ETV Bharat / state

Arms Recovered in Howrah : ফের বেআইনি অস্ত্র উদ্ধার হাওড়ার বালিতে, গ্রেফতার 1 - Howrah Police

হাওড়ার বালি থেকে তল্লাশিতে বেআইনি অস্ত্র উদ্ধার (Illegal arms recovered from Howrah) ৷ গ্রেফতার হয়েছে একজন ।

Howrah Crime news
ফের বেআইনি অস্ত্র উদ্ধার হাওড়ার বালিতে
author img

By

Published : Mar 30, 2022, 8:58 PM IST

হাওড়া, 30 মার্চ : বীরভূম জেলার রামপুরহাটের বগটুই কাণ্ডের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের সব জেলাতে বেআইনি অস্ত্র উদ্ধারে পুলিশ যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে । মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বালি থানার এসআই রাজু কুমার ঘোষ, এএসআই শুভদীপ ঘোষ-সহ অন্যান্যরা বিশেষ অভিযান চালিয়ে শ্রী রবি রাস্তোগী নামে একজন অপরাধীকে গ্রেফতার করে (Illegal arms recovered from Howrah) ।

পুলিশ সূত্রে খবর, রাজু রাস্তগী নিশ্চিন্দা থানার এলাকায় বেলানগর রেল গেটের বাসিন্দা । রাজুকে বালির মালগুদাম ঘাট এলাকার জুট মিলের কাছে গ্রেফতার করে পুলিশ । তার থেকে একটি উন্নতমানের দেশিয় প্রযুক্তিতে তৈরি পাইপগান উদ্ধার হয় । যার দৈর্ঘ্য প্রায় 9.5 ইঞ্চি, ট্রিগার, চেম্বার, হাতুড়ি, কাঠের ফিটিংস বাট, বডি, ব্যারেল, কাজের অবস্থায় ফায়ারিং পিন-সহ চার রাউন্ড সক্রিয় কার্তুজ উদ্ধার হয় ।

পুলিশ উদ্ধার হওয়া পাইপগান সহ কার্তুজ বাজেয়াপ্ত করে । ধৃত ওই যুবক ওয়ালাকার এলাকার পরিচিত কুখ্যাত অপরাধী বলেই পুলিশ সূত্রে খবর ।

আরও পড়ুন : 7th Pay Commission : 3 শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের

উল্লেখ্য, কয়েকদিন আগেই হাওড়া পুলিশ কমিশনারেটের (Howrah Police) অধীনে সমস্ত থানা থেকেই বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ রেড চালানো হয় । ওই তল্লাশিতে 3টি বেআইনি অস্ত্র উদ্ধার করেছে সিটি পুলিশ । যার মধ্যে 2টি শিবপুর থানা এলাকা ও আরেকটি সাঁকরাইল থানা এলাকা থেকে উদ্ধার করে সিটি পুলিশ । আগামী 6 দিনে আরো বিভিন্ন জায়গাতে এই ধরণের বিশেষ তল্লাশি চালানো হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে ।

হাওড়া, 30 মার্চ : বীরভূম জেলার রামপুরহাটের বগটুই কাণ্ডের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের সব জেলাতে বেআইনি অস্ত্র উদ্ধারে পুলিশ যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে । মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বালি থানার এসআই রাজু কুমার ঘোষ, এএসআই শুভদীপ ঘোষ-সহ অন্যান্যরা বিশেষ অভিযান চালিয়ে শ্রী রবি রাস্তোগী নামে একজন অপরাধীকে গ্রেফতার করে (Illegal arms recovered from Howrah) ।

পুলিশ সূত্রে খবর, রাজু রাস্তগী নিশ্চিন্দা থানার এলাকায় বেলানগর রেল গেটের বাসিন্দা । রাজুকে বালির মালগুদাম ঘাট এলাকার জুট মিলের কাছে গ্রেফতার করে পুলিশ । তার থেকে একটি উন্নতমানের দেশিয় প্রযুক্তিতে তৈরি পাইপগান উদ্ধার হয় । যার দৈর্ঘ্য প্রায় 9.5 ইঞ্চি, ট্রিগার, চেম্বার, হাতুড়ি, কাঠের ফিটিংস বাট, বডি, ব্যারেল, কাজের অবস্থায় ফায়ারিং পিন-সহ চার রাউন্ড সক্রিয় কার্তুজ উদ্ধার হয় ।

পুলিশ উদ্ধার হওয়া পাইপগান সহ কার্তুজ বাজেয়াপ্ত করে । ধৃত ওই যুবক ওয়ালাকার এলাকার পরিচিত কুখ্যাত অপরাধী বলেই পুলিশ সূত্রে খবর ।

আরও পড়ুন : 7th Pay Commission : 3 শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের

উল্লেখ্য, কয়েকদিন আগেই হাওড়া পুলিশ কমিশনারেটের (Howrah Police) অধীনে সমস্ত থানা থেকেই বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ রেড চালানো হয় । ওই তল্লাশিতে 3টি বেআইনি অস্ত্র উদ্ধার করেছে সিটি পুলিশ । যার মধ্যে 2টি শিবপুর থানা এলাকা ও আরেকটি সাঁকরাইল থানা এলাকা থেকে উদ্ধার করে সিটি পুলিশ । আগামী 6 দিনে আরো বিভিন্ন জায়গাতে এই ধরণের বিশেষ তল্লাশি চালানো হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.