ETV Bharat / state

আগামী 24 ঘণ্টায় মহারাষ্ট্র থেকে এ রাজ্যে আসছে 30টি ট্রেন, রাজ্যের পদক্ষেপের অপেক্ষায় রেল - আগামী 24 ঘণ্টায় মহারাষ্ট্র থেকে হাওড়া স্টেশনে ঢুকবে 30টি ট্রেন

বুধবার সন্ধ্যে থেকে বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত মোট 30টি শ্রমিক স্পেশাল ট্রেন আধঘণ্টা অন্তর হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সাতটি প্লাটফর্মে ঢুকবে ।

আগামী 24 ঘন্টায় মহারাষ্ট্র থেকে এ রাজ্যে আসছে 30টি ট্রেন, রাজ্যের পদক্ষেপের অপেক্ষায় রেল
আগামী 24 ঘন্টায় মহারাষ্ট্র থেকে এ রাজ্যে আসছে 30টি ট্রেন, রাজ্যের পদক্ষেপের অপেক্ষায় রেল
author img

By

Published : May 26, 2020, 6:47 PM IST

Updated : May 26, 2020, 10:05 PM IST

হাওড়া, 26 মে: 24 ঘণ্টার মধ্যে মহারাষ্ট্র থেকে হাওড়ায় আসছে 30 টি শ্রমিক স্পেশাল ট্রেন । পূর্ব রেলের হাওড়া ডিভিশন DRM ইশাক খান জানিয়েছেন, বুধবার সন্ধে থেকে বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত মোট 30টি শ্রমিক স্পেশাল ট্রেন আধ ঘণ্টা অন্তর হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সাতটি প্লাটফর্মে ঢুকবে । প্ল্যাটফর্ম নম্বর 14, 17, 18, 19, 20, 21 ও 22 এই সাতটি প্লাটফর্মে ট্রেনগুলি ঢুকবে ।

তিনি আরও জানান, যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এবং গাড়িতে করে তাঁদের বাড়িতে পৌঁছানোর দায়িত্ব রাজ্য সরকারের । এ ব্যাপারে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হবে । রেলের পক্ষ থেকে রাজ্য সরকারকে গোটা ব্যাপারটা জানানো হয়েছে । তবে রাজ্য প্রশাসনের তরফে এখনও বিষয়টি নিয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি । আমরা সেই উত্তরের অপেক্ষায় রয়েছি । আশা করছি, ট্রেন ঢোকার আগেই রাজ্য প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হবে । যদিও এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও উত্তর মেলেনি । প্রসঙ্গত, দেশের সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃতের সংখ্যা মহারাষ্ট্রে । যা গোটা দেশের কাছে এক উদ্বেগের বিষয় । সেই রাজ্য থেকেই 24 ঘণ্টার মধ্যে 30টি ট্রেন এরাজ্যে ঢুকলে সংক্রমণ কোন পর্যায়ে পৌঁছাবে তা নিয়েও তৈরি হচ্ছে প্রশ্ন ।

হাওড়ায় আসছে 30 টি শ্রমিক স্পেশাল ট্রেন

তবে কোরোনার আবহে ভিন রাজ্য থেকে একসঙ্গে এত শ্রমিক আসায় কীভাবে তাঁদের বাড়িতে পাঠানো হবে তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে । এখন পরিস্থিতি কীভাবে সামাল দেয় প্রশাসন সেটাই দেখার ।

হাওড়া, 26 মে: 24 ঘণ্টার মধ্যে মহারাষ্ট্র থেকে হাওড়ায় আসছে 30 টি শ্রমিক স্পেশাল ট্রেন । পূর্ব রেলের হাওড়া ডিভিশন DRM ইশাক খান জানিয়েছেন, বুধবার সন্ধে থেকে বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত মোট 30টি শ্রমিক স্পেশাল ট্রেন আধ ঘণ্টা অন্তর হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সাতটি প্লাটফর্মে ঢুকবে । প্ল্যাটফর্ম নম্বর 14, 17, 18, 19, 20, 21 ও 22 এই সাতটি প্লাটফর্মে ট্রেনগুলি ঢুকবে ।

তিনি আরও জানান, যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এবং গাড়িতে করে তাঁদের বাড়িতে পৌঁছানোর দায়িত্ব রাজ্য সরকারের । এ ব্যাপারে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হবে । রেলের পক্ষ থেকে রাজ্য সরকারকে গোটা ব্যাপারটা জানানো হয়েছে । তবে রাজ্য প্রশাসনের তরফে এখনও বিষয়টি নিয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি । আমরা সেই উত্তরের অপেক্ষায় রয়েছি । আশা করছি, ট্রেন ঢোকার আগেই রাজ্য প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হবে । যদিও এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও উত্তর মেলেনি । প্রসঙ্গত, দেশের সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃতের সংখ্যা মহারাষ্ট্রে । যা গোটা দেশের কাছে এক উদ্বেগের বিষয় । সেই রাজ্য থেকেই 24 ঘণ্টার মধ্যে 30টি ট্রেন এরাজ্যে ঢুকলে সংক্রমণ কোন পর্যায়ে পৌঁছাবে তা নিয়েও তৈরি হচ্ছে প্রশ্ন ।

হাওড়ায় আসছে 30 টি শ্রমিক স্পেশাল ট্রেন

তবে কোরোনার আবহে ভিন রাজ্য থেকে একসঙ্গে এত শ্রমিক আসায় কীভাবে তাঁদের বাড়িতে পাঠানো হবে তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে । এখন পরিস্থিতি কীভাবে সামাল দেয় প্রশাসন সেটাই দেখার ।

Last Updated : May 26, 2020, 10:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.