হাওড়া, 7 জানুয়ারি : বৃহস্পতিবার ডুমুরজলা স্টেডিয়ামে সাংবাদিক বৈঠক করলেন প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী ও তৃণমূলের হাওড়া সদরের প্রাক্তন সভাপতি লক্ষ্মীরতন শুক্লা । সম্প্রতি তিনি মন্ত্রিত্ব ও জেলা সভাপতির পদ ছেড়েছেন । তাঁর ইস্তফা দেওয়াকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। গত দু'দিন অন্তরালে থাকার পর আজ হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হন লক্ষ্মীরতন।
আরও পড়ুন: প্রকৃত অধিনায়ক দলকেও খেলতে সাহায্য করেন, ফেসবুকে বিস্ফোরক লক্ষ্মীরতন
সাংবাদিকদের মুখোমুখি হয়ে লক্ষ্মীরতন জানান, আপাতত বিধায়ক পদ ছাড়ছেন না। উত্তর হাওড়ার বিধায়ক হিসাবে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করবেন।
বিজেপিতে যোগদান প্রসঙ্গ উড়িয়ে দিয়ে বলেন, "আমি বিধায়ক হিসাবে নিজের মেয়াদ পূর্ণ করব। ধন্য়বাদ জানাই সকলকে ৷ ধন্যবাদ জানাই মাননীয় মুখমন্ত্রীকে ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের সম্পৰ্ক। তা ভবিষ্যতেও বজায় থাকবে ।"
আরও পড়ুন: মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা
লক্ষ্মীরতন আরও বলেন, "আমি একজন স্পোর্টসম্যান ৷ আমার কাছে বিরোধী বলে কিছু নেই ৷ সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাই ৷ বাংলায় হিংসা ও প্রতিহিংসার রাজনীতি হোক আমি চাই না ।"
সম্প্রতি তাঁর ও সৌরভের ফেসবুকের একটি ছবি নিয়ে রাজনৈতিক গুঞ্জন শুরু হয় । সেই প্রসঙ্গ এড়িয়ে খেলোয়াড় ও প্রশাসক সৌরভের প্রশংসা করেন লক্ষ্মীরতন শুক্লা ।