ETV Bharat / state

পৌরনিগমে বিক্ষোভ, সমর্থন জানাতে গিয়ে প্রহৃত BJP নেত্রীসহ 3 - BJP

পৌরনিগমের অস্থায়ী কর্মীদের বিক্ষোভে সমর্থন জানাতে এসে বিক্ষোভকারীদের হাতে প্রহৃত হলেন BJP-র মহিলা মোর্চার সভানেত্রী দুর্গা সিং । কর্মদিবস ছাঁটাইয়ের প্রতিবাদে হাওড়া পৌরনিগমে বিক্ষোভ দেখান অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা ।

পুরকমিশনারকে ঘিরে বিক্ষোভ
author img

By

Published : May 13, 2019, 7:55 PM IST

Updated : May 13, 2019, 8:11 PM IST

হাওড়া, ১৩ মে : পৌরনিগমের অস্থায়ী কর্মীদের বিক্ষোভে সমর্থন জানাতে এসে বিক্ষোভকারীদের হাতে প্রহৃত হলেন ৩ BJP কর্মী । হাওড়া পৌরনিগমের ঘটনা । বিক্ষোভকারীদের মারে জখম হন BJP-র মহিলা মোর্চার সভানেত্রী দুর্গা সিং ।

জানা গেছে, কর্মদিবস ছাঁটাইয়ের প্রতিবাদে হাওড়া পৌরনিগমে বিক্ষোভ দেখান অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা । বর্তমানে প্রায় ৩০ হাজার অস্থায়ী স্বাস্থ্যকর্মী রয়েছেন । নিয়মিত কাজ ও বেতনের দাবিতেই আজ বিক্ষোভে সামিল হন । সমর্থন জানাতে ২ জন কর্মীকে নিয়ে ঘটনাস্থানে যান BJP মহিলা মোর্চা নেত্রী দুর্গা সিং । বিক্ষোভকারীরা দুর্গা সিংকে চলে যাওয়ার কথা বললেও তিনি যেতে রাজি হননি । তখনই অস্থায়ী পৌরকর্মীরা ৩ BJP কর্মীকে ধাক্কা দিয়ে বের করে দেন ।

পরে বিক্ষোভকারীরা পুর কমিশনার বিজিন কৃষ্ণাকে ঘিরেও বিক্ষোভ দেখান । পৌরনিগমের তরফে তাদের আশ্বাস দেওয়া হয় । পুর কমিশনার জানান, এপ্রিল-মে- মাসের কাজের বেতন অস্থায়ী কর্মীরা পেয়ে যাবেন । জুন থেকে কীভাবে পৌরসভায় কাজ হবে সেটা নিয়ে বৈঠক হবে । তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে । যদিও বিক্ষোভকারীরা জানান, অবিলম্বে সমস্যার সমাধান না হলে পরবর্তীতে তাঁরা নবান্ন অভিযান করবেন ।

দেখুন ভিডিয়ো

হাওড়া, ১৩ মে : পৌরনিগমের অস্থায়ী কর্মীদের বিক্ষোভে সমর্থন জানাতে এসে বিক্ষোভকারীদের হাতে প্রহৃত হলেন ৩ BJP কর্মী । হাওড়া পৌরনিগমের ঘটনা । বিক্ষোভকারীদের মারে জখম হন BJP-র মহিলা মোর্চার সভানেত্রী দুর্গা সিং ।

জানা গেছে, কর্মদিবস ছাঁটাইয়ের প্রতিবাদে হাওড়া পৌরনিগমে বিক্ষোভ দেখান অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা । বর্তমানে প্রায় ৩০ হাজার অস্থায়ী স্বাস্থ্যকর্মী রয়েছেন । নিয়মিত কাজ ও বেতনের দাবিতেই আজ বিক্ষোভে সামিল হন । সমর্থন জানাতে ২ জন কর্মীকে নিয়ে ঘটনাস্থানে যান BJP মহিলা মোর্চা নেত্রী দুর্গা সিং । বিক্ষোভকারীরা দুর্গা সিংকে চলে যাওয়ার কথা বললেও তিনি যেতে রাজি হননি । তখনই অস্থায়ী পৌরকর্মীরা ৩ BJP কর্মীকে ধাক্কা দিয়ে বের করে দেন ।

পরে বিক্ষোভকারীরা পুর কমিশনার বিজিন কৃষ্ণাকে ঘিরেও বিক্ষোভ দেখান । পৌরনিগমের তরফে তাদের আশ্বাস দেওয়া হয় । পুর কমিশনার জানান, এপ্রিল-মে- মাসের কাজের বেতন অস্থায়ী কর্মীরা পেয়ে যাবেন । জুন থেকে কীভাবে পৌরসভায় কাজ হবে সেটা নিয়ে বৈঠক হবে । তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে । যদিও বিক্ষোভকারীরা জানান, অবিলম্বে সমস্যার সমাধান না হলে পরবর্তীতে তাঁরা নবান্ন অভিযান করবেন ।

দেখুন ভিডিয়ো
sample description
Last Updated : May 13, 2019, 8:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.