ETV Bharat / state

হাওড়ায় কংগ্রেস-BJP ছেড়ে তৃণমূলে 400 জন - TMC news

জেলার কংগ্রেস, BJP-র পঞ্চায়েত সদস্যসহ প্রায় 400 রাজনৈতিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । যার মধ্যে সবচেয়ে বেশি BJP থেকে এসেছেন ।

হাওড়া
হাওড়া
author img

By

Published : Jul 2, 2020, 2:34 PM IST

হাওড়া, 2 জুলাই : কংগ্রেস, BJP-তে থেকে হাওড়ায় তৃণমূলে যোগ দিলেন 400 কর্মী-সমর্থক । যাতে রয়েছে BJP-র বেশ কিছু মণ্ডলের সদস্য ও যুবমোর্চার নেতা । আজ হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিসে হাওড়া জেলা সদর তৃণমূলের সভাপতি অরূপ রায় তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন । যোগ দিয়েছেন এমন অনেকেই বলেন, "BJP-তে কাজ করতে পারিনি, চাই মা-মাটি-মানুষের হয়ে কাজ করি । এলাকার উন্নয়ন করি ।"

এই প্রসঙ্গে অরূপ রায় বলেন, "এরা আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করল । দলের নীতি- আদর্শ ও উন্নয়নের যে ধারা সেই অনুযায়ী তাঁরা চলবেন । তৃণমূলে যোগদানের জন্য তাঁরা লিখিত আবেদন করেছিলেন । সেই আবেদনের ভিত্তিতে দলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে তাঁদের দলে জায়গা দেওয়া হয়েছে ।"

দেখুন তৃণমূলে যোগ দিয়ে কী বললেন পঞ্চায়েত সদস্যা

সদ্য তৃণমূলে আসা পঞ্চায়েত সদস্য বিথি দাস জানান, BJP-তে তাঁর কাজ করতে অসুবিধা হচ্ছিল । দলীয় নেতৃত্ব ও কর্মীদের থেকে সহযোগিতা পাচ্ছিলেন না । এছাড়াও তাঁর এলাকায় তৃণমূলের কর্মীদের থেকে যে ভাবে সাহায্য সহযোগিতা পেয়েছেন তাতে তিনি দল বদলের সিদ্বান্ত নিয়েছেন ।

হাওড়া, 2 জুলাই : কংগ্রেস, BJP-তে থেকে হাওড়ায় তৃণমূলে যোগ দিলেন 400 কর্মী-সমর্থক । যাতে রয়েছে BJP-র বেশ কিছু মণ্ডলের সদস্য ও যুবমোর্চার নেতা । আজ হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিসে হাওড়া জেলা সদর তৃণমূলের সভাপতি অরূপ রায় তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন । যোগ দিয়েছেন এমন অনেকেই বলেন, "BJP-তে কাজ করতে পারিনি, চাই মা-মাটি-মানুষের হয়ে কাজ করি । এলাকার উন্নয়ন করি ।"

এই প্রসঙ্গে অরূপ রায় বলেন, "এরা আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করল । দলের নীতি- আদর্শ ও উন্নয়নের যে ধারা সেই অনুযায়ী তাঁরা চলবেন । তৃণমূলে যোগদানের জন্য তাঁরা লিখিত আবেদন করেছিলেন । সেই আবেদনের ভিত্তিতে দলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে তাঁদের দলে জায়গা দেওয়া হয়েছে ।"

দেখুন তৃণমূলে যোগ দিয়ে কী বললেন পঞ্চায়েত সদস্যা

সদ্য তৃণমূলে আসা পঞ্চায়েত সদস্য বিথি দাস জানান, BJP-তে তাঁর কাজ করতে অসুবিধা হচ্ছিল । দলীয় নেতৃত্ব ও কর্মীদের থেকে সহযোগিতা পাচ্ছিলেন না । এছাড়াও তাঁর এলাকায় তৃণমূলের কর্মীদের থেকে যে ভাবে সাহায্য সহযোগিতা পেয়েছেন তাতে তিনি দল বদলের সিদ্বান্ত নিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.