জুন : রবিবার 5 জুন ৷ বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day 2022) ৷ এই বিশেষ দিনে পরিবেশ সচেতনতার বার্তা দিতে বিশেষ উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করেছে পূর্ব রেলের হাওড়া বিভাগ (Howrah Division of Eastern Railway) ৷ হাওড়া স্টেশন এবং হাওড়া কারশেডে সূর্যের আলো প্রবেশ করানোর ব্যবস্থা নেওয়া হয়েছে । পাশাপাশি হাওড়া স্টেশন-সহ বিভিন্ন স্টেশনে সোলার ওয়াটার হিটার স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল ।

বিশ্ব উষ্ণায়নকে মোকাবিলা করতে পরিবেশ বান্ধব ব্যবস্থার উপর জোর দেওয়ার কথা বলছেন পরিবেশবিদ, বিজ্ঞানীরা ৷ পরিবেশগত সমস্যাগুলি তুলে ধরার জন্য, জনসাধারণকে সচেতন করাতেই মূলত বিশ্বজুড়ে পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে ৷ এবছর বিশ্ব পরিবেশ দিবসের থিম হল "শুধুমাত্র একটি পৃথিবী", "প্রকৃতির সঙ্গে সহাবস্থানে জীবনযাপন" ৷

পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে পূর্ব রেলের হাওড়া বিভাগ সাম্প্রতিক অতীতে বেশ কিছু পদক্ষেপ করেছে৷ কার্বন নির্গমন কমাতে বিকল্প শক্তির ব্যবহারেও জোর দেওয়া হচ্ছে ৷ হাওড়া স্টেশনে স্থাপন করা হয়েছে 3 মেগাওয়েটের সোলার প্ল্যান্ট ৷ এছাড়াও ঝিল সাইডিং কোচিং ডিপো-সহ ডানকুনি, আজিমগঞ্জ, গঙ্গাটিকুড়ি এবং খাগড়াঘাট স্টেশনে বেশ কয়েকটি নতুন সোলার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে ৷ হাওড়া স্টেশন, হাওড়া অর্থোপেডিক হাসপাতাল এবং বর্ধমান, পাকুড়, রামপুরহাট, কাটোয়া, আজিমগঞ্জ, তারকেশ্বর এবং ব্যান্ডেল স্টেশনগুলিতে সোলার ওয়াটার হিটার স্থাপন করা হয়েছে ।

আরও পড়ুন : 108 ঘণ্টায় 75 কিমি হাইওয়ে নির্মাণ করে 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড' রেকর্ডসে নাম তুলতে চায় এনএইচএআই

হাওড়া স্টেশনের 9 নম্বর স্কাই পাইপ এবং হাওড়া ইএমইউ কারশেডের ছাদে প্রিজম্যাটিক লেন্স বসানো হয়েছে সূর্যালোক সংগ্রহের জন্য ৷ এছাড়াও হাওড়া ডিভিশন জুড়ে 28টি হাই ভলিউম লো স্পিড ফ্যান বসানো হয়েছে । হাওড়া স্টেশনের আলোকে সম্পূর্ণভাবে এলইডি লাইটে রূপান্তরিত করা হয়েছে । পূর্ব রেলকে সবুজ রেলপথে পরিণত করার জন্য নেওয়া হয়েছে একাধিক পরিকল্পনা ৷ গত অর্থবর্ষে হাওড়া বিভাগে 60 হাজার চারাগাছ রোপণ করা হয়েছে৷ এছাড়াও মায়াপুর, আজিমগঞ্জ ও আরামবাগ স্টেশনেও ছোট বনাঞ্চল তৈরি করা হয়েছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.