ETV Bharat / state

Income Tax Raid: মাছ ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা, চাঞ্চল্য ট্যাংরায়

হাওড়ায় হানা আয়কর দফতরের (Income Tax Taid at Tangra)৷ মাছ ব্যবসায়ীর বাড়িতে এবার বিশেষ অভিযান চালাল আয়কর দফতর ৷

Etv Bharat
হাওড়া মাছ ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা
author img

By

Published : Feb 15, 2023, 5:21 PM IST

কলকাতা ও হাওড়া, 15 ফেব্রুয়ারি: শহরে ফের আয়কর দফতরের হানা (Income Tax Raid at Howrah)৷ কলকাতার ট্যাংরা এলাকার এক মাছ ব্যবসায়ীর বাড়িতে বুধবার বিশেষ অভিযান চালালেন আয়কর দফতরের কর্তারা । ওই ব্যবসায়ীর নাম মামরাজ আলি ৷ বুধবার সকাল প্রায় সাড়ে ন'টা নাগাদ পূর্ব কলকাতার ট্যাংরায় এক অভিজাত আবাসনে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা । মোট চারটি গাড়িতে আয়কর দফতরের কর্তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ওই আবাসনে এক মৎস্য ব্যবসায়ীর বাড়িতে যান ।

জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর দেশ-বিদেশে চিংড়ির ব্যবসা রয়েছে । প্রায় 4 ঘণ্টা ধরে অভিযান চালায় আয়কর দফতরের আধিকারিকরা । তবে কী কারণে এই আয়কর হানা তা এখনও স্পষ্ট নয় । ব্যবসায়িক ক্ষেত্রে আয়ের হিসেব সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে । তবে শুধু ট্যাংরাতেই নয়, এর পাশাপাশি রাজ্যের আরও একাধিক জায়গায় মৎস্য ব্যবসায়ীর বাড়িতে আয়কর দফতরের আধিকারিকরা গিয়েছে বলে সূত্রের খবর ।

বুধবার দুপুরে হাওড়ায় বোটানিক্যাল গার্ডেন থানার অন্তর্গত পদ্মপুকুর ক্যারি রোড এলাকাতে আয়কর দফতর বিশেষ অভিযান চালায় । স্থানীয় দোয়ারিকা আবাসনেই চলে আয়কর হানা । সিআরপি (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ) সঙ্গে নিয়ে অভিযান চালায় আয়কর দফতর । ওই ব্যবসায়ীর নাম তাজ মোহাম্মদ ৷ কলকাতা চৌরঙ্গীতে তাঁর অফিস ৷ মাছ ব্যবসায়ী হিসেব বহির্ভূত আয় এখনও পর্যন্ত আয়কর অফিসাররা তল্লাশি চালাচ্ছেন বলে জানা গিয়েছে । এদিকে সকালে বহুতল ওই আবাসনের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে । আর এইসব নিয়ে কৌতুহল বেড়েছে আশপাশের বাসিন্দাদের মনেও । যদিও এই আয়কর হানা নিয়ে এখনও পর্যন্ত রাজনৈতিক দলগুলির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে সাতসকালে আয়কর দফতরের এই অভিযান ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায় ।
আরও পড়ুন : 24 ঘণ্টা পার ! পতাকা বিড়ির কারখানায় অব্যাহত আয়কর অভিযান

কলকাতা ও হাওড়া, 15 ফেব্রুয়ারি: শহরে ফের আয়কর দফতরের হানা (Income Tax Raid at Howrah)৷ কলকাতার ট্যাংরা এলাকার এক মাছ ব্যবসায়ীর বাড়িতে বুধবার বিশেষ অভিযান চালালেন আয়কর দফতরের কর্তারা । ওই ব্যবসায়ীর নাম মামরাজ আলি ৷ বুধবার সকাল প্রায় সাড়ে ন'টা নাগাদ পূর্ব কলকাতার ট্যাংরায় এক অভিজাত আবাসনে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা । মোট চারটি গাড়িতে আয়কর দফতরের কর্তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ওই আবাসনে এক মৎস্য ব্যবসায়ীর বাড়িতে যান ।

জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর দেশ-বিদেশে চিংড়ির ব্যবসা রয়েছে । প্রায় 4 ঘণ্টা ধরে অভিযান চালায় আয়কর দফতরের আধিকারিকরা । তবে কী কারণে এই আয়কর হানা তা এখনও স্পষ্ট নয় । ব্যবসায়িক ক্ষেত্রে আয়ের হিসেব সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে । তবে শুধু ট্যাংরাতেই নয়, এর পাশাপাশি রাজ্যের আরও একাধিক জায়গায় মৎস্য ব্যবসায়ীর বাড়িতে আয়কর দফতরের আধিকারিকরা গিয়েছে বলে সূত্রের খবর ।

বুধবার দুপুরে হাওড়ায় বোটানিক্যাল গার্ডেন থানার অন্তর্গত পদ্মপুকুর ক্যারি রোড এলাকাতে আয়কর দফতর বিশেষ অভিযান চালায় । স্থানীয় দোয়ারিকা আবাসনেই চলে আয়কর হানা । সিআরপি (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ) সঙ্গে নিয়ে অভিযান চালায় আয়কর দফতর । ওই ব্যবসায়ীর নাম তাজ মোহাম্মদ ৷ কলকাতা চৌরঙ্গীতে তাঁর অফিস ৷ মাছ ব্যবসায়ী হিসেব বহির্ভূত আয় এখনও পর্যন্ত আয়কর অফিসাররা তল্লাশি চালাচ্ছেন বলে জানা গিয়েছে । এদিকে সকালে বহুতল ওই আবাসনের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে । আর এইসব নিয়ে কৌতুহল বেড়েছে আশপাশের বাসিন্দাদের মনেও । যদিও এই আয়কর হানা নিয়ে এখনও পর্যন্ত রাজনৈতিক দলগুলির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে সাতসকালে আয়কর দফতরের এই অভিযান ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায় ।
আরও পড়ুন : 24 ঘণ্টা পার ! পতাকা বিড়ির কারখানায় অব্যাহত আয়কর অভিযান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.