ETV Bharat / state

শব্দবাজির বিরুদ্ধে ট্রেনে-স্টেশনে রেলের অভিযান, গ্রেফতার শতাধিক - গ্রেফতার শতাধিক

Indian Railway: বিভিন্ন রেল স্টেশন ও ট্রেনে শব্দবাজি রুখতে অভিযান চালানো হয় রেলের তরফে ৷ চারটি ডিভিশনে এই অভিযান চলে ৷ শব্দবাজি ও অনেক দাহ্যবস্তু উদ্ধার হয়েছে ৷ গ্রেফতার শতাধিক ৷

Indian Railway
Indian Railway
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 4:35 PM IST

হাওড়া, 17 নভেম্বর: ট্রেন ও স্টেশনে শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালাল রেল ৷ আটদিন ধরে এই অভিযান চালানো হয় ৷ গ্রেফতার করা হয়েছে শতাধিক ব্য়ক্তিকে ৷ উৎসবের মরশুমে যাত্রী সুরক্ষার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে রেলের তরফে ৷

রেল সূত্রে খবর, গত 8 নভেম্বর থেকে 16 নভেম্বর পর্যন্ত বিভিন্ন রেল স্টেশন ও ট্রেনে শব্দবাজি রুখতে অভিযান চালানো হয় ৷ আরপিএফ ও আরপিএফ-এর ডগ স্কোয়াড এই অভিযান চালিয়েছে ৷ হাওড়া, আসানসোল, শিয়ালদা ও মালদা, চারটি ডিভিশনে এই অভিযান চালানো হয় ৷ ট্রেনের কামরা, স্টেশনের বিভিন্ন অংশ, পার্সেল বিভাগে তল্লাশি চালানো হয় ৷

Indian Railway
শব্দবাজির বিরুদ্ধে ট্রেনে-স্টেশনে রেলের অভিযান

রেল সূত্রে আরও জানা গিয়েছে, সব মিলিয়ে 109টি ট্রেনের প্রতিটি কামরায় তল্লাশি চালানো হয় ৷ অভিযান চলেছে 90টি স্টেশনে ৷ এছাড়া 25টি গুরুত্বপূর্ণ রেল স্টেশন ও রেল ইয়ার্ডে এই অভিযান চালানো হয়েছে ৷ শব্দবাজি-সহ একাধিক দাহ্যবস্তু উদ্ধার করা হয়েছে ৷ গ্রেফতার করা হয়েছে 588 জনকে ৷ তাঁদের ভারতীয় রেল আইনের একাধিক ধারায় গ্রেফতার করা হয়েছে ৷ এছাড়াও হাওড়া ডিভিশনের বিহার, উত্তরপ্রদেশগামী ট্রেনের জেনারেল দ্বিতীয় শ্রেণীর কামরাগুলোতে ভিড় সামলানোর বিশেষ পদ্ধতি প্রয়োগ করা হয় । হাওড়া স্টেশনে 24 ঘণ্টার জন্য আপৎকালীন কন্ট্রোল রুম চালু করা হয়েছে ৷

Indian Railway
শব্দবাজির বিরুদ্ধে ট্রেনে-স্টেশনে রেলের অভিযান

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "যাত্রী সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে শব্দবাজি, দাহ্যবস্তুর বিরুদ্ধে অভিযান চালানো হয় । নতুন উদ্ভাবনী পদ্ধতি, পর্যবেক্ষণ এবং একাগ্রতাকে সঙ্গী করে যাত্রী সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে । যাত্রী নিরাপত্তার প্রতিশ্রুতি অব্যাহত রাখার কথা পূর্ব রেল ঘোষণা করেছে ৷ এই বিশেষ অভিযান চলতি মাসের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে । রেল কর্তৃপক্ষ সমস্ত যাত্রীদের জন্য একটি নিরাপদ এবং ঝুঁকিমুক্ত ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের জন্য অবিচল রয়েছে ।”

আরও পড়ুন:

ধূমপায়ীরা সাবধান ! ট্রেনে লুকিয়ে সুখটান দিলেই বাজবে অ্যালার্ম, থেমে যাবে ট্রেন

হাওড়া, 17 নভেম্বর: ট্রেন ও স্টেশনে শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালাল রেল ৷ আটদিন ধরে এই অভিযান চালানো হয় ৷ গ্রেফতার করা হয়েছে শতাধিক ব্য়ক্তিকে ৷ উৎসবের মরশুমে যাত্রী সুরক্ষার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে রেলের তরফে ৷

রেল সূত্রে খবর, গত 8 নভেম্বর থেকে 16 নভেম্বর পর্যন্ত বিভিন্ন রেল স্টেশন ও ট্রেনে শব্দবাজি রুখতে অভিযান চালানো হয় ৷ আরপিএফ ও আরপিএফ-এর ডগ স্কোয়াড এই অভিযান চালিয়েছে ৷ হাওড়া, আসানসোল, শিয়ালদা ও মালদা, চারটি ডিভিশনে এই অভিযান চালানো হয় ৷ ট্রেনের কামরা, স্টেশনের বিভিন্ন অংশ, পার্সেল বিভাগে তল্লাশি চালানো হয় ৷

Indian Railway
শব্দবাজির বিরুদ্ধে ট্রেনে-স্টেশনে রেলের অভিযান

রেল সূত্রে আরও জানা গিয়েছে, সব মিলিয়ে 109টি ট্রেনের প্রতিটি কামরায় তল্লাশি চালানো হয় ৷ অভিযান চলেছে 90টি স্টেশনে ৷ এছাড়া 25টি গুরুত্বপূর্ণ রেল স্টেশন ও রেল ইয়ার্ডে এই অভিযান চালানো হয়েছে ৷ শব্দবাজি-সহ একাধিক দাহ্যবস্তু উদ্ধার করা হয়েছে ৷ গ্রেফতার করা হয়েছে 588 জনকে ৷ তাঁদের ভারতীয় রেল আইনের একাধিক ধারায় গ্রেফতার করা হয়েছে ৷ এছাড়াও হাওড়া ডিভিশনের বিহার, উত্তরপ্রদেশগামী ট্রেনের জেনারেল দ্বিতীয় শ্রেণীর কামরাগুলোতে ভিড় সামলানোর বিশেষ পদ্ধতি প্রয়োগ করা হয় । হাওড়া স্টেশনে 24 ঘণ্টার জন্য আপৎকালীন কন্ট্রোল রুম চালু করা হয়েছে ৷

Indian Railway
শব্দবাজির বিরুদ্ধে ট্রেনে-স্টেশনে রেলের অভিযান

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "যাত্রী সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে শব্দবাজি, দাহ্যবস্তুর বিরুদ্ধে অভিযান চালানো হয় । নতুন উদ্ভাবনী পদ্ধতি, পর্যবেক্ষণ এবং একাগ্রতাকে সঙ্গী করে যাত্রী সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে । যাত্রী নিরাপত্তার প্রতিশ্রুতি অব্যাহত রাখার কথা পূর্ব রেল ঘোষণা করেছে ৷ এই বিশেষ অভিযান চলতি মাসের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে । রেল কর্তৃপক্ষ সমস্ত যাত্রীদের জন্য একটি নিরাপদ এবং ঝুঁকিমুক্ত ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের জন্য অবিচল রয়েছে ।”

আরও পড়ুন:

ধূমপায়ীরা সাবধান ! ট্রেনে লুকিয়ে সুখটান দিলেই বাজবে অ্যালার্ম, থেমে যাবে ট্রেন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.