হাওড়া, 17 এপ্রিল : জাদুকর কেকে লায়েল এবার জাদু দেখাতে পাড়ি দিচ্ছেন শ্রীলঙ্কায় (Indian magician kk layal going to srilanka from howrah)৷ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সামনে তিনি তাঁর জাদুবিদ্যা দেখাবেন। হাওড়া স্টেশনের উল্টো দিকে অবস্থিত পূর্ব রেলের প্রিন্টিং প্রেস। সেখানেই জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মরত রয়েছেন কিশোরকুমার লায়েল । তাঁর বয়স 55। জাদুর জগতে তাঁকে চেনেন কেকে লায়েল বলেই। কর্মক্ষেত্র থেকে সময় বাঁচিয়ে তিনি নিয়মিত জাদু নিয়ে চর্চা করে চলেছেন।
হুগলির জঙ্গলপাড়ার গ্রামে জন্ম তাঁর ৷ তিনি ছোটবেলায় মাদারি খেলা দেখে মনের মধ্যে জাদুর টান খুঁজে পান। তাঁদের থেকেই জাদুবিদ্যাতে তাঁর হাতেখড়ি। তাঁদের কাছ থেকেই প্রথম নানা ধরনের খেলা শেখেন। এরপর স্কুলের ম্যাজিক শোতে তারাপদ পাল নামে এক জাদুকর খেলা দেখাতে এলে তাঁর কাছ থেকে আরও অনেক বিদ্যা রপ্ত করেন। তারপর যেখানেই জাদুবিদ্যার শো হতো সেখানেই হাজির হতেন ওই যুবক। জাদুকর হওয়ার স্বপ্ন ছিল দু'চোখে। তাই পড়াশোনার ফাঁকে ফাঁকে ঢুঁ মারতেন জাদুকরদের ডেরায় অথবা জাদুর সরঞ্জাম বিক্রির দোকানে।
জীবনে কাউকে সেভাবে গুরু হিসাবে না পেলেও অনেকের কাছ থেকেই এই বিদ্যা শিখেছেন তিনি। ধীরে ধীরে বেশকিছু বেসরকারি সংস্থা এবং ক্লাবে জাদু শোর জন্য ডাক পেতে থাকেন। কিন্তু আয় সেভাবে না হওয়ায় শেষমেষ চাকরি করার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন : মধু সংগ্রহে সুন্দরবনের জঙ্গলে স্বামী, বিধবার বেশে মউলদের স্ত্রীরা
1989 সালের 28 নভেম্বর তিনি পূর্ব রেলের প্রিন্টিং প্রেসে চাকরিতে যোগদান করেন। সেই থেকেই তার কর্মস্থল হাওড়া স্টেশন লাগোয়া এই প্রেসে। কিন্তু নেশায় জাদুকর কেকে লায়েল চাকরির পাশাপাশি উত্তর ভারতের বিভিন্ন শহরে খেলা দেখাতে শুরু করেন। দিল্লি, লখনউ, জয়পুর, উদয়পুর এবং আরও অন্যান্য ছোট শহর থেকে খেলা দেখানোর ডাক পান। 2016 সালে দিল্লিতে সার্ক ম্যাজিক কনফারেন্সে থেকে পুরস্কার পান। এছাড়াও ওই বছরেই দিল্লিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান তিনি। 1 মিনিট 55 সেকেন্ডে পরপর ছটি খেলা দেখানোর জন্য ওই গিনেস বুকে নাম ওঠে তাঁর।
নিজে রেলকর্মী, রেলের বড় বড় অনুষ্ঠানে ডাক পড়ে জাদু দেখানোর জন্য। পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল এবং পূর্ব-মধ্য রেলের থেকেও তিনি পেয়েছেন বিশেষ সম্মান। আর এইবার খেলা দেখানোর জন্য ডাক পেয়েছেন সুদূর শ্রীলঙ্কা থেকে। শ্রীলঙ্কার ম্যাজিক সার্কেল কলম্বোতে চলতি মাসের 22-25 এপ্রিল পর্যন্ত আয়োজন হচ্ছে জাদু প্রতিযোগিতা এবং জাদুবিদ্যা প্রদর্শনের ব্যবস্থা করেছে। বিভিন্ন দেশের জাদুকররা সেখানে আমন্ত্রিত হয়েছেন এবং তাঁরা তাদের জাদুবিদ্যা প্রদর্শন করবেন।
ভারত থেকেও 11 জন জাদুকর সে দেশে আমন্ত্রিত হয়েছেন। আগামী 21 এপ্রিল তিনি কলম্বোতে গিয়ে পৌঁছবেন। এখন তারই চূড়ান্ত প্রস্তুতি চলছে নিজের বাড়িতে, এমনটাই জানান তিনি। তাঁর এই প্রতিযোগিতায় তিনি নতুন দু'টি খেলা দেখাতে চান। তার দৃঢ় বিশ্বাস তার জাদু প্রদর্শন দর্শকদের মন জয় করবে।
আরও পড়ুন : Halkhata Ceremony Crisis: ডিজিটাল যুগে হাল খারাপ হালখাতার
এছাড়াও ওই দেশের প্রধানমন্ত্রী মহেন্দ্র রাজাপক্ষের সঙ্গে আগামী 25 এপ্রিল নৈশভোজে মিলিত হবেন। সেখানেও তিনি ম্যাজিক দেখাবেন বলে জানিয়েছেন। বর্তমানে শ্রীলংকার আর্থিক পরিস্থিতি ভয়াবহ। দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ লেগেই রয়েছে। কেকে লায়েল জানিয়েছেন, জাদুদণ্ডের সাহায্যে তিনি এই আর্থিক সংকটের কোনও সুরাহা করতে পারবেন না ঠিকই, তবে এই কষ্টের মধ্যেও মানুষকে যদি আনন্দ দেওয়া যায় সেটাই বা কম কী । সেই লক্ষ্যে তাঁর শ্রীলঙ্কা সফর।