হাওড়া, 2 জুলাই : কংগ্রেস, BJP-তে থেকে হাওড়ায় তৃণমূলে যোগ দিলেন 400 কর্মী-সমর্থক । যাতে রয়েছে BJP-র বেশ কিছু মণ্ডলের সদস্য ও যুবমোর্চার নেতা । আজ হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিসে হাওড়া জেলা সদর তৃণমূলের সভাপতি অরূপ রায় তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন । যোগ দিয়েছেন এমন অনেকেই বলেন, "BJP-তে কাজ করতে পারিনি, চাই মা-মাটি-মানুষের হয়ে কাজ করি । এলাকার উন্নয়ন করি ।"
এই প্রসঙ্গে অরূপ রায় বলেন, "এরা আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করল । দলের নীতি- আদর্শ ও উন্নয়নের যে ধারা সেই অনুযায়ী তাঁরা চলবেন । তৃণমূলে যোগদানের জন্য তাঁরা লিখিত আবেদন করেছিলেন । সেই আবেদনের ভিত্তিতে দলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে তাঁদের দলে জায়গা দেওয়া হয়েছে ।"
সদ্য তৃণমূলে আসা পঞ্চায়েত সদস্য বিথি দাস জানান, BJP-তে তাঁর কাজ করতে অসুবিধা হচ্ছিল । দলীয় নেতৃত্ব ও কর্মীদের থেকে সহযোগিতা পাচ্ছিলেন না । এছাড়াও তাঁর এলাকায় তৃণমূলের কর্মীদের থেকে যে ভাবে সাহায্য সহযোগিতা পেয়েছেন তাতে তিনি দল বদলের সিদ্বান্ত নিয়েছেন ।